ETV Bharat / city

রেল বাজেটে NJP স্টেশনের আধুনিকীকরণের প্রত্যাশা স্থানীয়দের - new jalpaiguri station

গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল BJP । সেই সূত্রে সুখবর আশা করছেন শিলিগুড়ির বাসিন্দারা। বণিক সভার সদস্য থেকে সাধারণ মধ্যবিত্ত সকলেই চান, এবার নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের দিকে নজর দিক রেল মন্ত্রক।

budget_expectation_siliguri
শিলিগুড়ি
author img

By

Published : Jan 29, 2020, 4:59 PM IST

শিলিগুড়ি, 29 জানুয়ারি: আসন্ন রেল বাজেটে নতুন দূরপাল্লার ট্রেনের পাশাপাশি যাত্রী পরিষেবার উন্নতি চায় শিলিগুড়ি ৷ গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল BJP ৷ সেই সূত্রে সুখবর আশা করছেন শিলিগুড়ির বাসিন্দারা। বণিক সভার সদস্য থেকে সাধারণ মধ্যবিত্ত সকলেই চান, এবার নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের দিকে নজর দিক রেল মন্ত্রক।

BJP-র ট্রেডার্স সেলের নেতারা জানাচ্ছেন, চাওয়া-পাওয়া স্থানীয় সাংসদের মাধ্যমে কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। শিলিগুড়ির BJP ট্রেডার্স সেলের তরফে সঞ্জীব বিশ্বাস বলেন, "দিল্লিগামী নতুন ট্রেন দরকার।" এইসঙ্গে যাত্রী পরিষেবাতেও বাড়তি পদক্ষেপ চান তাঁরা। যেমন, উত্তরবঙ্গের ব্য়স্ততম স্টেশন নিউ জলপাইগুড়িতে IRCTC-র উদ্যোগে যাত্রীনিবাস গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে রেলকে। পাশাপাশি গোটা উত্তরবঙ্গে যে ছোটো ছোটো রেল স্টেশনগুলি রয়েছে সেগুলোকে সংযুক্ত করে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

রেল বাজেটে কী প্রত্যাশা শিলিগুড়ির

শহরের বণিকসভাগুলির দাবি, যে কোনও ট্রেনের ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর সময় সীমা কমাতে হবে। তাঁদের বক্তব্য, যাত্রীদের চাপের কথা মাথায় রেখে দার্জিলিং মেইলের ধাঁচে কলকাতা ও দিল্লিগামী একাধিক নতুন ট্রেনের প্রয়োজন রয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রেও বেশকিছু প্রস্তাব দিয়েছে স্থানীয় বণিকসভা।

শিলিগুড়ি, 29 জানুয়ারি: আসন্ন রেল বাজেটে নতুন দূরপাল্লার ট্রেনের পাশাপাশি যাত্রী পরিষেবার উন্নতি চায় শিলিগুড়ি ৷ গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল BJP ৷ সেই সূত্রে সুখবর আশা করছেন শিলিগুড়ির বাসিন্দারা। বণিক সভার সদস্য থেকে সাধারণ মধ্যবিত্ত সকলেই চান, এবার নিউ জলপাইগুড়ি স্টেশনের আধুনিকীকরণের দিকে নজর দিক রেল মন্ত্রক।

BJP-র ট্রেডার্স সেলের নেতারা জানাচ্ছেন, চাওয়া-পাওয়া স্থানীয় সাংসদের মাধ্যমে কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। শিলিগুড়ির BJP ট্রেডার্স সেলের তরফে সঞ্জীব বিশ্বাস বলেন, "দিল্লিগামী নতুন ট্রেন দরকার।" এইসঙ্গে যাত্রী পরিষেবাতেও বাড়তি পদক্ষেপ চান তাঁরা। যেমন, উত্তরবঙ্গের ব্য়স্ততম স্টেশন নিউ জলপাইগুড়িতে IRCTC-র উদ্যোগে যাত্রীনিবাস গড়ার প্রস্তাব দেওয়া হয়েছে রেলকে। পাশাপাশি গোটা উত্তরবঙ্গে যে ছোটো ছোটো রেল স্টেশনগুলি রয়েছে সেগুলোকে সংযুক্ত করে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

