ETV Bharat / city

Darjeeling Mail: দার্জিলিং মেলের গন্তব্য বদলের সিদ্ধান্তে দুই মেরুতে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব - North Bengal BJP Leadership Divide Over Darjeeling Mail Destination Change Issue

হলদিবাড়ি থেকে দার্জিলিং মেলের নতুন যাত্রাপথ করার সিদ্ধান্ত দুই মেরুতে উত্তরবঙ্গের বিজেপি নেতৃত্ব (North Bengal BJP Leadership Divide Over Darjeeling Mail Destination Change Issue) ৷ রেল বোর্ডের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক ৷ উলটোদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জলপাইগুড়ির বিধায়ক ৷

north-bengal-bjp-leadership-divide-over-darjeeling-mail-destination-change-issue
north-bengal-bjp-leadership-divide-over-darjeeling-mail-destination-change-issue
author img

By

Published : Aug 10, 2022, 12:23 PM IST

শিলিগুড়ি, 10 অগস্ট: দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ির পরিবর্তে হলদিবাড়ি স্টেশন থেকে চালানোর সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ ৷ সেই ক্ষোভ আবার বিজেপির জনপ্রতিনিধিদের মধ্যেই ৷ আর যা নিয়ে দু’ভাগে বিভক্ত বিজেপি বিজেপির বিধায়ক এবং সাংসদরা (North Bengal BJP Leadership Divided Over Darjeeling Mail Destination Change Issue) ৷ আরও স্পষ্ট করে বললে, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রেল বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ৷ তবে, জলপাইগুড়ির বিধায়ক রেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ আর দার্জিলিং মেলের অন্তিম স্টেশন পরিবর্তন করার সিদ্ধান্ত আসলে আরএসএসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷

প্রসঙ্গত, স্বাধীনতার 75 বছরে 15 অগস্ট থেকে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ির বদলে হলদিবাড়ি থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড ৷ এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছে শিলিগুড়ি এবং তরাই-ডুয়ার্সের লোকজন ৷ প্রতিবাদ জানানো হয়েছে রাজ্যের শাসকদলের তরফেও ৷ কিন্তু, এ বার সেই ক্ষোভ বেরিয়ে এল খোদ বিজেপির তরফ থেকে ৷ শিলিগুড়ির বিধায়ক পুরো বিষয়টিকে উত্তরবঙ্গের ভাবাবেগে আঘাত বলে উল্লেখ করেছেন ৷

এ নিয়ে শঙ্কর জানান, কেন্দ্রীয় সরকার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মান উন্নত করতে, একাধিক পদক্ষেপ করেছে ৷ তবে, উত্তরবঙ্গে দার্জিলিং মেলের গন্তব্য পরিবর্তন করা উচিত হয়নি ৷ শিলিগুড়ির বিধায়করে কথায়, " এর বদলে হলদিবাড়ি থেকে নতুন একটি ট্রেন চালালে ভালো হত ৷" উলটো সুর জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের গলায় ৷ তিনি কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ৷ আমাদের দাবি মতো দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে চালালে অনেক মানুষের সমস্যা মিটবে ৷ আর দু’টি কামরার উপর ভরসা করতে হবে না ৷’’

আরও পড়ুন: হলদিবাড়ি থেকে চালু হতে চলেছে শিয়ালদাগামী দার্জিলিং মেল

অন্যদিকে, পুরো বিষয়টিকে বিজেপি এবং আরএসএস এর চক্রান্ত বলে উল্লেখ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ তাঁর অভিযোগ, ‘‘এটা সম্পূর্ণ চক্রান্ত করে করছে বিজেপি ৷ আরএসএস যা বলছে ওরা তাই হচ্ছে ৷ আর বিজেপির জনপ্রতিনিধিরা যে দু’রকম অবস্থান নিচ্ছে তাও শিখিয়ে দেওয়া ৷ দার্জিলিং মেলকে হলদিবাড়ি রেল স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া সেটা দুর্ভাগ্যজনক। আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলব ৷’’

