ETV Bharat / city

2021 নয়, 2056 সালের জন্য প্রস্তুতি নিক BJP : জ্যোতিপ্রিয় - TMC workers surrounds Dilip Ghosh's in sodepur

আজ যা ঘটেছে তা মুকুল রায়, অর্জুন সিং বনাম দিলীপ ঘোষের লড়াই । নব্য BJP-র সঙ্গে পুরাতন BJP-র লড়াই । এ লড়াইয়ে তৃণমূল যোগ নেই । অসভ্য বর্বর দলের নাম ভারতীয় জনতা পার্টি । সোদপুরে BJP-তৃণমূল সংঘর্ষ নিয়ে মন্তব্য তৃণমূলের উত্তর 24 পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের ।

TMC BJP clash in sodepur
জ্যোতিপ্রিয় মল্লিক
author img

By

Published : Nov 30, 2019, 6:13 PM IST

শিলিগুড়ি, 30 নভেম্বর : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জেলা সফর ঘিরে ধুন্ধুমার উত্তর 24 পরগনার সোদপুর । BJP পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আজ যা ঘটেছে তা মুকুল রায়, অর্জুন সিং বনাম দিলীপ ঘোষের লড়াই । নব্য BJP-র সঙ্গে পুরাতন BJP-র লড়াই । অসভ্য বর্বর দলের নাম ভারতীয় জনতা পার্টি । এ লড়াইয়ে তৃণমূলের যোগ নেই । 2021 সালে 5 টা আসনেও জিতবে না BJP ।" শিলিগুড়িতে উত্তরকন্যায় খাদ্য দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্তব্য করেন তিনি ।

তিনি আরও বলেন, "অর্জুন সিং ভয় পেয়েছে । আগামী 4 ডিসেম্বর, ভাটাপাড়া পৌরসভার দখল নেবে তৃণমূল । 6 ডিসেম্বর আমরা অনাস্থা প্রস্তাব জমা দেব । তাই সেখানে BJP-র নিজেদের মধ্যে গন্ডগোল মাথাচাড়া দিয়েছে । আজকে যেই গন্ডগোল হয়েছে তাতে টালি ভাঙা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ বেশ কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন ।"

দেখুন ভিডিয়ো...
এই সংক্রান্ত খবর : দিলীপ ঘোষের সফর ঘিরে ধুন্ধুমার সোদপুর, লাঠিচার্জ

তিনি আরও বলেন, "আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, CCTV ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেপ্তার করবে । কেউ আইনে হস্তক্ষেপ করতে পারবে না । ওদের (BJP) 2056 সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ।"

শিলিগুড়ি, 30 নভেম্বর : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের জেলা সফর ঘিরে ধুন্ধুমার উত্তর 24 পরগনার সোদপুর । BJP পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । উত্তর 24 পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "আজ যা ঘটেছে তা মুকুল রায়, অর্জুন সিং বনাম দিলীপ ঘোষের লড়াই । নব্য BJP-র সঙ্গে পুরাতন BJP-র লড়াই । অসভ্য বর্বর দলের নাম ভারতীয় জনতা পার্টি । এ লড়াইয়ে তৃণমূলের যোগ নেই । 2021 সালে 5 টা আসনেও জিতবে না BJP ।" শিলিগুড়িতে উত্তরকন্যায় খাদ্য দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্তব্য করেন তিনি ।

তিনি আরও বলেন, "অর্জুন সিং ভয় পেয়েছে । আগামী 4 ডিসেম্বর, ভাটাপাড়া পৌরসভার দখল নেবে তৃণমূল । 6 ডিসেম্বর আমরা অনাস্থা প্রস্তাব জমা দেব । তাই সেখানে BJP-র নিজেদের মধ্যে গন্ডগোল মাথাচাড়া দিয়েছে । আজকে যেই গন্ডগোল হয়েছে তাতে টালি ভাঙা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে ৷ বেশ কয়েকজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন ।"

দেখুন ভিডিয়ো...
এই সংক্রান্ত খবর : দিলীপ ঘোষের সফর ঘিরে ধুন্ধুমার সোদপুর, লাঠিচার্জ

তিনি আরও বলেন, "আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, CCTV ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেপ্তার করবে । কেউ আইনে হস্তক্ষেপ করতে পারবে না । ওদের (BJP) 2056 সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া উচিত ।"

Intro:সোদপুরে আজ যা হয়েছে তা কার্যত মুকুল রায় এবং অর্জুন সিং ও দিলীপ ঘোষের লড়াই। এরমধ্যে তৃণমূলের কেউ জড়িত নয়। আজ শিলিগুড়িতে মন্তব্য খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। তিনি বলেন বিজেপির লজ্জা নেই। ওদের উচিত 2056 সালের জন্য প্রস্তুতি নেওয়া, 2021 সালের জন্য নয়।


Body:শিলিগুড়ি উত্তর কন্যায় বিভাগীয় কর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আসলে ওই এলাকায় পুরসভার দখল নেবে তৃণমূল। অনাস্থা আনব আমরা। সেখানে তাই বিজেপির নিজেদের মধ্যে আভ্যন্তরীণ গন্ডগোল মাথাচাড়া দিয়েছে। আজকে যে গন্ডগোল হয়েছে তাতে বেশ কিছু অটো টোটো ইত্যাদি ভাঙ্গা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি সিসিটিভি ফুটেজ দেখে প্রত্যেককে গ্রেপ্তার করুন। কোন রাজনৈতিক হস্তক্ষেপ হবে না। জ্যোতিপ্রিয় বলেন দিলীপ ঘোষের মাতব্বরির ফল হাতেনাতে পাবে। কখনো কুৎসিত কথা বলছেন, কখনও বলছেন কাউকে শ্মশানে পাঠাবেন। কখনও বলছেন কাউকে পুঁতে দেব। 2021 এ ওরা পাঁচটা আসনেও জিতবে না। ওদের উচিত 2056 সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.