ETV Bharat / city

সদ্যোজাতের জন্য ভেন্টিলেটর চাই, 'দিদিকে বলো'-তে ফোন অসহায় বাবার - no ventilator facility in neonatal department at Siliguri District Hospital

শিলিগুড়ি জেলা হাসপাতালে মোট ছ'টি ভেন্টিলেটর থাকলেও সিক নিওনেটাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর নেই । সদ্যোজাতের জন্য ভেন্টিলেটর চাই ৷ তাই অবশেষে 'দিদিকে বলো'-তে ফোন করে সমস্যার কথা জানালেন অসহায় বাবা ৷

শিলিগুড়ি জেলা হাসপাতাল
author img

By

Published : Sep 30, 2019, 11:45 PM IST

শিলিগুড়ি, 30 সেপ্টেম্বর : সদ্যোজাত শিশুকন্যা ৷ জন্ম নার্সিংহোমে ৷ ফুসফুসে সংক্রমণের কারণে ভেন্টিলেটরের প্রয়োজন হয় ৷ কিন্তু তার জন্য নার্সিংহোমের তরফে বাড়তি অর্থ চাওয়া হয় ৷ সাধ্য না থাকায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভেন্টিলেটরের খোঁজে ছুটে যান সদ্যোজাতের বাবা ৷ কিন্তু সেখানেও সিক নিওনেটাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর নেই ৷ শেষে 'দিদিকে বলো'-তে ফোন করে অভিযোগ জানালেন অসহায় বাবা ৷ তবে আশ্বাস মিললেও বিকেল পর্যন্ত কার্যত কোথাও কম খরচে ভেন্টিলেটর মেলেনি ৷ অবশেষে কয়েকজনের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভেন্টিলেটর মেলে ৷ সেখানেই ওই সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় ৷

আজ সকালেই একটি নার্সিংহোমে কন্যাসন্তান হয় শিলিগুড়ির বাসিন্দা বিক্রম সূত্রধর ও তাঁর স্ত্রী অনিতা মণ্ডলের । মাত্র সাতমাসের মাথায় সন্তান প্রসবের জেরে ফুসফুসে সংক্রমণ দেখা দেয় সদ্যোজাতের । বিক্রমবাবু বলেন, "অন্যের দোকানে সামান্য কাজ করি । নার্সিংহোমে ভেন্টিলেটর ছিল । কিন্তু অনেক টাকা লাগবে । সাধ্য না থাকায় হাসপাতালে যাই । কিন্তু সেখানে শিশুদের অত্যাধুনিক ওয়ার্ডে ভেন্টিলেটর নেই । তাই 'দিদিকে বলো'-তে ফোন করে জেলা হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির দাবি জানাই । পাশাপাশি আমার সমস্যা মেটাতে যদি কোনও ব্যবস্থা হয়, সেই আর্জিও জানিয়েছিলাম । বিকেল অবধি অপেক্ষা করলেও কেউ যোগাযোগ করেনি । তবে শুভানুধ্যায়ীদের চেষ্টায় বিকেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভেন্টিলেটর মিলেছে । সেখানেই নিয়ে যাচ্ছি ।" যদিও উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ফোন আসে । সেখান থেকে সদ্যোজাতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ জানানো হয় সেখানে সব ব্যবস্থা আছে ।

দেখুন ভিডিয়ো...

আজ যে সময়ে বিক্রমবাবু শিলিগুড়ি জেলা হাসপাতালে ভেন্টিলেটরের খোঁজে গেছিলেন তখন সেখানে রোগী কল্যাণ সমিতির বৈঠক চলছিল । হাজির ছিলেন চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য । তিনি জানান, হাসপাতালে মোট ছ'টি ভেন্টিলেটর থাকলেও সিক নিওনেটাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর নেই । উন্নত পরিষেবার স্বার্থেই এই ভেন্টিলেটর প্রয়োজন বলে জানান হাসপাতালের অন্য চিকিৎসকেরা । হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ভেন্টিলেটর চাওয়া হলেও রাজ্য থেকে তা আসেনি । ফলে ভেন্টিলেটর ছাড়াই চলছে শিশুদের অত্যাধুনিক ওই ইউনিট ।

