ETV Bharat / city

Jodhpur Park Cafe Incident : ক্যাফেতে চাঁদার জুলুম, কর্ণধারকে পুলিশি নিরাপত্তা নেওয়ার পরামর্শ লীনা গঙ্গোপাধ্যায়ের - ক্যাফেতে চাঁদার জুলুম, কর্ণধারকে প্রয়োজনে পুলিশি নিরাপত্তা নেওয়ার পরামর্শ মহিলা কমিশনের চেয়ারপার্সনের

কমিশন তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করবে ৷ প্রয়োজনে ক্যাফে মালকিন ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে পুলিশে আবেদন করতেই পারে (Lina Ganguly advises cafe owner of Jodhpur Park to take police security if necessary) ৷ জানালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷

Jodhpur Park Cafe Incident
ক্যাফেতে চাঁদার জুলুম, কর্ণধারকে প্রয়োজনে পুলিশি নিরাপত্তা নেওয়ার পরামর্শ মহিলা কমিশনের চেয়ারপার্সনের
author img

By

Published : Feb 19, 2022, 7:58 PM IST

শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি : যোধপুর পার্কের ক্যাফেতে উৎসবের নামে চাঁদার জুলুম (Jodhpur Park Cafe Incident) ৷ ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা বিজয় দত্ত-সহ পাঁচজনকে গ্রেফতার করা হলেও ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন প্রত্যেকেই ৷ স্বভাবতই আক্রোশ থেকে পুনরায় সংশ্লিষ্ট ক্যাফে কিংবা ক্যাফের কর্ণধার স্বরলিপি চট্টোপাধ্যায়ের উপর আক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে ৷ তবে যেহেতু বিষয়টি চর্চায় রয়েছে, তাছাড়া পুলিশ এবং রাজ্য মহিলা কমিশনে ঘটনার রিপোর্ট রয়েছে ৷ তাই পুনরায় ক্যাফের মহিলা কর্ণধারের উপর আক্রমণের আশঙ্কা কম ৷ জানালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷

কিন্তু প্রয়োজনে ক্যাফে মালকিন ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে পুলিশে আবেদন করতেই পারে (Lina Ganguly advises cafe owner of Jodhpur Park to take police security if necessary) ৷ সেক্ষেত্রে কমিশন তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করবে বলেই জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ৷ দু'দিনের সফরে শিলিগুড়িতে এসে শনিবার একথা বলেন লীনা গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায়, মামলা জামিনযোগ্য ধারায় হবে না জামিন অযোগ্য ধারায় হবে তা চার্জশিটের উপর নির্ভর করবে ৷ কিন্তু প্রাথমিক অভিযোগে জামিন যোগ্য ধারাই লাগু হয়েছে ৷"

যোধপুর পার্কের ঘটনা প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আরও পড়ুন : Jodhpur Park Cafe : উৎসবের নামে ক্যাফেতে 'তোলাবাজি', পুলিশের জালে পাঁচ অভিযুক্ত

যেহেতু রাজ্য মহিলা কমিশনের মধ্যস্থতায় পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ক্যাফে মালকিন, তাই শুরু থেকেই বিষয়টি নজরে রাখছে কমিশন ৷ ঘটনার দিন রাত্রে বিপদের আশঙ্কা করে ফের কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন ক্যাফে কর্ত্রী স্বরলিপি ৷ এরপর তাঁকে নিরাপদে বাড়িও পৌঁছে দেওয়া হয় কমিশনেরই উদ্যোগে ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা বিজয় দত্ত, ভোপাল মন্ডল, সনৎ নস্কর, ঝন্টু সিং এবং শত্রুঘ্ন মাহাত ৷ যদিও পরবর্তীতে আদালতে জামিন পেয়ে যায় অভিযুক্তরা ।

শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি : যোধপুর পার্কের ক্যাফেতে উৎসবের নামে চাঁদার জুলুম (Jodhpur Park Cafe Incident) ৷ ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা বিজয় দত্ত-সহ পাঁচজনকে গ্রেফতার করা হলেও ইতিমধ্যে জামিন পেয়ে গিয়েছেন প্রত্যেকেই ৷ স্বভাবতই আক্রোশ থেকে পুনরায় সংশ্লিষ্ট ক্যাফে কিংবা ক্যাফের কর্ণধার স্বরলিপি চট্টোপাধ্যায়ের উপর আক্রমণের আশঙ্কা তৈরি হয়েছে ৷ তবে যেহেতু বিষয়টি চর্চায় রয়েছে, তাছাড়া পুলিশ এবং রাজ্য মহিলা কমিশনে ঘটনার রিপোর্ট রয়েছে ৷ তাই পুনরায় ক্যাফের মহিলা কর্ণধারের উপর আক্রমণের আশঙ্কা কম ৷ জানালেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় ৷

কিন্তু প্রয়োজনে ক্যাফে মালকিন ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে পুলিশে আবেদন করতেই পারে (Lina Ganguly advises cafe owner of Jodhpur Park to take police security if necessary) ৷ সেক্ষেত্রে কমিশন তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করবে বলেই জানিয়েছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ৷ দু'দিনের সফরে শিলিগুড়িতে এসে শনিবার একথা বলেন লীনা গঙ্গোপাধ্যায় ৷ তাঁর কথায়, মামলা জামিনযোগ্য ধারায় হবে না জামিন অযোগ্য ধারায় হবে তা চার্জশিটের উপর নির্ভর করবে ৷ কিন্তু প্রাথমিক অভিযোগে জামিন যোগ্য ধারাই লাগু হয়েছে ৷"

যোধপুর পার্কের ঘটনা প্রসঙ্গে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন

আরও পড়ুন : Jodhpur Park Cafe : উৎসবের নামে ক্যাফেতে 'তোলাবাজি', পুলিশের জালে পাঁচ অভিযুক্ত

যেহেতু রাজ্য মহিলা কমিশনের মধ্যস্থতায় পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ক্যাফে মালকিন, তাই শুরু থেকেই বিষয়টি নজরে রাখছে কমিশন ৷ ঘটনার দিন রাত্রে বিপদের আশঙ্কা করে ফের কমিশনের সঙ্গে যোগাযোগ করেছিলেন ক্যাফে কর্ত্রী স্বরলিপি ৷ এরপর তাঁকে নিরাপদে বাড়িও পৌঁছে দেওয়া হয় কমিশনেরই উদ্যোগে ৷ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা বিজয় দত্ত, ভোপাল মন্ডল, সনৎ নস্কর, ঝন্টু সিং এবং শত্রুঘ্ন মাহাত ৷ যদিও পরবর্তীতে আদালতে জামিন পেয়ে যায় অভিযুক্তরা ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.