ETV Bharat / city

গাড়ির সিটের নিচ ওয়ান শটার, গ্রেপ্তার 4

ফুলবাড়ি টোলপ্লাজ়া সংলগ্ন এলাকায় গতকাল সন্ধেবেলায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন NGP থানার পুলিশ ৷ আটক করা হয় একটি গাড়িকে ৷ গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শটার ৷ গ্রেপ্তার করা হয় চার যুবককে ৷

author img

By

Published : Sep 3, 2019, 3:29 PM IST

অভিযুক্ত ব্যক্তি

শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার তিনটি ওয়ান শটার ৷ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন NGP থানার পুলিশ ৷ ধৃতরা হল নিবাস বর্মণ, সামিম রহমান , বিপ্লব বর্মণ ও হিতেন রায় । তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।

বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেবেলায় ফুলবাড়ি টোলপ্লাজ়া সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ আটক করা হয় একটি গাড়িকে ৷ জিজ্ঞাসাবাদ করা হয় গাড়িতে থাকা চার যুবককে ৷ এরপরই তাদের কথায় অসংগতি পেয়ে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ পিছনের সিট থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শটার ৷ গ্রেপ্তার করা হয় চার যুবককে ৷ বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও৷

পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা । তারা চারচাকার একটি গাড়ি করে বিহার থেকে জলপাইগুড়ি উদ্দেশে রওনা দিয়েছিল । সেক্ষেত্রে , ভিনরাজ্য থেকে আমদানি হওয়া ওই ওয়ান শটারগুলি হাতবদল হওয়ার কথা ছিল । এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি ধৃতদের ক্রাইম রেকর্ড জানার জন্যও কোচবিহার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।

photo
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

এই বিষয়ে DCP পূর্ব ইন্দিরা মুখার্জি বলেন, " সূত্রের খবর মোতাবেক অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করা হয়৷ উদ্ধার হয় তিনটে ওয়ান শটার । এইগুলি কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় ,কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে । যদিও আমাদের কাছে খবর ছিল বড় ধরনের সন্ত্রাসের লক্ষ্যেই ওই বন্দুকগুলি আমদানি করা হয়েছিল । সেক্ষেত্রে তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে হেপাজতে নিয়ে ৷

দেখুন ভিডিয়ো


অন্যদিকে, গতকাল আরও একটি পৃথক অভিযান চালিয়ে ফুলবাড়ির পথসাথী এলাকা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের নাম সুকুমার সাহা ও সোনালি সাহা ৷ কোচবিহার থেকে শিলিগুড়িতে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের ৷ তাদেরও আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।

শিলিগুড়ি, 3 সেপ্টেম্বর : গাড়ির সিটের নিচ থেকে উদ্ধার তিনটি ওয়ান শটার ৷ ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন NGP থানার পুলিশ ৷ ধৃতরা হল নিবাস বর্মণ, সামিম রহমান , বিপ্লব বর্মণ ও হিতেন রায় । তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।

বিশেষ সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধেবেলায় ফুলবাড়ি টোলপ্লাজ়া সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ ৷ আটক করা হয় একটি গাড়িকে ৷ জিজ্ঞাসাবাদ করা হয় গাড়িতে থাকা চার যুবককে ৷ এরপরই তাদের কথায় অসংগতি পেয়ে গাড়িতে তল্লাশি চালায় পুলিশ৷ পিছনের সিট থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শটার ৷ গ্রেপ্তার করা হয় চার যুবককে ৷ বাজেয়াপ্ত করা হয় গাড়িটিকেও৷

পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই কোচবিহারের দিনহাটার বাসিন্দা । তারা চারচাকার একটি গাড়ি করে বিহার থেকে জলপাইগুড়ি উদ্দেশে রওনা দিয়েছিল । সেক্ষেত্রে , ভিনরাজ্য থেকে আমদানি হওয়া ওই ওয়ান শটারগুলি হাতবদল হওয়ার কথা ছিল । এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । পাশাপাশি ধৃতদের ক্রাইম রেকর্ড জানার জন্যও কোচবিহার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।

photo
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র

এই বিষয়ে DCP পূর্ব ইন্দিরা মুখার্জি বলেন, " সূত্রের খবর মোতাবেক অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করা হয়৷ উদ্ধার হয় তিনটে ওয়ান শটার । এইগুলি কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় ,কী উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে । যদিও আমাদের কাছে খবর ছিল বড় ধরনের সন্ত্রাসের লক্ষ্যেই ওই বন্দুকগুলি আমদানি করা হয়েছিল । সেক্ষেত্রে তদন্তের স্বার্থে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে হেপাজতে নিয়ে ৷

দেখুন ভিডিয়ো


অন্যদিকে, গতকাল আরও একটি পৃথক অভিযান চালিয়ে ফুলবাড়ির পথসাথী এলাকা থেকে এক দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তাদের নাম সুকুমার সাহা ও সোনালি সাহা ৷ কোচবিহার থেকে শিলিগুড়িতে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাদের ৷ তাদেরও আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।

Intro:গাড়ির সীটের নীচ থেকে উদ্ধার তিনটি আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার চার যুবক!

শিলিগুড়ি, ৩ আগস্টঃ একযোগে তিনটি আগ্নেয়াস্ত্র সহ চার যুবককে গ্রেপ্তার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ। ধৃতরা হল নিবাস বর্মণ, সামিম রহমাণ, বিপ্লব বর্মণ ও হিতেন রায়। আজ তাদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়। ডিসিপি ইস্ট ইন্দিরা মুখার্জী বলেন, তদন্তের স্বার্থে ধৃতদের রিমান্ডে নেওয়া হবে।
Body:
গতকাল সন্ধ্যেবেলা বিশেষ সূত্র মারফৎ অভিযান চালিয়ে ফুলবাড়ি টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি গাড়ি আটক করে পুলিশ। এরপর গাড়িতে থাকা চার যুবকক্র জিঞ্জাসাবাদ শুরু করেন পুলিশ আধিকারীকেরা। জিঞ্জাসাবাদে অসংগতি মিলতেই গাড়িতে তল্লাশি চালানো হয়। শেষ অবধি গাড়ির পেছনের সীটের নীচ থেকে উদ্ধার হয় তিনটি ওয়ান শর্টার বন্দুক। ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয় গাড়িটি।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই কোচবিহার জেলার দিনহাটার বাসিন্দা। তারা একটি চারচাকার গাড়ি করে বিহার থেকে জলপাইগুড়ি উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেক্ষেত্রে ভিনরাজ্য থেকে আমদানি হওয়া ওই বন্দুকগুলি হাতবদল হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে এই ঘটনায় আর কে কে জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ধৃতদের ক্রাইম রেকর্ড জানার জন্য কোচবিহার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

এবিষয়ে ডিসিপি ইস্ট ইন্দিরা মুখার্জী বলেন, সূত্রের খবর মোতাবেক অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করা হয়৷ তিনটে বন্দুক উদ্ধার হয়। এই বন্দুকগুলি কোথা থেকে আনা হয়েছিল বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এমনকি কি উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও আমাদের কাছে খবর ছিল বড় ধরণের সন্ত্রাসের লক্ষ্যেই ওই বন্দুকগুলি আমদানি করা হয়েছিল। সেক্ষেত্রে তদন্তের স্বার্থে ধৃতদের জিঞ্জাসাবাদ করা হবে রিমান্ডে নিয়ে৷


Conclusion:অন্যদিকে, গতকালই পৃথক একটি অভিযান চালিয়ে ফুলবাড়ির পথসাথী এলাকা থেকে সুকুমার সাহা ও সোনালি সাহাকে গ্রেপ্তার করে। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। কোচবিহার থেকে শিলিগুড়িতে গাঁজা পাচারের ছক কষেছিল তারা৷ তাদেরও এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.