শেষ পাওয়া খবর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেও সন্ধ্যা পর্যন্ত ভেন্টিলেটর মেলেনি ৷ পরে রাতে হাসপাতালের সিক নিওনেটাল বিভাগে ওই সদ্যোজাতের চিকিৎসা শুরু হয়েছে ৷

শিলিগুড়ি, 30 সেপ্টেম্বর : সদ্যোজাত শিশুকন্যা ৷ জন্ম নার্সিংহোমে ৷ ফুসফুসে সংক্রমণের কারণে ভেন্টিলেটরের প্রয়োজন হয় ৷ কিন্তু তার জন্য নার্সিংহোমের তরফে বাড়তি অর্থ চাওয়া হয় ৷ সাধ্য না থাকায় শিলিগুড়ি জেলা হাসপাতালে ভেন্টিলেটরের খোঁজে ছুটে যান সদ্যোজাতের বাবা ৷ কিন্তু সেখানেও সিক নিওনেটাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর নেই ৷ শেষে 'দিদিকে বলো'-তে ফোন করে অভিযোগ জানালেন অসহায় বাবা ৷ তবে আশ্বাস মিললেও বিকেল পর্যন্ত কার্যত কোথাও কম খরচে ভেন্টিলেটর মেলেনি ৷ অবশেষে কয়েকজনের সহযোগিতায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভেন্টিলেটর মেলে ৷ সেখানেই ওই সদ্যোজাতকে নিয়ে যাওয়া হয় ৷

আজ সকালেই একটি নার্সিংহোমে কন্যাসন্তান হয় শিলিগুড়ির বাসিন্দা বিক্রম সূত্রধর ও তাঁর স্ত্রী অনিতা মণ্ডলের । মাত্র সাতমাসের মাথায় সন্তান প্রসবের জেরে ফুসফুসে সংক্রমণ দেখা দেয় সদ্যোজাতের । বিক্রমবাবু বলেন, "অন্যের দোকানে সামান্য কাজ করি । নার্সিংহোমে ভেন্টিলেটর ছিল । কিন্তু অনেক টাকা লাগবে । সাধ্য না থাকায় হাসপাতালে যাই । কিন্তু সেখানে শিশুদের অত্যাধুনিক ওয়ার্ডে ভেন্টিলেটর নেই । তাই 'দিদিকে বলো'-তে ফোন করে জেলা হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির দাবি জানাই । পাশাপাশি আমার সমস্যা মেটাতে যদি কোনও ব্যবস্থা হয়, সেই আর্জিও জানিয়েছিলাম । বিকেল অবধি অপেক্ষা করলেও কেউ যোগাযোগ করেনি । তবে শুভানুধ্যায়ীদের চেষ্টায় বিকেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভেন্টিলেটর মিলেছে । সেখানেই নিয়ে যাচ্ছি ।" যদিও উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়ার সময় ফোন আসে । সেখান থেকে সদ্যোজাতকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয় ৷ জানানো হয় সেখানে সব ব্যবস্থা আছে ।

দেখুন ভিডিয়ো...

আজ যে সময়ে বিক্রমবাবু শিলিগুড়ি জেলা হাসপাতালে ভেন্টিলেটরের খোঁজে গেছিলেন তখন সেখানে রোগী কল্যাণ সমিতির বৈঠক চলছিল । হাজির ছিলেন চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য । তিনি জানান, হাসপাতালে মোট ছ'টি ভেন্টিলেটর থাকলেও সিক নিওনেটাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর নেই । উন্নত পরিষেবার স্বার্থেই এই ভেন্টিলেটর প্রয়োজন বলে জানান হাসপাতালের অন্য চিকিৎসকেরা । হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, ভেন্টিলেটর চাওয়া হলেও রাজ্য থেকে তা আসেনি । ফলে ভেন্টিলেটর ছাড়াই চলছে শিশুদের অত্যাধুনিক ওই ইউনিট ।