রেল বাজেটে কী প্রত্যাশা শিলিগুড়ির

শহরের বণিকসভাগুলির দাবি, যে কোনও ট্রেনের ক্ষেত্রে গন্তব্যে পৌঁছানোর সময় সীমা কমাতে হবে। তাঁদের বক্তব্য, যাত্রীদের চাপের কথা মাথায় রেখে দার্জিলিং মেইলের ধাঁচে কলকাতা ও দিল্লিগামী একাধিক নতুন ট্রেনের প্রয়োজন রয়েছে। পণ্য পরিবহনের ক্ষেত্রেও বেশকিছু প্রস্তাব দিয়েছে স্থানীয় বণিকসভা।

Intro:গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভাল ফল করেছিল বিজেপি। ফলে আসন্ন বাজেটের আগে রেল বাজেটের ক্ষেত্রে উত্তরবঙ্গের জন্য সুখবর আশা করছেন শিলিগুড়ির বাসিন্দারা। বণিক সভা থেকে মধ্যবিত্ত সকলেই চাইছেন নতুন দূরপাল্লার ট্রেন এবং যাত্রী পরিষেবার উন্নতি হোক। উত্তরবঙ্গের অন্যতম বড় স্টেশন নিউ জলপাইগুড়ি। তাকে আরও উন্নত করে তুলুক ভারতীয় রেল।


Body:বিজেপি উত্তরবঙ্গে ভাল ফল করেছিল। সে কারণেই উত্তরবঙ্গে বিজেপির আশা, আসন্ন বাজেটে রেল বাজেটের ক্ষেত্রে প্রাপ্তির ভাড়ার বেশ কিছুটা পূর্ণ হবে। বিজেপির ট্রেডার্স সেলের নেতারা জানাচ্ছেন ইতিমধ্যেই তাদের চাওয়া-পাওয়া সাংসদদের মাধ্যমে দিল্লিতে কেন্দ্রীয় রেল মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। শিলিগুড়িতে বিজেপি ট্রেডার্স সেলের তরফে সঞ্জীব বিশ্বাস জানান দিল্লির সঙ্গে যোগাযোগে নতুন ট্রেন দরকার। নতুন ছাড়াও যাত্রী পরিষেবায় বাড়তি পদক্ষেপ চাইছেন তারা। উদাহরণ হিসেবে উত্তরবঙ্গের অন্যতম বড় স্টেশন নিউ জলপাইগুড়িতে আইআরসিটিসি উদ্যোগে যাত্রীনিবাস গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি গোটা উত্তরবঙ্গ জুড়েই ছোট ছোট রেলস্টেশন গুলোকে সংযুক্ত করে ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
শিলিগুড়ির বিভিন্ন বণিকসভা গুলিও একাধিক নতুন দূরপাল্লার ট্রেনের পাশাপাশি যে সমস্ত ট্রেন চালু আছে সেই ট্রেনগুলোর ক্ষেত্রে গন্তব্যে যাওয়ার সময় সীমা কমানোর পরামর্শ দিচ্ছেন ভারতীয় রেলকে। তাদের প্রত্যাশা আসন্ন বাজেটে ই দিকটি খেয়াল রেখেই নতুন ট্রেন চালানোর ক্ষেত্রে বেশ কিছু প্রস্তাব নেওয়া যেতেই পারে। যাত্রী চাপের কথা মাথায় রেখে দার্জিলিং মেল এর ধাঁচে একাধিক নতুন ট্রেন কলকাতা এবং দিল্লির অভিমুখে প্রয়োজন বলে জানাচ্ছেন তারা। এর পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রে বাড়তি রেক চালানো এবং কম মুনাফা রেখে পণ্য পরিবহনে জোড় দেওয়ার দাবিও জানাচ্ছেন সকলে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.