শিলিগুড়ি, 7 অগাস্ট : পুলিশের নজর এড়াতে কন্টেনারের কেবিনে রাখা ছিল গাঁজা । যদিও হল না শেষ রক্ষা । মাঝপথেই পুলিশের জালে ধরা পড়ল গাঁজা পাচার চক্রের ক্যারিয়ার । উদ্ধার হল প্রায় 200 কেজি গাঁজা । ঘটনাটি শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর ফাঁড়ির মৈলানিজোত এলাকার । ধৃত ওই ব্যক্তির নাম ব্রজ কিশোর । সে উত্তরপ্রদেশের বাসিন্দা ।
জানা গিয়েছে, কোচবিহার জেলার বক্সিরহাট থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল কন্টেনারটি । গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ । ওই কন্টেইনার দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ । তল্লাশি চালাতেই উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ গাঁজা । একইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় কন্টেনারটি । ঘটনায় চালককে গ্রেপ্তার করা হয় । শুক্রবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ।
শিলিগুড়িকে করিডর করে গাঁজা পাচারের ঘটনা নতুন নয় । পূর্বেও একাধিক ঘটনার পরদা ফাঁস করেছে পুলিশ । ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই পাচার চক্রের মাথাদের খোঁজ চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর । দার্জিলিং জেলা পুলিশের DSP (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, গাঁজা উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে ৷