শিলিগুড়ি, 29 জানুয়ারি: আসন্ন রেল বাজেটে নতুন দূরপাল্লার ট্রেনের পাশাপাশি যাত্রী পরিষেবার উন্নতি চায় শিলিগুড়ি ৷ গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল BJP ৷ সেই সূত্রে সুখবর আশা করছেন শিলিগুড়ির বাসিন্দারা। বণিক সভার সদস্য থেকে সাধারণ মধ্যবিত্ত সকলেই চান, এবার নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের দিকে নজর দিক রেল মন্ত্রক।
BJP-র ট্রেডার্স সেলের নেতারা জানাচ্ছেন, চাওয়া-পাওয়া স্থানীয় সাংসদের মাধ্যমে কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। শিলিগুড়ির BJP ট্রেডার্স সেলের তরফে সঞ্জীব বিশ্বাস বলেন, "দিল্লিগামী নতুন ট্রেন দরকার।" এইসঙ্গে যাত্রী পরিষেবাতেও বাড়তি পদক্ষেপ চান তাঁরা। যেমন, উত্তরবঙ্গের ব্য়স্ততম স্টেশন নিউ জলপাইগুড়িতে IRCTC-র উদ্যোগে যাত্রীনিবাস গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে রেলকে। পাশাপাশি গোটা উত্তরবঙ্গে যে ছোটো ছোটো রেল স্টেশনগুলি রয়েছে সেগুলোকে সংযুক্ত করে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
শহরের বণিকসভাগুলির দাবি, যে কোনও ট্রেনের ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর সময় সীমা কমাতে হবে। তাঁদের বক্তব্য, যাত্রীদের চাপের কথা মাথায় রেখে দার্জিলিং মেইলের ধাঁচে কলকাতা ও দিল্লিগামী একাধিক নতুন ট্রেনের প্রয়োজন রয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রেও বেশকিছু প্রস্তাব দিয়েছে স্থানীয় বণিকসভা।