ETV Bharat / city

NB Industry Meet : উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে 10 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব - NB Industry Meet

বুধবার শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পী হাটে রাজ্য সরকার শিল্প সম্মেলনের আয়োজন করেছিল (North Bengal Industry Meet at Siliguri) । সেখানেই শিল্পপতিরা 10 হাজার কোটি টাকার লগ্নির প্রস্তাব দিয়েছেন (Industrialist of North Bengal give investment proposal to Mamata Govt) ৷

industrialist-of-north-bengal-give-investment-proposal-to-mamata-govt
NB Industry Meet : উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে 10 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব
author img

By

Published : Feb 16, 2022, 4:58 PM IST

শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে 10 হাজার কোটি টাকার লগ্নির প্রস্তাব দেওয়া হল শিল্পপতিদের তরফে (Industrialist of North Bengal give investment proposal to Mamata Govt) । এতে উচ্ছসিত রাজ্য সরকার ।

বুধবার শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পী হাটে রাজ্য সরকারের তরফে শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল (North Bengal Industry Meet at Siliguri) । উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উত্তরবঙ্গের আট জেলার বহু শিল্পপতি, জেলাশাসক ও বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা ৷ মূলত উত্তরবঙ্গের বিভিন্ন শিল্প বিনিয়োগ ও সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় । উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিল্পতালুক তৈরি নিয়েও আলোচনা হয়েছে । কোচবিহারে শিল্পতালুক তৈরি হচ্ছে । বিশেষ জোর দেওয়া হয়েছে হসপিটালিটি, ফোক ট্যুরিজম, লেবার ট্যুরিজম ও টি ট্যুরিজমে ।

এদিন দার্জিলিং, কালিম্পঙের মতো বিভিন্ন জেলাগুলিতেও হোম স্টে বানিয়ে পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন মুখ্যসচিব । মূলত, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হোম স্টে বানাতে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি । প্রতিটি জেলার জেলাশাসকদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে ।

উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে 10 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

অন্যদিকে এ দিন বেশকিছু শিল্পপতিদের তরফে কিছু সমস্যার কথা তুলে ধরা হয় । রাস্তা, বিদ্যুৎ, জমির দখলের সমস্যার কথাও এসেছে সেখানে । সেগুলি সমাধানের কথা বলেছেন মুখ্যসচিব । প্রতিটি জেলায় সেক্টর কমিটিও তৈরি করা হচ্ছে । যে কমিটি বিভিন্ন প্রস্তাবগুলি যেমন দেখবে, তেমনই শিল্পপতিদের সমস্যাগুলিকেও খতিয়ে দেখবে বলে জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

কনফেডারেশান অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি সঞ্জয় টিব্রুওয়াল বলেন, "এদিনের সভা থেকে বণিকরা প্রস্তাব দিয়েছে। 42টি প্রস্তাব এসেছে । অনেক লগ্নি প্রক্রিয়ায় রয়েছে । শিল্পপতিদের কিছু সমস্যা এদিন সরাসরি সচিবকে জানানো হয়েছে । সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ।"

আরও পড়ুন : ''চমকটা চোখেই দেখবেন,'' শিল্প সম্মেলন প্রসঙ্গে মন্তব্য অমিতের

শিলিগুড়ি, 16 ফেব্রুয়ারি : উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে 10 হাজার কোটি টাকার লগ্নির প্রস্তাব দেওয়া হল শিল্পপতিদের তরফে (Industrialist of North Bengal give investment proposal to Mamata Govt) । এতে উচ্ছসিত রাজ্য সরকার ।

বুধবার শিলিগুড়ির বিশ্ববাংলা শিল্পী হাটে রাজ্য সরকারের তরফে শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছিল (North Bengal Industry Meet at Siliguri) । উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উত্তরবঙ্গের আট জেলার বহু শিল্পপতি, জেলাশাসক ও বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা ৷ মূলত উত্তরবঙ্গের বিভিন্ন শিল্প বিনিয়োগ ও সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় । উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শিল্পতালুক তৈরি নিয়েও আলোচনা হয়েছে । কোচবিহারে শিল্পতালুক তৈরি হচ্ছে । বিশেষ জোর দেওয়া হয়েছে হসপিটালিটি, ফোক ট্যুরিজম, লেবার ট্যুরিজম ও টি ট্যুরিজমে ।

এদিন দার্জিলিং, কালিম্পঙের মতো বিভিন্ন জেলাগুলিতেও হোম স্টে বানিয়ে পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন মুখ্যসচিব । মূলত, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হোম স্টে বানাতে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন তিনি । প্রতিটি জেলার জেলাশাসকদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে ।

উত্তরবঙ্গের শিল্প সম্মেলনে 10 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

অন্যদিকে এ দিন বেশকিছু শিল্পপতিদের তরফে কিছু সমস্যার কথা তুলে ধরা হয় । রাস্তা, বিদ্যুৎ, জমির দখলের সমস্যার কথাও এসেছে সেখানে । সেগুলি সমাধানের কথা বলেছেন মুখ্যসচিব । প্রতিটি জেলায় সেক্টর কমিটিও তৈরি করা হচ্ছে । যে কমিটি বিভিন্ন প্রস্তাবগুলি যেমন দেখবে, তেমনই শিল্পপতিদের সমস্যাগুলিকেও খতিয়ে দেখবে বলে জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷

কনফেডারেশান অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সভাপতি সঞ্জয় টিব্রুওয়াল বলেন, "এদিনের সভা থেকে বণিকরা প্রস্তাব দিয়েছে। 42টি প্রস্তাব এসেছে । অনেক লগ্নি প্রক্রিয়ায় রয়েছে । শিল্পপতিদের কিছু সমস্যা এদিন সরাসরি সচিবকে জানানো হয়েছে । সেগুলি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ।"

আরও পড়ুন : ''চমকটা চোখেই দেখবেন,'' শিল্প সম্মেলন প্রসঙ্গে মন্তব্য অমিতের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.