শিলিগুড়ি, 26 জুন : করোনার টিকাকরণে শহরজুড়ে সক্রিয় দালালচক্র ৷ একাধিকবার এমন অভিযোগ উঠেছে ৷ এমন ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ফলে আইনশৃঙ্খলা অবনতির ঘটেছে । এমনকি দুই রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, জাতীয় সড়ক অবরোধের মতো ঘটনাও ঘটেছে । এইসব ঘটনায় রাশ টানতে এবার কড়া ভূমিকায় জেলা প্রশাসন ৷
পুলিশের কড়া নজরদারির পাশাপাশি এখন থেকে টিকাকরণ প্রক্রিয়ার সম্পূর্ণ ভিডিয়োগ্রাফি হবে ৷ এছাড়াও সিসি ক্যামেরায় নজরদারি চলবে । শনিবার শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসনিক বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন আধিকারিকরা । এদিনের প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য, সরকারি স্বাস্থ্য আধিকারিক সংযুক্তা লিউ, শিলিগুড়ির মহকুমাশাসক প্রিয়দর্শিনী এস, শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়া, বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী, বিবেক বৈদ সহ অন্যান্যরা । টিকাকরণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের যাতে কোনওভাবেই হয়রানি না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন আধিকারিকরা ।
বৈঠক সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং শিলিগুড়ি জেলা হাসপাতালে টিকাকরণের চাপ বাড়ছে । চাপ কমাতে শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এবং বর্ধমান রোডে জলপাই মোড় সংলগ্ন কোনও একটি ভবনে টিকাকরণ প্রক্রিয়া নতুন করে চালু হবে । এছাড়াও পৌরনিগমের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দফায় দফায় সাধারণ টিকাকরণ হবে । টিকাকরণ কেন্দ্রে টিকা দেওয়ার ছয় ঘণ্টা আগে পৌঁছে যাবেন পুলিশ কর্মীরা । পুলিশের উপস্থিতিতে পরিচয়পত্র দেখে কুপন বিলি করা হবে । শিলিগুড়ি জেলা হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন আইসি পদমর্যাদার পুলিশ আধিকারিককে মনিটরিংয়ের জন্য নিযুক্ত করবে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট । পাশাপাশি টিকাকরণ কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা এবং পুলিশের তরফে করা হবে ভিডিয়োগ্রাফি ।
আরও পড়ুন : শিলিগুড়িতে দলীয় কর্মীদের টিকা পাইয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
প্রতিদিন শহরের প্রত্যেকটি টিকাকরণ কেন্দ্র এবং শিবিরে পরিদর্শনে যাবেন ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিকরা । টিকাকরণকে কেন্দ্র করে কোনওভাবেই যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখা হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা ।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব বলেন, "এখন থেকে টিকাকরণ প্রক্রিয়ায় কড়া নজরদারিতে চলবে । উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা টিকাকরণ প্রক্রিয়াটিতে মনিটরিং করবে । দালালচক্রকে কোনওভাবে প্রশ্রয় দেওয়া হবে না । কড়া হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।"