ETV Bharat / city

SJDA তে ভাইস চেয়ারম্যান নান্টু পাল , আছেন আরও 5 তৃণমূল কাউন্সিলর - SJDA তে ভাইস চেয়ারম্যান নান্টু পাল , আছেন আরও 5 তৃণমূল কাউন্সিলর

সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগম প্রশাসক বোর্ডে তৃণমূলের 5 কাউন্সিলরকে জায়গা দিতে চেয়েছিল রাজ্য সরকার । কিন্তু মেয়র অশোক ভট্টাচার্যর আপত্তিতে তা ভেস্তে যায় । বাম মেয়র পরিষদদের নিয়েই গঠিত হয় পৌর প্রশাসক বোর্ড ।

nantu pal will be th vice chairman in sjda
SJDA তে ভাইস চেয়ারম্যান নান্টু পাল , আছেন আরও 5 তৃণমূল কাউন্সিলর
author img

By

Published : May 24, 2020, 6:08 PM IST

শিলিগুড়ি, 24 মে: SJDA তে ভাইস চেয়ারম্যান হলেন বিদায়ি তৃণমূল কাউন্সিলর নান্টু পাল । নতুন করে গঠিত বোর্ডে জায়গা পেলেন জেলা তৃণমূল সভাপতি ও বিদায়ি কাউন্সিলর রঞ্জন সরকারসহ আরও 5 জন ।

সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগম প্রশাসক বোর্ডে তৃণমূলের 5 কাউন্সিলরকে জায়গা দিতে চেয়েছিল রাজ্য সরকার । কিন্তু মেয়র অশোক ভট্টাচার্যর আপত্তিতে তা ভেস্তে যায় । বাম মেয়র পরিষদদের নিয়েই গঠিত হয় পৌর প্রশাসক বোর্ড । এরপরেই SJDA বোর্ডের পুনর্গঠন করল রাজ্য সরকার । 30 সদস্য বিশিষ্ট বোর্ডে চেয়ারম্যান পদে বহাল থাকছেন বিজয় চন্দ্র বর্মন । ভাইস চেয়ারম্যান হিসেবে বোর্ডে এলেন নান্টু পাল । এছাড়া বোর্ডে জায়গা পেয়েছেন আরও 5 তৃণমূল কাউন্সিলর রঞ্জন সরকার, রঞ্জন শীলশর্মা, নিখিল সাহানি, দুলাল দত্ত, পরিমল মিত্র ।

নান্টু পাল বলেন, নির্দেশিকা পেয়েছি । ভাইস চেয়ারম্যান হিসেবে উন্নয়নের নানা কাজ করার চেষ্টা করব । মুখ্যমন্ত্রীর দেখানো দিশায় এগিয়ে যাবে SJDA । অন্যদিকে, শিলিগুড়িতে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন, শিলিগুড়িতে উন্নয়নে ভূমিকায় নেই SJDA - র । তাই এদের সেখানে অন্তর্ভুক্ত হওয়া গুরুত্বহীন । তবে, এতদিন শিলিগুড়ির কেউ বোর্ডে ছিলেন না । এবার শিলিগুড়ি থেকে 6 জন জায়গা পেলেন । এটুকুই নতুন বিষয় । সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টায় ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে রাজ্যের শাসক দল ।

শিলিগুড়ি, 24 মে: SJDA তে ভাইস চেয়ারম্যান হলেন বিদায়ি তৃণমূল কাউন্সিলর নান্টু পাল । নতুন করে গঠিত বোর্ডে জায়গা পেলেন জেলা তৃণমূল সভাপতি ও বিদায়ি কাউন্সিলর রঞ্জন সরকারসহ আরও 5 জন ।

সম্প্রতি শিলিগুড়ি পৌরনিগম প্রশাসক বোর্ডে তৃণমূলের 5 কাউন্সিলরকে জায়গা দিতে চেয়েছিল রাজ্য সরকার । কিন্তু মেয়র অশোক ভট্টাচার্যর আপত্তিতে তা ভেস্তে যায় । বাম মেয়র পরিষদদের নিয়েই গঠিত হয় পৌর প্রশাসক বোর্ড । এরপরেই SJDA বোর্ডের পুনর্গঠন করল রাজ্য সরকার । 30 সদস্য বিশিষ্ট বোর্ডে চেয়ারম্যান পদে বহাল থাকছেন বিজয় চন্দ্র বর্মন । ভাইস চেয়ারম্যান হিসেবে বোর্ডে এলেন নান্টু পাল । এছাড়া বোর্ডে জায়গা পেয়েছেন আরও 5 তৃণমূল কাউন্সিলর রঞ্জন সরকার, রঞ্জন শীলশর্মা, নিখিল সাহানি, দুলাল দত্ত, পরিমল মিত্র ।

নান্টু পাল বলেন, নির্দেশিকা পেয়েছি । ভাইস চেয়ারম্যান হিসেবে উন্নয়নের নানা কাজ করার চেষ্টা করব । মুখ্যমন্ত্রীর দেখানো দিশায় এগিয়ে যাবে SJDA । অন্যদিকে, শিলিগুড়িতে পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন, শিলিগুড়িতে উন্নয়নে ভূমিকায় নেই SJDA - র । তাই এদের সেখানে অন্তর্ভুক্ত হওয়া গুরুত্বহীন । তবে, এতদিন শিলিগুড়ির কেউ বোর্ডে ছিলেন না । এবার শিলিগুড়ি থেকে 6 জন জায়গা পেলেন । এটুকুই নতুন বিষয় । সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টায় ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে রাজ্যের শাসক দল ।

For All Latest Updates

TAGGED:

sjda
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.