ETV Bharat / city

স্ত্রীর শ্রাদ্ধের দিন গরিব দুঃস্থদের জন্য বিনা পয়সার বাজার বসালেন স্বামী - free market

ওই এলাকারই ব্যবসায়ী গৌতম ঘোষের স্ত্রী গত 9 মে করোনায় সংক্রমিত হয়ে মারা যান । সেই শোক মনের গভীরে দাগ কেটেছিল গৌতমবাবুর । যার জন্য গরিব দুঃস্থদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি ।

স্ত্রীর শ্রাদ্ধের দিন গরীব দুঃস্থদের জন্য 'বিনা পয়সার বাজার' বসালেন স্বামী
স্ত্রীর শ্রাদ্ধের দিন গরীব দুঃস্থদের জন্য 'বিনা পয়সার বাজার' বসালেন স্বামী
author img

By

Published : Jun 6, 2021, 9:13 PM IST

শিলিগুড়ি, 6 জুন : করোনায় মৃত্যু হয়েছে স্ত্রীর । তাঁর স্মৃতিতে গরিব দুঃস্থদের জন্য বিনা পয়সার বাজার বসালেন স্বামী । ঘটনাটি শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার ।

ওই এলাকারই ব্যবসায়ী গৌতম ঘোষের স্ত্রী গত 9 মে করোনায় সংক্রমিত হয়ে মারা যান । সেই শোক মনের গভীরে দাগ কেটেছিল গৌতমবাবুর । যার জন্য গরীব দুঃস্থদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি । খাদ্যসামগ্রীগুলি পেয়ে খুশি এলাকার দুঃস্থ মানুষ । স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠান না করে রবিবার বিধাননগরের সিতুভিটা গ্রামে স্থানীয় পুলিশ কর্মী ও সমাজকর্মী বাপন দাসের সহযোগিতায় এদিন বিনামূল্যের বাজারের আয়োজন করেন গৌতমবাবু ।

বিনা পয়সার বাজার থেকে চাল, ডাল, তেল এবং শুকনো কিছু খাবার তুলে দেওয়া হয় দুঃস্থ মানুষদের হাতে । বিধাননগরে হরেকৃষ্ণ পল্লি, বোরোলাইন ,জয়ন্তিকা ও মুরালিগঞ্জ চা বাগান এলাকার দুঃস্থ শ্রমিকরা ওই বাজার থেকে নিজেদের প্রয়োজন মতো খাদ্যসামগ্রী সংগ্রহ করেন । গৌতম ঘোষ বলেন, " স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠান করলে লোকজন আসবেন না । আমি সেই কথা মাথায় রেখে এই বিনা পয়সার বাজার বসিয়েছি । স্ত্রীকে তো আর ফিরে পাব না, তবে তার স্মৃতি রক্ষার্থে এই বাজার ।"

স্ত্রী'র শ্রাদ্ধ অনুষ্ঠান না করে বিনামূল্যের বাজারের আয়োজন করেন গৌতমবাবু

আরও পড়ুন : শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার 6

শিলিগুড়ি, 6 জুন : করোনায় মৃত্যু হয়েছে স্ত্রীর । তাঁর স্মৃতিতে গরিব দুঃস্থদের জন্য বিনা পয়সার বাজার বসালেন স্বামী । ঘটনাটি শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার ।

ওই এলাকারই ব্যবসায়ী গৌতম ঘোষের স্ত্রী গত 9 মে করোনায় সংক্রমিত হয়ে মারা যান । সেই শোক মনের গভীরে দাগ কেটেছিল গৌতমবাবুর । যার জন্য গরীব দুঃস্থদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি । খাদ্যসামগ্রীগুলি পেয়ে খুশি এলাকার দুঃস্থ মানুষ । স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠান না করে রবিবার বিধাননগরের সিতুভিটা গ্রামে স্থানীয় পুলিশ কর্মী ও সমাজকর্মী বাপন দাসের সহযোগিতায় এদিন বিনামূল্যের বাজারের আয়োজন করেন গৌতমবাবু ।

বিনা পয়সার বাজার থেকে চাল, ডাল, তেল এবং শুকনো কিছু খাবার তুলে দেওয়া হয় দুঃস্থ মানুষদের হাতে । বিধাননগরে হরেকৃষ্ণ পল্লি, বোরোলাইন ,জয়ন্তিকা ও মুরালিগঞ্জ চা বাগান এলাকার দুঃস্থ শ্রমিকরা ওই বাজার থেকে নিজেদের প্রয়োজন মতো খাদ্যসামগ্রী সংগ্রহ করেন । গৌতম ঘোষ বলেন, " স্ত্রীর শ্রাদ্ধ অনুষ্ঠান করলে লোকজন আসবেন না । আমি সেই কথা মাথায় রেখে এই বিনা পয়সার বাজার বসিয়েছি । স্ত্রীকে তো আর ফিরে পাব না, তবে তার স্মৃতি রক্ষার্থে এই বাজার ।"

স্ত্রী'র শ্রাদ্ধ অনুষ্ঠান না করে বিনামূল্যের বাজারের আয়োজন করেন গৌতমবাবু

আরও পড়ুন : শিলিগুড়িতে ডাকাতির ছক বানচাল করল পুলিশ, গ্রেফতার 6

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.