ETV Bharat / city

শিলিগুড়িতে উদ্ধার বৃদ্ধার অর্ধনগ্ন দেহ, আটক 2 - siliguri

শিলিগুড়ির সমরনগরে এক বৃদ্ধার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার। বৃদ্ধার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করেছে পুলিশ ।

বৃদ্ধার দেহ উদ্ধার
author img

By

Published : Apr 24, 2019, 7:58 PM IST

শিলিগুড়ি, 24 এপ্রিল : এক বৃদ্ধার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হল শিলিগুড়ির সমরনগরে । বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । বৃদ্ধার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করেছে পুলিশ।

ওই বৃদ্ধা শিলিগুড়ির সমরনগর শিমুলগুড়ি এলাকার বাসিন্দা । মেয়ের বাড়িতে তিনি থাকতেন । মাঝেমধ্যেই মদ্যপান করতেন । গতকাল রাতেও মদ্যপানের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন । রাস্তায় স্থানীয় দুই যুবকের সঙ্গে দেখা হওয়ার পর তিন জনে একসঙ্গে মদ্যপানের জন্য বেরিয়ে পড়েন। রাত হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধা বাড়ি না-ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিজনরা। পরে আজ সকালে বাড়ির একশো মিটার দূরে একটি ফাঁকা জায়গায় অর্ধনগ্ন অবস্থায় ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদের কিছুটা দূরেই পড়েছিল মদের বোতল, রক্ত মাখা গামছা-সহ একটি রক্তমাখা পাথর। অনুমান, ওই পাথর দিয়েই বৃদ্ধার মাথা থেঁতলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধা মুখে ক্ষতচিহ্ন ছিল। সম্ভবত পাথর বা ভারী কোনও বস্তু দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয় । স্থানীয়দের অভিযোগ, মদ্যপরা ওই বৃদ্ধাকে ধর্ষণ করে। প্রমাণ লোপাট করতেই বৃদ্ধা খুন করে ।

মৃতের মেয়ে বলেন, রাতে মা বাড়ি না-ফেরায় চিন্তিত ছিলাম। পুলিশে অভিযোগ জানানোর বিষয়ে চিন্তাভাবনা করছিলাম। আজ সকালে স্থানীয়রা খবর দেয়, মায়ের অর্ধনগ্ন মৃতদেহ বাড়ির কিছুটা দূরে পড়ে আছে । মাকে কে বা কারা কেন খুন করল সেটা বুঝতে পারছি না। দোষীদের কঠোর শাস্তি চাই ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (পশ্চিম) তরুণ হালদার বলেন, বৃদ্ধার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।

শিলিগুড়ি, 24 এপ্রিল : এক বৃদ্ধার অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হল শিলিগুড়ির সমরনগরে । বৃদ্ধাকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের । বৃদ্ধার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুই যুবককে আটক করেছে পুলিশ।

ওই বৃদ্ধা শিলিগুড়ির সমরনগর শিমুলগুড়ি এলাকার বাসিন্দা । মেয়ের বাড়িতে তিনি থাকতেন । মাঝেমধ্যেই মদ্যপান করতেন । গতকাল রাতেও মদ্যপানের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন । রাস্তায় স্থানীয় দুই যুবকের সঙ্গে দেখা হওয়ার পর তিন জনে একসঙ্গে মদ্যপানের জন্য বেরিয়ে পড়েন। রাত হয়ে যাওয়ার পর ওই বৃদ্ধা বাড়ি না-ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিজনরা। পরে আজ সকালে বাড়ির একশো মিটার দূরে একটি ফাঁকা জায়গায় অর্ধনগ্ন অবস্থায় ওই বৃদ্ধার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। মৃতদের কিছুটা দূরেই পড়েছিল মদের বোতল, রক্ত মাখা গামছা-সহ একটি রক্তমাখা পাথর। অনুমান, ওই পাথর দিয়েই বৃদ্ধার মাথা থেঁতলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, ওই বৃদ্ধা মুখে ক্ষতচিহ্ন ছিল। সম্ভবত পাথর বা ভারী কোনও বস্তু দিয়ে তাঁর মাথা থেঁতলে দেওয়া হয় । স্থানীয়দের অভিযোগ, মদ্যপরা ওই বৃদ্ধাকে ধর্ষণ করে। প্রমাণ লোপাট করতেই বৃদ্ধা খুন করে ।

