ETV Bharat / city

বাংলায় ফের কোরোনা উপসর্গ নিয়ে মৃত্যু শিলিগুড়িতে - শিলিগুড়ি

শ্বাসকষ্ট নিয়ে গত 26 মার্চ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । রাখা হয়েছিল রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে । ওই ইউনিটেই ছিলেন কালিম্পঙের কোরোনা আক্রান্ত হয়ে মৃত ওই মহিলা ।

Corona Virus
Corona Virus
author img

By

Published : Apr 5, 2020, 12:28 PM IST

Updated : Apr 5, 2020, 1:08 PM IST

শিলিগুড়ি, 5 এপ্রিল : এবার কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ির প্রধাননগরের এক বাসিন্দার । জানা গেছে পেশায় রেলকর্মী ছিলেন ওই ব্যক্তি ৷ শ্বাসকষ্ট নিয়ে গত 26 মার্চ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । রাখা হয়েছিল রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে । ওই ইউনিটেই ছিলেন কালিম্পঙের কোরোনা আক্রান্ত হয়ে মৃত ওই মহিলা ।

সেখানেই চিকিৎসা চলছিল প্রধাননগরের বাসিন্দা ওই ব্যক্তির । হাসপাতাল কর্তাদের একাংশের অনুমান ওই ওয়ার্ড থেকেই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ওই ব্যক্তি । দেহে উপসর্গ দেখা দেওয়ায় গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তারপরই জানা যায় ওই ব্যক্তি কোরোনায় আক্রান্ত । গতকাল রাতে তাঁর মৃত্যু হয় ।

হাসপাতাল সূত্রে খবর, জ্বর ও শাসকষ্ট দেখা দেওয়ায় ওই রোগী প্রথমে নিউ জলপাইগুড়ির রেলে হাসপাতালে আউটডোরে চিকিৎসা করাই । এরপর ভরতি হন এক নার্সিংহোমে । উপসর্গ থাকায় গত 26 মার্চ তাকে ভরতি করা হয় মেডিকেলে । তবে ওই ব্যক্তির কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে কিনা তা সরকারি ভাবে এখনও কিছু জানা যায়নি ৷

শিলিগুড়ি, 5 এপ্রিল : এবার কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল শিলিগুড়ির প্রধাননগরের এক বাসিন্দার । জানা গেছে পেশায় রেলকর্মী ছিলেন ওই ব্যক্তি ৷ শ্বাসকষ্ট নিয়ে গত 26 মার্চ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । রাখা হয়েছিল রেসপিরেটরি ইনটেনসিভ কেয়ার ইউনিটে । ওই ইউনিটেই ছিলেন কালিম্পঙের কোরোনা আক্রান্ত হয়ে মৃত ওই মহিলা ।

সেখানেই চিকিৎসা চলছিল প্রধাননগরের বাসিন্দা ওই ব্যক্তির । হাসপাতাল কর্তাদের একাংশের অনুমান ওই ওয়ার্ড থেকেই ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন ওই ব্যক্তি । দেহে উপসর্গ দেখা দেওয়ায় গতকাল তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তারপরই জানা যায় ওই ব্যক্তি কোরোনায় আক্রান্ত । গতকাল রাতে তাঁর মৃত্যু হয় ।

হাসপাতাল সূত্রে খবর, জ্বর ও শাসকষ্ট দেখা দেওয়ায় ওই রোগী প্রথমে নিউ জলপাইগুড়ির রেলে হাসপাতালে আউটডোরে চিকিৎসা করাই । এরপর ভরতি হন এক নার্সিংহোমে । উপসর্গ থাকায় গত 26 মার্চ তাকে ভরতি করা হয় মেডিকেলে । তবে ওই ব্যক্তির কোরোনা সংক্রমণে মৃত্যু হয়েছে কিনা তা সরকারি ভাবে এখনও কিছু জানা যায়নি ৷

Last Updated : Apr 5, 2020, 1:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.