ETV Bharat / city

শিলিগুড়ির কোরোনা হাসপাতালে মৃত্যু কোচবিহারের বাসিন্দার - কোরোনায় মৃত্যু

গত কয়েকদিনে কোচবিহারে একাধিক কোরোনা আক্রান্তের খোঁজ মিলেছে ৷ এবার শিলিগুড়ির কোরোনা হাসপাতালে মৃত্যু হল সেখানকার এক বাসিন্দার ৷

corona
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 10, 2020, 1:00 AM IST

শিলিগুড়ি, 10 জুন : শিলিগুড়ির কোরোনা হাসপাতালে মৃত্যু হল কোচবিহারের এক বাসিন্দার । কয়েকদিন আগে ওই ব্যক্তিকে শিলিগুড়ির কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ গতকাল তাঁর মৃত্যু হয় ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর শেষ সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল । তবে অন্য রোগে ভুগছিলেন তিনি । শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা যায়নি । এরপর শ্বাসকষ্ট শুরু হয় ওই ব্যক্তির । আর গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয় ।

এদিকে গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক ইনটার্ন, নার্স ও এক অ্যাম্বুলেন্স চালক কোরোনায় আক্রান্ত হয়েছেন । দার্জিলিং জেলায় মোট আক্রান্ত 20 জন বলে জানা গেছে।

রাজ্যজুড়ে ক্রমেই বেড়ে চলেছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ অন্য জেলার মতো কোচবিহারেও গত কয়েকদিনে একাধিক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ আর গতকাল মৃত্যু হল একজনের ৷

শিলিগুড়ি, 10 জুন : শিলিগুড়ির কোরোনা হাসপাতালে মৃত্যু হল কোচবিহারের এক বাসিন্দার । কয়েকদিন আগে ওই ব্যক্তিকে শিলিগুড়ির কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ গতকাল তাঁর মৃত্যু হয় ।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তাঁর শেষ সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছিল । তবে অন্য রোগে ভুগছিলেন তিনি । শারীরিক অবস্থা খারাপ থাকায় তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা যায়নি । এরপর শ্বাসকষ্ট শুরু হয় ওই ব্যক্তির । আর গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয় ।

এদিকে গতকাল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের এক ইনটার্ন, নার্স ও এক অ্যাম্বুলেন্স চালক কোরোনায় আক্রান্ত হয়েছেন । দার্জিলিং জেলায় মোট আক্রান্ত 20 জন বলে জানা গেছে।

রাজ্যজুড়ে ক্রমেই বেড়ে চলেছে কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ অন্য জেলার মতো কোচবিহারেও গত কয়েকদিনে একাধিক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ৷ আর গতকাল মৃত্যু হল একজনের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.