ETV Bharat / city

SMP Election 2022 : কাটল না জট, শিলিগুড়ি মহকুমা পরিষদের সব আসনে হল না বাম-কংগ্রেসের সমঝোতা

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে (SMP Election 2022) আসন সমঝোতা নিয়ে আলোচনার টেবিলে বসেছিল বাম-কংগ্রেস ৷ কিন্তু, বিফলে গেল সব আলোচনা ৷ মহকুমা পরিষদের মাত্র 3টি আসনে হল সমঝোতা (Left Congress Compromise in Only 3 Seats of SMP Election 2022) ৷ বাকিগুলিতে একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেবে দুই দল ৷

Left Congress Compromise in Only 3 Seats of SMP Election 2022
Left Congress Compromise in Only 3 Seats of SMP Election 2022
author img

By

Published : Jun 3, 2022, 10:09 AM IST

শিলিগুড়ি, 2 জুন : মহকুমা পরিষদ নির্বাচনে আসন সমঝোতা হল না বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে ৷ যার পরে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের লড়াই কিছু আসনে চতুর্মুখী হতে চলেছে ৷ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কিছু আসনে বামফ্রন্ট ও কংগ্রেস শিবির আসন সমঝোতা করেছে ৷ বাঁধ সাধল মহকুমা পরিষদের আসনে (Left Congress Compromise in Only 3 Seats of SMP Election 2022) ৷

মহকুমা পরিষদের (SMP Election 2022) নয়টি আসনের মধ্যে বামেরা আটটি আসনে প্রার্থী দিয়েছে ৷ কংগ্রেস দিয়েছে সাতটি আসনে ৷ বামেদের কাছে কংগ্রেস তিনটি আসন চাইলেও তা ছাড়তে নারাজ বামেরা ৷ ফলে কংগ্রেসের কপালে জোটে একটি আসন ৷ পালটা কংগ্রেসও বামেদের মাত্র দু’টি আসন ছাড়ে ৷ ফলে দুই শিবিরের অনমনীয় মনোভাবে অস্তাচলে আসন সমঝোতা ৷
শিলিগুড়ি প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে হারাতে একক শক্তি কংগ্রেসেরও নেই আর বামফ্রন্টেরও নেই ৷ আমরা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করতে সক্ষম হলেও, শিলিগুড়ি মহকুমা পরিষদে আসন সমঝোতা হচ্ছে না সেটা স্পষ্ট ৷ ফলে সব মিলিয়ে যে আসন সমঝোতা হওয়া উচিত, সেটা হয়নি ৷’’

তিনি জানান, ‘‘আমরা বামফ্রন্টের কাছে মহকুমা পরিষদের তিনটি আসন চেয়েছিলাম ৷ কিন্তু, তারা আমাদের মাত্র একটি আসন ছেড়েছে ৷ যার ফলে আমাদেরও প্রার্থী দিতে হয়েছে ৷ সেই মত আমরা আমাদের সাংগঠনিক শক্তি যাচাই করে দেখে বামফ্রন্টের জন্য দু’টি আসন ছেড়েছি ৷’’ সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার জানিয়েছেন, ‘‘আসনভিত্তিক কিছু সমঝোতা তো আমাদের মধ্যে হয়েছে ৷ সেটা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে খুব ভালভাবেই হয়েছে ৷ সাংগঠনিক শক্তি অনুযায়ী যদি বাকি আসনে দুই দলের প্রার্থী থাকলে ভাল হয়, তবে সেই ভাবেই লড়াই করা হবে ৷’’

আরও পড়ুন : Siliguri Mahakuma Parishad Election 2022: শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ সম্ভবত 29 জুন

দীর্ঘ টানাপোড়েনের পরও বলা যেতে পারে আসন সমঝোতা করতে কিছুটা হলেও ব্যর্থ হল বাম ও কংগ্রেস শিবির ৷ তবে, দুই শিবিরের নেতৃত্ব এখনও দাবি করছে মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাবেন ৷ তবে, আসন সমঝোতায় জট কাটায় অস্বস্তিতে দুই শিবিরই ৷ প্রসঙ্গত, বামেরা ফাঁসিদেওয়ার 7 নম্বর আসন কংগ্রেসের জন্য ছেড়েছে ৷ একইভাবে কংগ্রেসও নকশালবাড়ির 1 নম্বর আসন এবং খড়িবাড়ির 6 নম্বর আসনটি বামেদের জন্য ছেড়ে দিয়েছে ৷ সেদিক থেকে মহকুমার সাতটি আসনে সিপিএমের সঙ্গে সম্মুখ সমরে কংগ্রেসও ৷

