ETV Bharat / city

শিলিগুড়িতে ATM লুটের চেষ্টা - শিলিগুড়ি

শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ডের একটি ATM-এ হানা দেয় দুষ্কৃতীরা । টাকা লুট করতে না পেরে ATM নিয়ে যাওয়ার চেষ্টা করে ।

ATM loot in siliguri
শিলিগুড়িতে এটিএম লুটের চেষ্টা
author img

By

Published : Jun 23, 2020, 5:39 PM IST

শিলিগুড়ি, 23 জুন : ATM লুটের চেষ্টা শিলিগুড়িতে । শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ড এলাকার শক্তিগড়ের ঘটনা । CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে NJP থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে স্থানীয় কয়েকজন প্রাত:ভ্রমণে বেরিয়েছিলেন । সেই সময় তাঁঁরা লক্ষ্য করেন, রাস্তায় ধারে একটি ব্যাঙ্কের ATM পড়ে আছে । তখনই তাঁঁরা খবর দেন হয় NJP থানায় । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ATM উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ATM থেকে টাকা লুটের উদ্দেশে ভল্ট ভাঙার চেষ্টা করে । তাতে সফল না হওয়ায় ATM নিয়ে পালানোর চেষ্টা করে । যদিও তাতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা । তদন্তকারীরা জানিয়েছেন, দুষ্কৃতী হামলায় ATM ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও টাকা লুটে সফল হয়নি তারা । ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।

শিলিগুড়ি, 23 জুন : ATM লুটের চেষ্টা শিলিগুড়িতে । শিলিগুড়ির 31 নম্বর ওয়ার্ড এলাকার শক্তিগড়ের ঘটনা । CCTV ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে NJP থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, আজ সকালে স্থানীয় কয়েকজন প্রাত:ভ্রমণে বেরিয়েছিলেন । সেই সময় তাঁঁরা লক্ষ্য করেন, রাস্তায় ধারে একটি ব্যাঙ্কের ATM পড়ে আছে । তখনই তাঁঁরা খবর দেন হয় NJP থানায় । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে ATM উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুষ্কৃতীরা ATM থেকে টাকা লুটের উদ্দেশে ভল্ট ভাঙার চেষ্টা করে । তাতে সফল না হওয়ায় ATM নিয়ে পালানোর চেষ্টা করে । যদিও তাতে ব্যর্থ হয় দুষ্কৃতীরা । তদন্তকারীরা জানিয়েছেন, দুষ্কৃতী হামলায় ATM ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও টাকা লুটে সফল হয়নি তারা । ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.