ETV Bharat / city

শিলিগুড়ির সমস্ত ATM-এ নজরদারি বাড়াতে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে পুলিশ - শিলিগুড়ি

শিলিগুড়িতে সম্প্রতি বেশকিছু ATM-এ হামলা চালায় দুষ্কৃতীরা । ATMগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবে পুলিশ ।

Siliguri police will meet bank authority over atm security
শিলিগুড়িতে এটিএমে দুষ্কৃতী হামলা
author img

By

Published : Jun 24, 2020, 7:15 PM IST

শিলিগুড়ি, 24 জুন : একের পর এক ATM লুটের চেষ্টা শিলিগুড়িতে । নিরাপত্তায় গাফিলতির কারণে বিভিন্ন ATM-এ লুটপাটের ঘটনা চলছে বলে মনে করছে পুলিশ । তাই ATM কাউন্টারগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে পুলিশ ।

লকডাউন শিথিল হতে শিলিগুড়িতে বাড়ছেে অপরাধমূলক কাজকর্ম । গত কয়েক দিনে শহরের বেশ কিছু ATM কাউন্টারে দুষ্কৃতী হানার ঘটনা ঘটেছে ৷ কখনও ATM ভেঙে টাকা লুটের চেষ্টা । আবার কখনও ATM ভাঙতে না পেরে গোটা মেশিন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা । দুষ্কৃতীদের ধরতে হিমসিম খেতে হচ্ছে পুলিশ কর্তাদের । সম্প্রতি দুটি ATM-এ দুষ্কৃতী হামলার ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইস্ট জো়নের DCP নিমা নরবু ভুটিয়া বলেন, “ATM এর নিরাপত্তায় সেফটি অ্যযালার্ম বসানোর বিষয়ে একপ্রস্থ আলোচনা হয়েছিল লকডাউনের আগে ৷ সেসময় একাধিক ATM-এ তা বসানো হয় ৷ তার সুফল মিলেছে । যদিও সিংহভাগ ATM-এ তা নেই । সেক্ষেত্রে দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সঙ্গে আলোচনায় বসা হবে । একসঙ্গে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ।” অন্যদিকে, আজ শিলিগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠকে DCP (পূর্ব) আরও বলেন, "একাধিক চুরি ছিনতায়ের ঘটনায় বড় সাফল্য মিলেছে শিলিগুড়ি থানার । পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে । পাশাপাশি চুরি যাওয়া মোবাইল, সোনার অলঙ্কার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে ।

শিলিগুড়ি, 24 জুন : একের পর এক ATM লুটের চেষ্টা শিলিগুড়িতে । নিরাপত্তায় গাফিলতির কারণে বিভিন্ন ATM-এ লুটপাটের ঘটনা চলছে বলে মনে করছে পুলিশ । তাই ATM কাউন্টারগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে পুলিশ ।

লকডাউন শিথিল হতে শিলিগুড়িতে বাড়ছেে অপরাধমূলক কাজকর্ম । গত কয়েক দিনে শহরের বেশ কিছু ATM কাউন্টারে দুষ্কৃতী হানার ঘটনা ঘটেছে ৷ কখনও ATM ভেঙে টাকা লুটের চেষ্টা । আবার কখনও ATM ভাঙতে না পেরে গোটা মেশিন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা । দুষ্কৃতীদের ধরতে হিমসিম খেতে হচ্ছে পুলিশ কর্তাদের । সম্প্রতি দুটি ATM-এ দুষ্কৃতী হামলার ঘটনা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে ৷

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ইস্ট জো়নের DCP নিমা নরবু ভুটিয়া বলেন, “ATM এর নিরাপত্তায় সেফটি অ্যযালার্ম বসানোর বিষয়ে একপ্রস্থ আলোচনা হয়েছিল লকডাউনের আগে ৷ সেসময় একাধিক ATM-এ তা বসানো হয় ৷ তার সুফল মিলেছে । যদিও সিংহভাগ ATM-এ তা নেই । সেক্ষেত্রে দ্রুত ব্যাঙ্ক কর্তৃপক্ষগুলির সঙ্গে আলোচনায় বসা হবে । একসঙ্গে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে ।” অন্যদিকে, আজ শিলিগুড়ি থানায় এক সাংবাদিক বৈঠকে DCP (পূর্ব) আরও বলেন, "একাধিক চুরি ছিনতায়ের ঘটনায় বড় সাফল্য মিলেছে শিলিগুড়ি থানার । পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে । পাশাপাশি চুরি যাওয়া মোবাইল, সোনার অলঙ্কার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.