ETV Bharat / city

যানজট এড়াতে শিলিগুড়িতে ঢুকবে না ভিনরাজ্যের বাস - শিলিগুড়ির খবর

এখন থেকে শিলিগুড়িতে প্রবেশ করবে না ভিন রাজ্যের কোনও বাস । যানজট এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে শিলিগুড়ি পৌরনিগম ৷

other-states-bus-diverted-to-control-traffic-jam-in-siliguri
শিলিগুড়িতে ঢুকবে না ভিন রাজ্যের দূরপাল্লার বাস, যানজট এড়াতে সিদ্ধান্ত
author img

By

Published : Jul 19, 2021, 6:01 PM IST

Updated : Jul 19, 2021, 6:09 PM IST

শিলিগুড়ি, 19 জুলাই: শিলিগুড়িকে যানজট মুক্ত করতে তৎপর জেলা প্রশাসন এবং শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড । এখন থেকে শহরের মূল রাজপথে প্রবেশ করতে দেওয়া হবে না ভিনরাজ্যের কোনও বাস । জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের তরফে ।

এতদিন শিলিগুড়ি জাংশন থেকে ভিন রাজ্য অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, দিল্লি-সহ অন্যান্য জায়গার দূরপাল্লার বাস পরিচালনা করা হত । যার ফলে শিলিগুড়ি জাংশন চত্বরে যানজট লেগেই থাকত । অবরুদ্ধ হয়ে থাকত হিলকার্ট রোড । এই কারণে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে । সমস্যার সমাধানে এবার উদ্যোগী হয়েছে প্রশাসন । বিহার, ঝাড়খণ্ডের দূরপাল্লার বাস এখন থেকে শিলিগুড়ি পৌরনিগম লাগোয়া মাটিগাড়ার পরিবহণ নগর থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি স্থানীয় বাসস্ট্যান্ডকে তিনবাত্তি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জায়গায় স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে । দূরপাল্লার কোনও বাস এখন থেকে আর শহরে ঢোকানো যাবে না ।

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "আমরা শহরকে যানজট মুক্ত করার চেষ্টা করছি ৷ সে জন্য দূরপাল্লার যে বড় বাস ভিনরাজ্য থেকে আসা-যাওয়া করে, সেগুলিকে আর শহরের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না । সেগুলি পরিবহণ নগর থেকে পরিচালিত হবে । স্থানীয় বাসস্ট্যান্ডকেও শহরের একটু বাইরে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ।"

other-states-bus-diverted-to-control-traffic-jam-in-siliguri
শিলিগুড়িতে ঢুকবে না ভিন রাজ্যের দূরপাল্লার বাস, যানজট এড়াতে সিদ্ধান্ত

বোর্ডের অপর সদস্য রঞ্জন সরকার বলেন, "শহরে যে ভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই মতো যানবাহনকে ছড়িয়ে না-দিলে যানজট আরও বৃদ্ধি পাবে । সে জন্য প্রয়োজনে পরিবহণ নগরে পরিকাঠামোগত উন্নয়ন করে সেখান থেকে ভিনরাজ্যের বাস পরিচালনা করা হবে ।"

শিলিগুড়ি, 19 জুলাই: শিলিগুড়িকে যানজট মুক্ত করতে তৎপর জেলা প্রশাসন এবং শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ড । এখন থেকে শহরের মূল রাজপথে প্রবেশ করতে দেওয়া হবে না ভিনরাজ্যের কোনও বাস । জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের তরফে ।

এতদিন শিলিগুড়ি জাংশন থেকে ভিন রাজ্য অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, দিল্লি-সহ অন্যান্য জায়গার দূরপাল্লার বাস পরিচালনা করা হত । যার ফলে শিলিগুড়ি জাংশন চত্বরে যানজট লেগেই থাকত । অবরুদ্ধ হয়ে থাকত হিলকার্ট রোড । এই কারণে একাধিকবার দুর্ঘটনাও ঘটেছে । সমস্যার সমাধানে এবার উদ্যোগী হয়েছে প্রশাসন । বিহার, ঝাড়খণ্ডের দূরপাল্লার বাস এখন থেকে শিলিগুড়ি পৌরনিগম লাগোয়া মাটিগাড়ার পরিবহণ নগর থেকে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । পাশাপাশি স্থানীয় বাসস্ট্যান্ডকে তিনবাত্তি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের জায়গায় স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে । দূরপাল্লার কোনও বাস এখন থেকে আর শহরে ঢোকানো যাবে না ।

শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "আমরা শহরকে যানজট মুক্ত করার চেষ্টা করছি ৷ সে জন্য দূরপাল্লার যে বড় বাস ভিনরাজ্য থেকে আসা-যাওয়া করে, সেগুলিকে আর শহরের মধ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না । সেগুলি পরিবহণ নগর থেকে পরিচালিত হবে । স্থানীয় বাসস্ট্যান্ডকেও শহরের একটু বাইরে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া হয়েছে ।"

other-states-bus-diverted-to-control-traffic-jam-in-siliguri
শিলিগুড়িতে ঢুকবে না ভিন রাজ্যের দূরপাল্লার বাস, যানজট এড়াতে সিদ্ধান্ত

বোর্ডের অপর সদস্য রঞ্জন সরকার বলেন, "শহরে যে ভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই মতো যানবাহনকে ছড়িয়ে না-দিলে যানজট আরও বৃদ্ধি পাবে । সে জন্য প্রয়োজনে পরিবহণ নগরে পরিকাঠামোগত উন্নয়ন করে সেখান থেকে ভিনরাজ্যের বাস পরিচালনা করা হবে ।"

Last Updated : Jul 19, 2021, 6:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.