রেলবোর্ডের এই সিদ্ধান্তে হতাশ উত্তরবঙ্গের পর্যটন সংস্থার সম্পাদক সম্রাট সান্যাল ৷ তিনি বলেন, ‘‘দার্জিলিং মেল নামটার সঙ্গেই শিলিগুড়ি ও দার্জিলিঙের আবেগ জড়িয়ে রয়েছে ৷ প্রয়োজনে নতুন ট্রেন চালু করা যেত ৷ কিন্তু, দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে চালানোর সিদ্ধান্তটা খারাপ সিদ্ধান্ত ৷’’

শিলিগুড়ি, 10 অগস্ট: দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ির পরিবর্তে হলদিবাড়ি স্টেশন থেকে চালানোর সিদ্ধান্তে বাড়ছে ক্ষোভ ৷ সেই ক্ষোভ আবার বিজেপির জনপ্রতিনিধিদের মধ্যেই ৷ আর যা নিয়ে দু’ভাগে বিভক্ত বিজেপি বিজেপির বিধায়ক এবং সাংসদরা (North Bengal BJP Leadership Divided Over Darjeeling Mail Destination Change Issue) ৷ আরও স্পষ্ট করে বললে, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ রেল বোর্ডের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ৷ তবে, জলপাইগুড়ির বিধায়ক রেলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ আর দার্জিলিং মেলের অন্তিম স্টেশন পরিবর্তন করার সিদ্ধান্ত আসলে আরএসএসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷

প্রসঙ্গত, স্বাধীনতার 75 বছরে 15 অগস্ট থেকে দার্জিলিং মেল নিউ জলপাইগুড়ির বদলে হলদিবাড়ি থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড ৷ এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই ক্ষোভপ্রকাশ করেছে শিলিগুড়ি এবং তরাই-ডুয়ার্সের লোকজন ৷ প্রতিবাদ জানানো হয়েছে রাজ্যের শাসকদলের তরফেও ৷ কিন্তু, এ বার সেই ক্ষোভ বেরিয়ে এল খোদ বিজেপির তরফ থেকে ৷ শিলিগুড়ির বিধায়ক পুরো বিষয়টিকে উত্তরবঙ্গের ভাবাবেগে আঘাত বলে উল্লেখ করেছেন ৷

এ নিয়ে শঙ্কর জানান, কেন্দ্রীয় সরকার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মান উন্নত করতে, একাধিক পদক্ষেপ করেছে ৷ তবে, উত্তরবঙ্গে দার্জিলিং মেলের গন্তব্য পরিবর্তন করা উচিত হয়নি ৷ শিলিগুড়ির বিধায়করে কথায়, " এর বদলে হলদিবাড়ি থেকে নতুন একটি ট্রেন চালালে ভালো হত ৷" উলটো সুর জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের গলায় ৷ তিনি কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ ৷ আমাদের দাবি মতো দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে চালালে অনেক মানুষের সমস্যা মিটবে ৷ আর দু’টি কামরার উপর ভরসা করতে হবে না ৷’’

আরও পড়ুন: হলদিবাড়ি থেকে চালু হতে চলেছে শিয়ালদাগামী দার্জিলিং মেল

অন্যদিকে, পুরো বিষয়টিকে বিজেপি এবং আরএসএস এর চক্রান্ত বলে উল্লেখ করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ তাঁর অভিযোগ, ‘‘এটা সম্পূর্ণ চক্রান্ত করে করছে বিজেপি ৷ আরএসএস যা বলছে ওরা তাই হচ্ছে ৷ আর বিজেপির জনপ্রতিনিধিরা যে দু’রকম অবস্থান নিচ্ছে তাও শিখিয়ে দেওয়া ৷ দার্জিলিং মেলকে হলদিবাড়ি রেল স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়া সেটা দুর্ভাগ্যজনক। আমরা কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জনমত গড়ে তুলব ৷’’

রেলবোর্ডের এই সিদ্ধান্তে হতাশ উত্তরবঙ্গের পর্যটন সংস্থার সম্পাদক সম্রাট সান্যাল ৷ তিনি বলেন, ‘‘দার্জিলিং মেল নামটার সঙ্গেই শিলিগুড়ি ও দার্জিলিঙের আবেগ জড়িয়ে রয়েছে ৷ প্রয়োজনে নতুন ট্রেন চালু করা যেত ৷ কিন্তু, দার্জিলিং মেলকে হলদিবাড়ি থেকে চালানোর সিদ্ধান্তটা খারাপ সিদ্ধান্ত ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.