ETV Bharat / city

শিলিগুড়িতে BJP নেতাকে খুনের হুমকি দিয়ে পোস্টার - poster

BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার জেলা সহ সভাপতি তথা ট্রেড ইউনিয়নের সভাপতিকে খুনের হুমকি দিয়ে পোস্টার ৷ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷

খুনের হুমকি দিয়ে পোস্টার
author img

By

Published : Jul 24, 2019, 3:30 PM IST

শিলিগুড়ি, 24 জুলাই : BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ট্রেড ইউনিয়নের সভাপতিকে খুনের হুমকি দিয়ে পোস্টার ৷ আশিঘরে BJP-র কার্যালয়ের সামনে লাগানো এই পোস্টারকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷

এলাকায় BJP-র শক্তি বৃদ্ধিতে বিগত কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মার সঙ্গে বিবাদে জড়ান BJP-র ট্রেড ইউনিয়নের সভাপতি তুফান সাহা । এরই মধ্যে হুমকি দিয়ে পোস্টার পড়ে ৷

তুফানবাবু বলেন, "ভয় দেখাতে এসব করা হচ্ছে । পুলিশকে সব জানিয়েছি । কারা রাতের অন্ধকারে দলের কার্যালয়ে এসে এই পোস্টার লাগাল তা পুলিশ খতিয়ে দেখুক ৷" অন্যদিকে রঞ্জনবাবু বলেন, "শুনেছি পোস্টার পড়েছে । আমাদের কেউ এসবে জড়িত নয় ৷ ওদের অভ্যন্তরীণ গন্ডগোলের জেরে এসব হতে পারে । সবটাই নাটক হচ্ছে ৷ "

শিলিগুড়ি, 24 জুলাই : BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ট্রেড ইউনিয়নের সভাপতিকে খুনের হুমকি দিয়ে পোস্টার ৷ আশিঘরে BJP-র কার্যালয়ের সামনে লাগানো এই পোস্টারকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷

এলাকায় BJP-র শক্তি বৃদ্ধিতে বিগত কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মার সঙ্গে বিবাদে জড়ান BJP-র ট্রেড ইউনিয়নের সভাপতি তুফান সাহা । এরই মধ্যে হুমকি দিয়ে পোস্টার পড়ে ৷

তুফানবাবু বলেন, "ভয় দেখাতে এসব করা হচ্ছে । পুলিশকে সব জানিয়েছি । কারা রাতের অন্ধকারে দলের কার্যালয়ে এসে এই পোস্টার লাগাল তা পুলিশ খতিয়ে দেখুক ৷" অন্যদিকে রঞ্জনবাবু বলেন, "শুনেছি পোস্টার পড়েছে । আমাদের কেউ এসবে জড়িত নয় ৷ ওদের অভ্যন্তরীণ গন্ডগোলের জেরে এসব হতে পারে । সবটাই নাটক হচ্ছে ৷ "

Intro:শিলিগুড়িতে বিজেপির সহসভাপতি এবং ট্রেড ইউনিয়নের সভাপতি তুফান সাহাকে খুনের হুমকি সম্বলিত পোস্টার ঘিরে চাঞ্চল্য। আশীঘর এলাকায় বিজেপির কার্যালয়ে এই পোস্টার উদ্ধার হয়।


Body:এলাকায় বিজেপি শক্তিশালী হতেই কিছুদিন ধরেই নানা বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মার সঙ্গে বিবাদে জড়ান তুফান সাহা। এরই মাঝে রাতের অন্ধকারে দলের কার্যালয়ে এই পোস্টার লাগান হয়। তুফান সাহা বলেন, ভয় দেখাতে এসব করা হচ্ছে। পুলিশকে সব জানাচ্ছি। কারা রাতের অন্ধকারে দলের কার্যালয়ে এসে এই পোস্টার লাগালো তা পুলিশ খতিয়ে দেখুক।


Conclusion:স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মা বলেন, শুনেছি পোস্টার পড়েছে। আমাদের কেউ এসবে জড়িত নয়। ওদের অভ্যন্তরীণ গন্ডগোলের জেরে এসব হতে পারে। সবটাই নাটক হচ্ছে বলে মনে করছি।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.