শিলিগুড়ি, 2 জুন : মহকুমা পরিষদ নির্বাচনে আসন সমঝোতা হল না বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে ৷ যার পরে শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের লড়াই কিছু আসনে চতুর্মুখী হতে চলেছে ৷ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে কিছু আসনে বামফ্রন্ট ও কংগ্রেস শিবির আসন সমঝোতা করেছে ৷ বাঁধ সাধল মহকুমা পরিষদের আসনে (Left Congress Compromise in Only 3 Seats of SMP Election 2022) ৷

মহকুমা পরিষদের (SMP Election 2022) নয়টি আসনের মধ্যে বামেরা আটটি আসনে প্রার্থী দিয়েছে ৷ কংগ্রেস দিয়েছে সাতটি আসনে ৷ বামেদের কাছে কংগ্রেস তিনটি আসন চাইলেও তা ছাড়তে নারাজ বামেরা ৷ ফলে কংগ্রেসের কপালে জোটে একটি আসন ৷ পালটা কংগ্রেসও বামেদের মাত্র দু’টি আসন ছাড়ে ৷ ফলে দুই শিবিরের অনমনীয় মনোভাবে অস্তাচলে আসন সমঝোতা ৷
শিলিগুড়ি প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি শঙ্কর মালাকার বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে হারাতে একক শক্তি কংগ্রেসেরও নেই আর বামফ্রন্টেরও নেই ৷ আমরা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা করতে সক্ষম হলেও, শিলিগুড়ি মহকুমা পরিষদে আসন সমঝোতা হচ্ছে না সেটা স্পষ্ট ৷ ফলে সব মিলিয়ে যে আসন সমঝোতা হওয়া উচিত, সেটা হয়নি ৷’’

তিনি জানান, ‘‘আমরা বামফ্রন্টের কাছে মহকুমা পরিষদের তিনটি আসন চেয়েছিলাম ৷ কিন্তু, তারা আমাদের মাত্র একটি আসন ছেড়েছে ৷ যার ফলে আমাদেরও প্রার্থী দিতে হয়েছে ৷ সেই মত আমরা আমাদের সাংগঠনিক শক্তি যাচাই করে দেখে বামফ্রন্টের জন্য দু’টি আসন ছেড়েছি ৷’’ সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য জীবেশ সরকার জানিয়েছেন, ‘‘আসনভিত্তিক কিছু সমঝোতা তো আমাদের মধ্যে হয়েছে ৷ সেটা গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে খুব ভালভাবেই হয়েছে ৷ সাংগঠনিক শক্তি অনুযায়ী যদি বাকি আসনে দুই দলের প্রার্থী থাকলে ভাল হয়, তবে সেই ভাবেই লড়াই করা হবে ৷’’

আরও পড়ুন : Siliguri Mahakuma Parishad Election 2022: শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ সম্ভবত 29 জুন

দীর্ঘ টানাপোড়েনের পরও বলা যেতে পারে আসন সমঝোতা করতে কিছুটা হলেও ব্যর্থ হল বাম ও কংগ্রেস শিবির ৷ তবে, দুই শিবিরের নেতৃত্ব এখনও দাবি করছে মনোনয়ন প্রত্যাহার পর্যন্ত তারা আলোচনা চালিয়ে যাবেন ৷ তবে, আসন সমঝোতায় জট কাটায় অস্বস্তিতে দুই শিবিরই ৷ প্রসঙ্গত, বামেরা ফাঁসিদেওয়ার 7 নম্বর আসন কংগ্রেসের জন্য ছেড়েছে ৷ একইভাবে কংগ্রেসও নকশালবাড়ির 1 নম্বর আসন এবং খড়িবাড়ির 6 নম্বর আসনটি বামেদের জন্য ছেড়ে দিয়েছে ৷ সেদিক থেকে মহকুমার সাতটি আসনে সিপিএমের সঙ্গে সম্মুখ সমরে কংগ্রেসও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.