ETV Bharat / city

Kanchenjunga Stadium : দীর্ঘদিনের দাবি পূরণ, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হাতে নিল রাজ্য সরকার - কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অধিগ্রহণ করল রাজ্য সরকার

বহু পুরানো ও বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি বিজড়িত শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম ক্রমশই জীর্ণ হয়ে পড়ছিল ৷ ক্রীড়াপ্রেমীরা রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন স্টেডিয়ামটি অধিগ্রহণ করার ৷ অবশেষে তাঁদের দাবি মেনে তা অধিগ্রহণের নির্দেশিকা জারি করল রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর ৷

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
author img

By

Published : Sep 6, 2021, 8:29 PM IST

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর : ক্রীড়ামহলের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অধিগ্রহণ করল রাজ্য সরকার । ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফে সে বিষয়ে নির্দেশিকাও জারি করেছে । রাজ্যের এই পদক্ষেপে খুশির হাওয়া ক্রীড়ামহলে ।

এতদিন শিলিগুড়ি মহকুমাশাসকের তত্ত্বাবধানে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের জন্য থাকা কমিটিই স্টেডিয়ামের খেলাধুলা থেকে সংস্কার ও মেরামতি-সহ যাবতীয় কাজ করত । রাজ্য সরকার সরাসরি এই বিষয়ে কোনও হস্তক্ষেপ না করায় এত বড় স্টেডিয়াম দেখভাল করতে বেশ বেগ পেতে হত কমিটিকে । কিন্তু তার মধ্যেও এই স্টেডিয়ামে রঞ্জি ট্রফি থেকে শুরু করে ডার্বি ও সুপার ডিভিশন লিগের মতো একাধিক খেলা হয়েছে ।

2004 সালে স্পোর্টস গ্যালারি উদ্বোধন করতে এখানে আসেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷ তাঁর সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলি ও ইরফান পাঠান ৷ এছাড়াও এই স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল, ফুটবলের জাদুকর মারাদোনা ও মিঠুন চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছিলেন । কিন্তু বর্তমানে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে স্টেডিয়ামের হাল ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে ।

আরও পড়ুন : Privatization of Toy Train : বেসরকারিকরণের পথে ঐতিহ্যবাহী টয়ট্রেন, প্রতিবাদের উত্তাপ পাহাড়ে

গ্যালারি থেকে মাঠ ৷ প্লেয়ারদের বিশ্রামঘর থেকে আবাসন । সব কিছুরই প্রায় ভগ্নপ্রায় দশা ৷ এসবের দিকে নজর দিয়েই স্টেডিয়ামটিকে রাজ্য সরকারের কাছে হস্তান্তরের দাবি ওঠে । এটি রক্ষণাবেক্ষণের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় ক্রীড়ামহল । সেই দাবি মেনে নিয়ে নির্বাচনের পালা মিটতেই স্টেডিয়ামটি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর । এখন রাজ্য সরকারের হাত ধরে শুধু উত্তরবঙ্গের নয়, উত্তর-পূর্ব ভারতের অন্যতম এই স্টেডিয়ামটির হাল ফিরবে বলেই আশা সকলের । ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দার্জিলিং জেলার আধিকারিক মহেশ বর্মনকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে । শুধু তাই নয়, অধিগ্রহণ করার পাশাপাশি 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্টেডিয়ামের উন্নয়নে ।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অধিগ্রহণ করল রাজ্য সরকার

এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কার্যকরী কমিটির সদস্য মনোজ ভার্মা বলেন, "আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে স্টেডিয়ামটি রাজ্য সরকার অধিগ্রহণ করে । তাতে স্টেডিয়ামের বেহাল দশা কাটবে । আমাদের দাবি মানায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ।"

আরও পড়ুন : Drugs recovered : রাজধানী এক্সপ্রেসে 20 কোটির হেরোইন, নগদ 62 লাখ; গ্রেফতার দুই মহিলা সহ 3

দার্জিলিং জেলার ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের আধিকারিক মহেশ বর্মন জানান, রাজ্য সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে । যেমন নির্দেশ আসবে সেই মতো কাজ হবে ।

রাজ্য সরকারের অধিগ্রহণ প্রসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য কমল আগরওয়াল বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই স্টেডিয়ামকে অধিগ্রহণ করার জন্য ৷ স্টেডিয়াম কমিটির পক্ষে এত বড় ও গুরুত্বপূর্ণ স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল ৷ রাজ্য সরকার নিজের হাতে নেওয়ায় তা এখন অত্যাধুনিক স্টেডিয়ামে পরিণত হবে ৷"

