শিলিগুড়ি, 2 সেপ্টেম্বর : বালি বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু ৷ আজ শিলিগুড়ির গঙ্গানগর সংলগ্ন বর্ধমান রোড এলাকার ঘটনা ৷ ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ ৷ গ্রেপ্তার খালাসি ৷ তবে চালক পলাতক ৷ খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
মৃতের নাম বলরাম মিশ্র ৷ ষাটোর্ধ্ব ওই প্রবীণ গঙ্গানগর এলাকার বাসিন্দা ৷ জানা গেছে, আজ সকালে একটি বালি বোঝাই ট্রাক বর্ধমান রোডের দিকে রওনা দিচ্ছিল ৷ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই প্রবীণকে ধাক্কা মারে ৷ পরে একটি স্কুটি ও সাইকেলে পিছন থেকে ধাক্কা মারে ৷ তারপর একটি সাইকেল গ্যারেজে ধাক্কা দিয়ে থেমে যায় ৷ গ্যারেজে কেউ না থাকায় আহত হয়নি কেউ ৷ যদিও গ্যারেজটি ক্ষতিগ্রস্ত হয় ৷
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে শিলিগুড়ি থানা ও খালপাড়া আউটপোস্টের পুলিশ আসে ৷ নামে RAF ৷ স্থানীয়দের সহযোগিতায় প্রবীণকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