ETV Bharat / city

GTA Election 2022 : জিটিএ নির্বাচন পিছনোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি মোর্চার

জিটিএ নির্বাচন (GTA Election 2022) পিছোতে আমরণ অনশনে বসেছেন মোর্চা নেতা বিমল গুরুং ৷ এবার নির্বাচন পিছনোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি ।

GTA Election 2022
জিটিএ নির্বাচন
author img

By

Published : May 27, 2022, 8:56 PM IST

দার্জিলিং, 27 মে : শেষবারের মতো জিটিএ নির্বাচন এই মুহূর্তে বন্ধ করার দাবি জানিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা । পাহাড়ের পরিস্থিতি ও পাহাড়বাসীর দাবির কথা মনে করিয়ে এই চিঠি পাঠান গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি (Morcha gives letter to CM Mamata Banerjee to postpone GTA Election)।

জিটিএ নির্বাচনের বিরুদ্ধে শুক্রবার বিমল গুরুংয়ের আমরণ অনশনের তৃতীয় দিন ৷ এখনও পর্যন্ত রাজ্য সরকার বা প্রশাসনের তরফে এই নির্বাচনের কোনও উত্তর মেলেনি । শুক্রবার অনশনরত মোর্চা নেতা বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে যান হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড । কিন্তু তিনি অনশন মঞ্চে পৌঁছতেই তাঁকে ঘিরে গো-ব্যাক এবং গোর্খাল্যান্ড স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় কর্মী সমর্থক ও অনুগামীরা । এই ঘটনার পরই শারীরিক পরিস্থিতির কিছুটা অবনতি হয় বিমল গুরুংয়ের ।

আরও পড়ুন : GTA Election Protest : জিটিএ নির্বাচনের বিরুদ্ধে দার্জিলিংয়ে মৌন মিছিল

রাজ্য নির্বাচন কমিশন জিটিএ নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করতেই তড়িঘড়ি পাতলেবাসে কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি । সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষবারের মতো জিটিএ নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন করা হবে । সেইমতো এদিন চিঠি পাঠান মোর্চার সেকেন্ড ইন কমান্ড রোশন গিরি ।

মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া প্রসঙ্গে মোর্চার সহকারী সাধারণ সম্পাদক প্রিয়বর্ধন রাইয়ের প্রতিক্রিয়া

এই বিষয়ে মোর্চার সহকারী সাধারণ সম্পাদক প্রিয়বর্ধন রাই বলেন, "বিমল গুরুংয়ের শারিরীক পরিস্থিতির অবনতি হচ্ছে । রাজ্যের তরফে পুলিশ প্রশাসনের কেউ এখনও যোগাযোগ করেননি । সেজন্য আমরা বৈঠকে বসে শেষবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আবেদন জানালাম যাতে তিনি নির্বাচন বাতিল করেন বা পিছিয়ে দেন । এই চিঠির যদি কোনও সদুত্তর না মেলে তবে আমরা আবার বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করব । সভাপতি এখনও নিজের অনশনের জেদে অটুট রয়েছেন । আমরা অনেক বুঝিয়েছি কিন্তু যতক্ষণ পর্যন্ত না রাজ্য ওই বিষয়ে পদক্ষেপ করছে ততক্ষণ তিনি অনশন প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়েছেন । "
আরও পড়ুন : GTA Election Protest : জিটিএ নির্বাচনের বিরোধিতায় অনশনে বসছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং

দার্জিলিং, 27 মে : শেষবারের মতো জিটিএ নির্বাচন এই মুহূর্তে বন্ধ করার দাবি জানিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল গোর্খা জনমুক্তি মোর্চা । পাহাড়ের পরিস্থিতি ও পাহাড়বাসীর দাবির কথা মনে করিয়ে এই চিঠি পাঠান গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি (Morcha gives letter to CM Mamata Banerjee to postpone GTA Election)।

জিটিএ নির্বাচনের বিরুদ্ধে শুক্রবার বিমল গুরুংয়ের আমরণ অনশনের তৃতীয় দিন ৷ এখনও পর্যন্ত রাজ্য সরকার বা প্রশাসনের তরফে এই নির্বাচনের কোনও উত্তর মেলেনি । শুক্রবার অনশনরত মোর্চা নেতা বিমল গুরুংয়ের সঙ্গে দেখা করতে যান হামরো পার্টির সভাপতি অজয় এডওয়ার্ড । কিন্তু তিনি অনশন মঞ্চে পৌঁছতেই তাঁকে ঘিরে গো-ব্যাক এবং গোর্খাল্যান্ড স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে শুরু করে গোর্খা জনমুক্তি মোর্চার দলীয় কর্মী সমর্থক ও অনুগামীরা । এই ঘটনার পরই শারীরিক পরিস্থিতির কিছুটা অবনতি হয় বিমল গুরুংয়ের ।

আরও পড়ুন : GTA Election Protest : জিটিএ নির্বাচনের বিরুদ্ধে দার্জিলিংয়ে মৌন মিছিল

রাজ্য নির্বাচন কমিশন জিটিএ নির্বাচন নিয়ে বিজ্ঞপ্তি জারি করতেই তড়িঘড়ি পাতলেবাসে কেন্দ্রীয় কমিটির সদস্যদের নিয়ে বৈঠকে বসেন মোর্চা সাধারণ সম্পাদক রোশন গিরি । সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষবারের মতো জিটিএ নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন করা হবে । সেইমতো এদিন চিঠি পাঠান মোর্চার সেকেন্ড ইন কমান্ড রোশন গিরি ।

মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া প্রসঙ্গে মোর্চার সহকারী সাধারণ সম্পাদক প্রিয়বর্ধন রাইয়ের প্রতিক্রিয়া

এই বিষয়ে মোর্চার সহকারী সাধারণ সম্পাদক প্রিয়বর্ধন রাই বলেন, "বিমল গুরুংয়ের শারিরীক পরিস্থিতির অবনতি হচ্ছে । রাজ্যের তরফে পুলিশ প্রশাসনের কেউ এখনও যোগাযোগ করেননি । সেজন্য আমরা বৈঠকে বসে শেষবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে আবেদন জানালাম যাতে তিনি নির্বাচন বাতিল করেন বা পিছিয়ে দেন । এই চিঠির যদি কোনও সদুত্তর না মেলে তবে আমরা আবার বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করব । সভাপতি এখনও নিজের অনশনের জেদে অটুট রয়েছেন । আমরা অনেক বুঝিয়েছি কিন্তু যতক্ষণ পর্যন্ত না রাজ্য ওই বিষয়ে পদক্ষেপ করছে ততক্ষণ তিনি অনশন প্রত্যাহার করবেন না বলে সাফ জানিয়েছেন । "
আরও পড়ুন : GTA Election Protest : জিটিএ নির্বাচনের বিরোধিতায় অনশনে বসছেন মোর্চা সুপ্রিমো বিমল গুরুং

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.