ETV Bharat / city

SMC Election 2022 : শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে গুরু-শিষ্যের লড়াই - political fight between congress and tmc in ward 15 of siliguri municipal corporation

আগামী 22 জানুয়ারি শিলিগুড়ি পৌরনিগমে নির্বাচন (SMC Election 2022) ৷ সেই নির্বাচনে কংগ্রেসী গুরুর সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তৃণমূলী শিষ্য ৷ শনিবার প্রচারে বেরিয়ে কংগ্রেসের সুবীন ভৌমিকের আশীর্বাদও নিলেন তৃণমূলের রঞ্জন সরকার ৷

political fight between congress and tmc in ward 15 of siliguri municipal corporation
SMC Election 2022 : শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে গুরু শিষ্যের লড়াই
author img

By

Published : Jan 8, 2022, 8:28 PM IST

শিলিগুড়ি, 8 জানুয়ারি : সামনেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন । ইতিমধ্যে প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা । সবার নজর হেভিওয়েটের দিকে । কিন্তু শনিবার প্রচারের একটি অন্য ছবি ধরা পড়ল 15 নম্বর ওয়ার্ডে ।

গত পৌর-নির্বাচনে ওই ওয়ার্ডের প্রার্থী ছিলেন অরবিন্দ ঘোষ । তিনি নির্দল হিসেবে জিতেছিলেন ওই ওয়ার্ডে ৷ কিন্তু বোর্ড গঠনের কয়েকমাস পরেই তিনি মারা যান । যার ফলে কাউন্সিলরহীনভাবেই কেটে যায় ওই ওয়ার্ড । এবার ওই ওয়ার্ডে রাজনৈতিক গুরু-শিষ্যের লড়াই (political fight between congress and tmc in ward 15 of siliguri municipal corporation) ।

কংগ্রেসের থেকে ওই ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে সুবীন ভৌমিককে । আর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পৌর প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জন সরকারকে ওই ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে ৷ আর একসময় সুবীন ভৌমিকের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন রঞ্জন সরকার । পৌরনিগমে বিরোধী দলনেতার আসনেও ছিলেন ।

অন্যদিকে, কংগ্রেসেরও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সুবীন ভৌমিক । সর্বভারতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তিনি । আর এবার নির্বাচনে রাজনীতির গুরু সুবীন ভৌমিকের বিপরীতে লড়ছেন শিষ্য রঞ্জন সরকার ।

এদিন ভোট প্রচারে বেরিয়ে গুরুর বাড়িতে গিয়েই হাজির হন শিষ্য । 15 নম্বর ওয়ার্ডে কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন রঞ্জন সরকার । ওই ওয়ার্ডেই বাড়ি সুবীন ভৌমিকের । এদিন তাঁর বাড়িতে গিয়ে নির্বাচনে লড়ার জন্য আশীর্বাদও চান রঞ্জন সরকার । সেখানে গুরু-শিষ্য হাত মেলান । এরপর কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন সেখান থেকে ।

SMC Election 2022 : শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে গুরু শিষ্যের লড়াই

এদিন সুবীন ভৌমিক বলেন, "আমার হাত ধরেই রাজনীতিতে এসেছিল রঞ্জন । এবার গুরু শিষ্যের লড়াই হবে । দু'জনে দুই দল করি । তবে ওয়ার্ডবাসী সঠিক সময়ে সঠিক মানুষকে ভোট দেবেন । আমিও আমার জয়ের ব্যাপারে আশবাদী । ব্যাপক সাড়া পাচ্ছি বাসিন্দাদের ।"

আরও পড়ুন : SMC Election 2022 : ভোটে প্রার্থী হয়েই শিলিগুড়িতে মনীষীদের মূর্তি পরিষ্কারের ধূম

অন্যদিকে এদিন রঞ্জন সরকার এলাকায় বহু বাড়ি বাড়িতে গিয়ে প্রচার সারেন । প্রচার শেষ করে বলেন, "মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি । তবে এটাকে ভোটপ্রচার বলা যায় না । সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ থাকে । রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন তার দিকে তাকিয়ে মানুষ ঠিক করে নিয়েছে এবার শিলিগুড়িতে তৃণমূলকে পুরনিগম বোর্ড জেতাবে । শুধু এখন সময়ের অপেক্ষা ।"

