ETV Bharat / city

উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগে সরব সংখ্যালঘুরা, মিমে যোগদানের হুঁশিয়ারি - অরূপ বিশ্বাস

আগামী সাত দিনের মধ্যে দাবিপূরণ না হলে মিমে যোগদান। আজ সাংবাদিক বৈঠক থেকে হুঁশিয়ারি ইসলামিয়া সোসাইটির ৷

মিম
মিম
author img

By

Published : Dec 5, 2020, 1:33 PM IST

শিলিগুড়ি, 5 ডিসেম্বর : এবার উত্তরবঙ্গেও সংখ্যালঘুদের একটা বড় অংশ নিজেদের দাবি পূরণ না হলে আগামী দিনে মিমে যোগ দিতে পারে । আর তা হলে আসন্ন নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের শাসক দলই ।

আজ শিলিগুড়িতে ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোসাইটির নেতারা জানান, উত্তরবঙ্গে সংখ্যালঘুরা বঞ্চিত । বারবার রাজ্যের শাসক দলের নেতাদের জানিয়েও বঞ্চনার অবসান হয়নি । সংগঠনের তরফে সভাপতি কাদের আলি, সাধারণ সম্পাদক মহম্মদ মিজানুর রহমানেরা বলেন, নতুন করে অনুমোদিত মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম । এছাড়া ভাতা হিসেবে যে অর্থ দেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা বাড়ানোর দাবি জানাচ্ছি আমরা । পাশাপাশি উত্তরবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠন করতে হবে ।

আরও পড়ুন:বাংলাতে BJP-কে রুখতে তৃণমূলকে জোটের আহ্বান AIMIM-র

এ বিষয়ে আগেও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গেও আলোচনা করেছিলেন ইসলামিয়া সোসাইটির নেতারা । সভাপতি কাদের আলি বলেন, মুখ্যমন্ত্রী আগে এ নিয়ে আমাদের কথা দিয়েছিলেন । কিন্তু তা পূরণ করা হয়নি । আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেও গত জুলাই মাস থেকেই সরকারের সঙ্গে আমাদের দূরত্ব বেড়েছে । আগামী সাত দিনের মধ্যে আমাদের দাবিপূরণ না হলে আমরা মিমে যোগদান করব । পাশাপাশি, উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে অন্তত 30 থেকে 40টি আসনে লড়াই করার কথাও বলেন তিনি ।

শিলিগুড়ি, 5 ডিসেম্বর : এবার উত্তরবঙ্গেও সংখ্যালঘুদের একটা বড় অংশ নিজেদের দাবি পূরণ না হলে আগামী দিনে মিমে যোগ দিতে পারে । আর তা হলে আসন্ন নির্বাচনে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের শাসক দলই ।

আজ শিলিগুড়িতে ডুয়ার্স মিল্লাতে ইসলামিয়া সোসাইটির নেতারা জানান, উত্তরবঙ্গে সংখ্যালঘুরা বঞ্চিত । বারবার রাজ্যের শাসক দলের নেতাদের জানিয়েও বঞ্চনার অবসান হয়নি । সংগঠনের তরফে সভাপতি কাদের আলি, সাধারণ সম্পাদক মহম্মদ মিজানুর রহমানেরা বলেন, নতুন করে অনুমোদিত মাদ্রাসার সংখ্যা অত্যন্ত কম । এছাড়া ভাতা হিসেবে যে অর্থ দেওয়া হচ্ছে তাও যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতা বাড়ানোর দাবি জানাচ্ছি আমরা । পাশাপাশি উত্তরবঙ্গে সংখ্যালঘু উন্নয়ন বোর্ড গঠন করতে হবে ।

আরও পড়ুন:বাংলাতে BJP-কে রুখতে তৃণমূলকে জোটের আহ্বান AIMIM-র

এ বিষয়ে আগেও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর সঙ্গেও আলোচনা করেছিলেন ইসলামিয়া সোসাইটির নেতারা । সভাপতি কাদের আলি বলেন, মুখ্যমন্ত্রী আগে এ নিয়ে আমাদের কথা দিয়েছিলেন । কিন্তু তা পূরণ করা হয়নি । আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলেও গত জুলাই মাস থেকেই সরকারের সঙ্গে আমাদের দূরত্ব বেড়েছে । আগামী সাত দিনের মধ্যে আমাদের দাবিপূরণ না হলে আমরা মিমে যোগদান করব । পাশাপাশি, উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে অন্তত 30 থেকে 40টি আসনে লড়াই করার কথাও বলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.