মৃতের মেয়ে বলেন, রাতে মা বাড়ি না-ফেরায় চিন্তিত ছিলাম। পুলিশে অভিযোগ জানানোর বিষয়ে চিন্তাভাবনা করছিলাম। আজ সকালে স্থানীয়রা খবর দেয়, মায়ের অর্ধনগ্ন মৃতদেহ বাড়ির কিছুটা দূরে পড়ে আছে । মাকে কে বা কারা কেন খুন করল সেটা বুঝতে পারছি না। দোষীদের কঠোর শাস্তি চাই ।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের DCP (পশ্চিম) তরুণ হালদার বলেন, বৃদ্ধার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি । ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ।

আবারও সাত সকালে হাজির সিআইডি প্রতিনিধি দল ভারতী ঘোষের ভাড়া বাড়িতে। দাসপুরের কলমীজোড় চককৃষ্ণবাটি গ্রামের রাজকুমার মন্ডলের বাড়িতেই নির্বাচনী কাজে ভাড়ায় রয়েছেন ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। গত ১৯ তারিখ এই বাড়িতেই সকাল থেকে সন্ধ্যা দীর্ঘক্ষন জেরা করেন সিআইডির এই প্রতিনিধিদল। পরের দিন অর্থাৎ ২০ তারিখও জেরা করার কথা থাকলেও প্রচার থাকায় তা স্পষ্টই জানিয়ে দিয়েছিলেন ভারতীদেবী। সেদিনই সিআইডির তরফে ভারতী ঘোষের দাসপুরের ভাড়া বাড়িতে নোটিশ দিয়ে আসা হয় ২২ তারিখ তথা আজ জেরা করার জন্য। তাতে জেনো তিনি উপস্থিত থাকেন এবং অন্যথা হলে সুপ্রীম কোর্টে জানানোর কথা স্পষ্টতই ওইদিনের দেওয়া নোটিশে জানিয়ে দেওয়া হয়। সেমতোই আজ সকাল সকাল ভারতীর বাড়িতে হাজির হয় প্রতিনিধিদলটি। ভারতী ঘোষের বাড়িতে প্রবেশ করেছে সিআইডি টিম। সেসময় তিনি বাড়িতেই আছেন বলে খবর। এদিকে সিআইডি'র এই অতিসক্রিয়তা তৃনমুলের চক্রান্ত এবং তাকে নির্বাচনের সময় প্রচারে বেরোতে না দিয়ে গৃহবন্দী করে রাখার অভিযোগ করেছিলেন আগেই। উল্লেখ্য যেদিন থেকে বিজেপি প্রার্থী হয়ে ভারতী ঘোষ দাঁড়িয়েছেন ,সেদিন থেকে তৃণমূল তার বিরুদ্ধে একাধিক বার আক্রমণ করার চেষ্টা করছে l কখনো গাড়ি ভাঙচুর , কখনো বা সি আই ডি কে দিয়ে তাকে প্রচারের কাজে বিঘ্ন ঘটানো l বলা যায় যে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূলের ভোট রয়েছে প্রায় সাত লক্ষ lকেশপুর ,ঘাটাল , দাসপুর যদি কোন ভাবেই বিজেপির প্রচার রোধ করা যায় তাহলে এখানে ঘাটাল সিট টি তৃণমূলের দখলে রাখতে পারবে l তাই তৃণমূল উঠে পড়ে লেগেছে এই ঘাটাল লোকসভা কেন্দ্র টি নিজের দখলে রাখতে l গতবারে ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাম প্রার্থী সন্তোষ রানা এবং তিনি ভোট পেয়েছিলেন প্রায় সাড়ে চার লক্ষ কিন্তু এবারের সন্তোষ বাবুকে সরিয়ে এখানে বাম প্রার্থী করা হয়েছে তপন গাঙ্গুলীকে l যার ফলে রাজনীতি থেকে সরে আসা তপন গাঙ্গুলীর পক্ষে কোনভাবেই গতবারের সাড়ে চার লক্ষ ভোট কোন ভাবে ধরে রাখা সম্ভব নয় l তাই সেই ভোট বিজেপির দিকেই পড়বে বলে মনে করছে l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.