শিলিগুড়ি, 8 জানুয়ারি : সামনেই শিলিগুড়ি পৌরনিগমের নির্বাচন । ইতিমধ্যে প্রচার ময়দানে ঝাঁপিয়ে পড়েছে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা । সবার নজর হেভিওয়েটের দিকে । কিন্তু শনিবার প্রচারের একটি অন্য ছবি ধরা পড়ল 15 নম্বর ওয়ার্ডে ।

গত পৌর-নির্বাচনে ওই ওয়ার্ডের প্রার্থী ছিলেন অরবিন্দ ঘোষ । তিনি নির্দল হিসেবে জিতেছিলেন ওই ওয়ার্ডে ৷ কিন্তু বোর্ড গঠনের কয়েকমাস পরেই তিনি মারা যান । যার ফলে কাউন্সিলরহীনভাবেই কেটে যায় ওই ওয়ার্ড । এবার ওই ওয়ার্ডে রাজনৈতিক গুরু-শিষ্যের লড়াই (political fight between congress and tmc in ward 15 of siliguri municipal corporation) ।

কংগ্রেসের থেকে ওই ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে সুবীন ভৌমিককে । আর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পৌর প্রশাসক বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জন সরকারকে ওই ওয়ার্ডে প্রার্থী করা হয়েছে ৷ আর একসময় সুবীন ভৌমিকের হাত ধরেই রাজনীতিতে এসেছিলেন রঞ্জন সরকার । পৌরনিগমে বিরোধী দলনেতার আসনেও ছিলেন ।

অন্যদিকে, কংগ্রেসেরও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সুবীন ভৌমিক । সর্বভারতীয় কংগ্রেসের কার্যকরী কমিটির সদস্য তিনি । আর এবার নির্বাচনে রাজনীতির গুরু সুবীন ভৌমিকের বিপরীতে লড়ছেন শিষ্য রঞ্জন সরকার ।

এদিন ভোট প্রচারে বেরিয়ে গুরুর বাড়িতে গিয়েই হাজির হন শিষ্য । 15 নম্বর ওয়ার্ডে কর্মীদের সঙ্গে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন রঞ্জন সরকার । ওই ওয়ার্ডেই বাড়ি সুবীন ভৌমিকের । এদিন তাঁর বাড়িতে গিয়ে নির্বাচনে লড়ার জন্য আশীর্বাদও চান রঞ্জন সরকার । সেখানে গুরু-শিষ্য হাত মেলান । এরপর কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন সেখান থেকে ।

SMC Election 2022 : শিলিগুড়ির 15 নম্বর ওয়ার্ডে গুরু শিষ্যের লড়াই

এদিন সুবীন ভৌমিক বলেন, "আমার হাত ধরেই রাজনীতিতে এসেছিল রঞ্জন । এবার গুরু শিষ্যের লড়াই হবে । দু'জনে দুই দল করি । তবে ওয়ার্ডবাসী সঠিক সময়ে সঠিক মানুষকে ভোট দেবেন । আমিও আমার জয়ের ব্যাপারে আশবাদী । ব্যাপক সাড়া পাচ্ছি বাসিন্দাদের ।"

আরও পড়ুন : SMC Election 2022 : ভোটে প্রার্থী হয়েই শিলিগুড়িতে মনীষীদের মূর্তি পরিষ্কারের ধূম

অন্যদিকে এদিন রঞ্জন সরকার এলাকায় বহু বাড়ি বাড়িতে গিয়ে প্রচার সারেন । প্রচার শেষ করে বলেন, "মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি । তবে এটাকে ভোটপ্রচার বলা যায় না । সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ থাকে । রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন তার দিকে তাকিয়ে মানুষ ঠিক করে নিয়েছে এবার শিলিগুড়িতে তৃণমূলকে পুরনিগম বোর্ড জেতাবে । শুধু এখন সময়ের অপেক্ষা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.