ETV Bharat / city

নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার, শিলিগুড়িতে গ্রেপ্তার ABVP সদস্যরা - নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার

আজ ABVP সদস্যরা নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল ৷ কর্মসূচি চলাকালীন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের ।

in Support of CAA campaigning by ABVP supporter in Siliguri, arrest many
নাগরিকত্ব আইনের সমর্থনে প্রচার
author img

By

Published : Dec 20, 2019, 4:22 PM IST

শিলিগুড়ি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার কর্মসূচিতে বাধা দিল পুলিশ ৷ আজ ABVP সদস্যরা আইনের সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল ৷ কর্মসূচি চলাকালীন বাঘাযতীন পার্ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের ।

এ প্রসঙ্গে ABVP সদস্যদের বক্তব্য, যখন এই আইনের বিরোধিতা করে রাজ্যজুড়ে বিক্ষোভকারীরা রেলের সম্পত্তি, সরকারের সম্পত্তি নষ্ট করেছে তখন রাজ্যের পুলিশ ও পুলিশমন্ত্রীকে সক্রিয় হতে দেখা যায়নি ৷ কিন্তু আজ যখন দেশের আইনের সমর্থনে প্রচার চালানো হচ্ছে পুলিশ তখন তাদের তুলে নিয়ে যাচ্ছে ৷ আজ প্রায় 20 জন ABVP সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এক ABVP সদস্য বলেন, "এটা এখন আইন হয়ে গেছে ৷ আমরা চাই খুব তাড়াতাড়ি কার্যকরী হোক ৷ "

দেখুন ভিডিয়ো...

উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন 2019 আইনের প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ দেশজুড়ে বিক্ষোভকারীরা দফায় দফায় রেল, রোড অবরোধ করে ৷ বাস, স্কুলবাস, অন্যান্য যানবাহনে আগুন লাগিয়ে দেয় ৷ পুলিশকে লক্ষ্য ইট-পাথর ছোড়ে ৷ কোনও কোনও জায়গায় বিক্ষোভ হিংসার রূপ নেয় ৷ কর্নাটক ও উত্তরপ্রদেশে তিনজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে ৷ জখম একাধিক ৷ পথে নেমে প্রতিবাদে সামিল রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও ৷

শিলিগুড়ি, 20 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে প্রচার কর্মসূচিতে বাধা দিল পুলিশ ৷ আজ ABVP সদস্যরা আইনের সমর্থনে প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল ৷ কর্মসূচি চলাকালীন বাঘাযতীন পার্ক থেকে গ্রেপ্তার করা হয় তাদের ।

এ প্রসঙ্গে ABVP সদস্যদের বক্তব্য, যখন এই আইনের বিরোধিতা করে রাজ্যজুড়ে বিক্ষোভকারীরা রেলের সম্পত্তি, সরকারের সম্পত্তি নষ্ট করেছে তখন রাজ্যের পুলিশ ও পুলিশমন্ত্রীকে সক্রিয় হতে দেখা যায়নি ৷ কিন্তু আজ যখন দেশের আইনের সমর্থনে প্রচার চালানো হচ্ছে পুলিশ তখন তাদের তুলে নিয়ে যাচ্ছে ৷ আজ প্রায় 20 জন ABVP সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে ৷ এক ABVP সদস্য বলেন, "এটা এখন আইন হয়ে গেছে ৷ আমরা চাই খুব তাড়াতাড়ি কার্যকরী হোক ৷ "

দেখুন ভিডিয়ো...

উল্লেখ্য নাগরিকত্ব সংশোধনী আইন 2019 আইনের প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ দেশজুড়ে বিক্ষোভকারীরা দফায় দফায় রেল, রোড অবরোধ করে ৷ বাস, স্কুলবাস, অন্যান্য যানবাহনে আগুন লাগিয়ে দেয় ৷ পুলিশকে লক্ষ্য ইট-পাথর ছোড়ে ৷ কোনও কোনও জায়গায় বিক্ষোভ হিংসার রূপ নেয় ৷ কর্নাটক ও উত্তরপ্রদেশে তিনজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে ৷ জখম একাধিক ৷ পথে নেমে প্রতিবাদে সামিল রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও ৷

Intro:নাগরিকত্ব আইনের পক্ষে প্রচার কর্মসূচিতে বাধা দিল পুলিশ। আজ শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এবিভিপির কর্মসূচী কার্যত ভেস্তে দেন পুলিশকর্মীরা। গ্রেপ্তার করা হয় এবিভিপি সমর্থকদের।


Body:দেশের জাতীয় পতাকা এবং নাগরিকত্ব আইন এর পক্ষে পোস্টার হাতে নিয়ে শিলিগুড়ি বাঘাযতীন পার্কে জড়ো হয়েছিলেন কয়েকজন এবিভিপি সমর্থক। খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী সেখানে গিয়ে হাজির হয়। টেনে-হিঁচড়ে তাদের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এবিভিপি কর্মী-সমর্থকরা বলেন পুলিশ অত্যাচার চালাচ্ছে। দেশের আইনের পক্ষে জাতীয় পতাকা নিয়ে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। অথচ রাজ্যজুড়ে কিছু মানুষ বিশৃঙ্খলা তৈরি করছেন সেখানে কার্যত পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এর প্রতিবাদ হবেই। নাগরিকত্ব আইন এ রাজ্যেও কার্যকর হবেই।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.