শেষ পাওয়া খবর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলেও সন্ধ্যা পর্যন্ত ভেন্টিলেটর মেলেনি ৷ পরে রাতে হাসপাতালের সিক নিওনেটাল বিভাগে ওই সদ্যোজাতের চিকিৎসা শুরু হয়েছে ৷

Intro:বেসরকারি নার্সিংহোমে শিশুকন্যা জন্ম নিলেও সদ্যজাত শিশুকন্যার ফুসফুসে সংক্রমণ হওয়ায় ভেন্টিলেটর প্রয়োজন দেখা দেয়। বেসরকারি নার্সিংহোম জানায় ভেন্টিলেটরের জন্য বাড়তি অর্থ প্রয়োজন। সাধ্য না থাকায় এরপরেই শিলিগুড়ি জেলা হাসপাতালে ভেন্টিলেটরের খোঁজে ছুটলেন বাবা। সেখানে সিক নিয়নেটাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর না থাকায় দিদিকে বলো তে ফোন করে অভিযোগ জানান তিনি। সেখান থেকে দ্রুত কিছু করার আশ্বাস দিলেও বিকেল অবধি কার্যত কোথাও কম খরচে ভেন্টিলেটর মেলেনি। শেষমেশ শুভানুধ্যায়ীদের চেষ্টায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর মেলে। বিকেলে সেখানেই শিশুকন্যাকে নিয়ে যান অসহায় বাবা।


Body:আজ সকালেই বেসরকারি নার্সিংহোমে কন্যা সন্তান হয় শিলিগুড়ির বাসিন্দা বিক্রম সূত্রধর ও তার স্ত্রী অনিতা মন্ডলের। মাত্র সাত মাসের মাথায় সন্তান প্রসবের জেরে ফুসফুসে সংক্রমণ দেখা দেয় ছোট্ট শিশুটির। অসহায় বিক্রম জানান, লোকের দোকানে সামান্য কাজ করি। নার্সিংহোমে ভেন্টিলেটর ছিল। কিন্তু অনেক টাকা লাগবে। সাধ্য না থাকায় হাসপাতালে যাই। কিন্তু সেখানে শিশুদের অত্যাধুনিক ওয়ার্ড এ ভেন্টিলেটর নেই। এর জেরেই দিদিকে বলো যে ফোন করে জেলা হাসপাতালের পরিকাঠামো বৃদ্ধির দাবি জানাই। পাশাপাশি আমার সমস্যা মেটাতে যদি কোনও ব্যবস্থা হয়, সেই অর্জিও জানিয়েছিলাম। বিকেল অবধি অপেক্ষা করলেও কেউ যোগাযোগ করেনি। তবে শুভানুধ্যায়ীদের চেষ্টায় বিকেলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভেন্টিলেটর মিলেছে। সেখানেই নিয়ে যাচ্ছি। আজ যে সময়ে বিক্রম সূত্রধর শিলিগুড়ি হাসপাতালে ভেন্টিলেটর এর খোঁজে গিয়েছিলেন তখন সেখানে রোগী কল্যাণ সমিতির বৈঠক চলছিল। হাজির ছিলেন চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি স্বীকার করে নেন হাসপাতালে মোট ছটি ভেন্টিলেটর থাকলেও সিক নিয়নেটাল কেয়ার ইউনিটে ভেন্টিলেটর নেই। উন্নত পরিষেবার স্বার্থেই এই ভেন্টিলেটর প্রয়োজন বলেও স্বীকার করে নেন হাসপাতালের অন্য চিকিৎসকেরা। কর্তৃপক্ষ জানান ভেন্টিলেটর চাওয়া হলেও রাজ্য থেকে তা আসেনি। ফলে ভেন্টিলেটর ছাড়াই চলছে শিশুদের অত্যাধুনিক ওই ইউনিট।


Conclusion:

For All Latest Updates

TAGGED:

Didi Bolo
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.