শিলিগুড়ি, 24 জুলাই : BJP-র শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ট্রেড ইউনিয়নের সভাপতিকে খুনের হুমকি দিয়ে পোস্টার ৷ আশিঘরে BJP-র কার্যালয়ের সামনে লাগানো এই পোস্টারকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় ৷
এলাকায় BJP-র শক্তি বৃদ্ধিতে বিগত কয়েকদিন ধরেই স্থানীয় তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীলশর্মার সঙ্গে বিবাদে জড়ান BJP-র ট্রেড ইউনিয়নের সভাপতি তুফান সাহা । এরই মধ্যে হুমকি দিয়ে পোস্টার পড়ে ৷
তুফানবাবু বলেন, "ভয় দেখাতে এসব করা হচ্ছে । পুলিশকে সব জানিয়েছি । কারা রাতের অন্ধকারে দলের কার্যালয়ে এসে এই পোস্টার লাগাল তা পুলিশ খতিয়ে দেখুক ৷" অন্যদিকে রঞ্জনবাবু বলেন, "শুনেছি পোস্টার পড়েছে । আমাদের কেউ এসবে জড়িত নয় ৷ ওদের অভ্যন্তরীণ গন্ডগোলের জেরে এসব হতে পারে । সবটাই নাটক হচ্ছে ৷ "