শিলিগুড়ি, 10সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার লাগাতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার দুই বিজেপি কর্মী (Police Arrested Two BJP Workers in Sliguri)। আর তাঁদের থানা থেকে ছাড়াতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রাতভর থানা ঘেরাও করলেন বিজেপি বিধায়িক। শুক্রবার রাতের এই ঘটনায় এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়। পরে ওই দুই বিজেপি কর্মীকে ছেড়ে দেয় পুলিশ ৷
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের দলীয় সভায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) 'বীর' বলে সম্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। এই মন্তব্যের বিরোধীতা করে শুক্রবার রাতে শিলিগুড়ি সংলগ্ন আশিঘর এলাকায় 'বাংলার লজ্জা মমতা' লেখা পোস্টার লাগাতে যান দুই বিজেপি কর্মী। বিষয়টি জানতে পেরে তৎক্ষনাৎ ওই দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করে ভক্তিনগর থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতারির খবর পেয়েই ক্ষোভে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভক্তিনগর থানা ঘেরাও করেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িক শিখা চট্টোপাধ্যায় (MLA Sikha Chatterjee)। দীর্ঘক্ষণ থানার মূল গেট বন্ধ করে চলে বিক্ষোভ। কয়েক ঘণ্টা পরে ওই দুই বিজেপি কর্মীকে ছেড়ে দেয় ভক্তিনগর থানার পুলিশ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ, শিলিগুড়িতে গ্রেফতার আট এবিভিপি সদস্য
বিধায়ক আরও বলেন, "পোস্টার লাগানো আমাদের গণতান্ত্রিক অধিকার। অনুব্রত মণ্ডলের মতো গরুপাচারকারীকে মুখ্যমন্ত্রী বীর বলছেন ! এটা লজ্জার বিষয়। তার বিরোধিতা করে পোস্টার লাগানো হচ্ছিল । আর পুলিশ গ্রেফতার করল ! পুলিশের লজ্জা নেই। তৃণমূল কংগ্রেসের কর্মীর মতো আচরণ করছে পুলিশ। এরপর গোটা শহরে পোস্টার লাগাব আমরা। দেখি কতজনকে গ্রেফতার করে পুলিশ?" প্রসঙ্গত, রবিবার উত্তরবঙ্গ সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের । তার আগে বিজেপি কর্মীদের গ্রেফতারির ঘটনায় সরগরম রাজনৈতিকমহল।