আরও পড়ুন : kalimpong shiva-temple : কালিম্পংয়ের শিবমন্দিরকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আবেদন

শিলিগুড়ি, 6 সেপ্টেম্বর : ক্রীড়ামহলের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে অবশেষে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অধিগ্রহণ করল রাজ্য সরকার । ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের তরফে সে বিষয়ে নির্দেশিকাও জারি করেছে । রাজ্যের এই পদক্ষেপে খুশির হাওয়া ক্রীড়ামহলে ।

এতদিন শিলিগুড়ি মহকুমাশাসকের তত্ত্বাবধানে স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের জন্য থাকা কমিটিই স্টেডিয়ামের খেলাধুলা থেকে সংস্কার ও মেরামতি-সহ যাবতীয় কাজ করত । রাজ্য সরকার সরাসরি এই বিষয়ে কোনও হস্তক্ষেপ না করায় এত বড় স্টেডিয়াম দেখভাল করতে বেশ বেগ পেতে হত কমিটিকে । কিন্তু তার মধ্যেও এই স্টেডিয়ামে রঞ্জি ট্রফি থেকে শুরু করে ডার্বি ও সুপার ডিভিশন লিগের মতো একাধিক খেলা হয়েছে ।

2004 সালে স্পোর্টস গ্যালারি উদ্বোধন করতে এখানে আসেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রাহুল দ্রাবিড় ৷ তাঁর সঙ্গে ছিলেন সৌরভ গাঙ্গুলি ও ইরফান পাঠান ৷ এছাড়াও এই স্টেডিয়ামে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দল, ফুটবলের জাদুকর মারাদোনা ও মিঠুন চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব এসেছিলেন । কিন্তু বর্তমানে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে স্টেডিয়ামের হাল ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে ।

আরও পড়ুন : Privatization of Toy Train : বেসরকারিকরণের পথে ঐতিহ্যবাহী টয়ট্রেন, প্রতিবাদের উত্তাপ পাহাড়ে

গ্যালারি থেকে মাঠ ৷ প্লেয়ারদের বিশ্রামঘর থেকে আবাসন । সব কিছুরই প্রায় ভগ্নপ্রায় দশা ৷ এসবের দিকে নজর দিয়েই স্টেডিয়ামটিকে রাজ্য সরকারের কাছে হস্তান্তরের দাবি ওঠে । এটি রক্ষণাবেক্ষণের জন্য মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয় ক্রীড়ামহল । সেই দাবি মেনে নিয়ে নির্বাচনের পালা মিটতেই স্টেডিয়ামটি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতর । এখন রাজ্য সরকারের হাত ধরে শুধু উত্তরবঙ্গের নয়, উত্তর-পূর্ব ভারতের অন্যতম এই স্টেডিয়ামটির হাল ফিরবে বলেই আশা সকলের । ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের দার্জিলিং জেলার আধিকারিক মহেশ বর্মনকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে । শুধু তাই নয়, অধিগ্রহণ করার পাশাপাশি 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্টেডিয়ামের উন্নয়নে ।

শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম অধিগ্রহণ করল রাজ্য সরকার

এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদের কার্যকরী কমিটির সদস্য মনোজ ভার্মা বলেন, "আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে স্টেডিয়ামটি রাজ্য সরকার অধিগ্রহণ করে । তাতে স্টেডিয়ামের বেহাল দশা কাটবে । আমাদের দাবি মানায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই ।"

আরও পড়ুন : Drugs recovered : রাজধানী এক্সপ্রেসে 20 কোটির হেরোইন, নগদ 62 লাখ; গ্রেফতার দুই মহিলা সহ 3

দার্জিলিং জেলার ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের আধিকারিক মহেশ বর্মন জানান, রাজ্য সরকার ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে । যেমন নির্দেশ আসবে সেই মতো কাজ হবে ।

রাজ্য সরকারের অধিগ্রহণ প্রসঙ্গে শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য কমল আগরওয়াল বলেন, "মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই স্টেডিয়ামকে অধিগ্রহণ করার জন্য ৷ স্টেডিয়াম কমিটির পক্ষে এত বড় ও গুরুত্বপূর্ণ স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ করতে বেশ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল ৷ রাজ্য সরকার নিজের হাতে নেওয়ায় তা এখন অত্যাধুনিক স্টেডিয়ামে পরিণত হবে ৷"

আরও পড়ুন : kalimpong shiva-temple : কালিম্পংয়ের শিবমন্দিরকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার আবেদন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.