ETV Bharat / city

HS Failed Students Agitation : 'দিদি চাকরি দিতে পারবে না', আজব যুক্তি সাজিয়ে উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণদের বিক্ষোভ শিলিগুড়ির স্কুলে - HS failed students from Siliguri show agitation in protest against state government

দিদি চাকরি দিতে পারবে না , তাই ফেল করানো হয়েছে ৷ এমনই আজব যুক্তি সাজিয়ে শিলিগুড়ির একটি স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্রীদের ৷ উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণদের বিক্ষোভে শনিবার চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি বাল্মিকী বিদ্যাপীঠের স্কুলে বিক্ষোভ দেখায়।

HS Failed Students Agitation
আজব যুক্তি সাজিয়ে উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণদের বিক্ষোভ শিলিগুড়ির স্কুলে
author img

By

Published : Jun 11, 2022, 4:09 PM IST

শিলিগুড়ি, 11 জুন : পাস করলে নাকি সরকার চাকরি দিতে অপারগ ৷ সে কারণেই তাদেরকে ফেল করানো হয়েছে ৷ দিদি চাকরি দিতে পারবে না ৷ এমনই আজব যুক্তি সাজিয়ে শিলিগুড়ির একটি স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্রীদের ৷ উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণদের বিক্ষোভে শনিবার চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি বাল্মিকী বিদ্যাপীঠের স্কুলে বিক্ষোভ দেখায়। আর তাদের বিক্ষোভকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় (HS failed students from Siliguri show agitation in protest against state government) ।

শুক্রবারই ফলপ্রকাশ হয়েছে 2022 উচ্চমাধ্যমিকের ৷ মেধাতালিকায় জায়গা করে নিয়েছে 272 জন ৷ পাশাপাশি উচ্চমাধ্যমিকে পাশের হারও দারুণ ৷ এমনকী মেধাতালিকায় প্রথম স্থানে রয়েছে এক ছাত্রীও ৷ এত সাফল্যের মধ্যেও শিলিগুড়ি বাল্মীকি বিদ্যাপীঠের কয়েকজন পড়ুয়া অসফল হয়েছে এবারের উচ্চমাধ্যমিকে ৷ বিদ্যালয়ের 170 জন ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেও জনা তিরিশেক ছাত্রী পাশ করতে ব্যর্থ ৷ ফলাফল সামনে আসের পর থেকেই প্ল্যাকার্ড হাতে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে অনুত্তীর্ণ ছাত্রীরা ৷ ছাত্রীদের দাবি, একাদশ শ্রেণির মতো ন্যায্য নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হোক ৷ একইসঙ্গে রাজ্য সরকারের প্রতি বিষোদগার ছুড়ে দিয়ে আজব দাবি করে বসে তারা ৷

অনুত্তীর্ণ পরীক্ষার্থী দুর্গা সিং'য়ের দাবি, পাশ করলে আমাদের চাকরি দিতে পারবে না দেখেই দিদি আমাদের ফেল করিয়েছে। আমাদের পাশ করানো হোক ৷ আরেক ছাত্রী পুষ্পবালা সাহা জানায় , আমরা এখনও মার্কশিট হাতে পাইনি ৷ কীভাবে ফেল করলাম জানি না। পরীক্ষা আমাদের খুব ভাল হয়েছিল ৷ যারা ক্লাসে আসে না, আমাদের থেকে খারাপ পরীক্ষা দিয়েছে তাদের পাস করানো হয়েছে ৷ কিন্তু আমাদের ফেল করানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষও আমাদের পাশে দাঁড়াচ্ছে না।

আরও পড়ুন : বাড়িতে নেই বিদ্যুৎ, উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়ে নিজেই দীপ্তি ছড়াচ্ছেন সোনামুখীর অর্পিতা

স্কুলের প্রধান শিক্ষক অনুপ দাস বলেন, "এখানে আমাদের কিছু করার নেই। আমরা বোর্ডের নির্দেশমতো পরীক্ষা পরিচালনা করেছি। যাদের আপত্তি আছে তারা স্ক্রুটিনি করতে পারে ৷ প্রয়োজনে আদালতেও যেতে পারে।"

শিলিগুড়ি, 11 জুন : পাস করলে নাকি সরকার চাকরি দিতে অপারগ ৷ সে কারণেই তাদেরকে ফেল করানো হয়েছে ৷ দিদি চাকরি দিতে পারবে না ৷ এমনই আজব যুক্তি সাজিয়ে শিলিগুড়ির একটি স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্রীদের ৷ উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণদের বিক্ষোভে শনিবার চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি বাল্মিকী বিদ্যাপীঠের স্কুলে বিক্ষোভ দেখায়। আর তাদের বিক্ষোভকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় (HS failed students from Siliguri show agitation in protest against state government) ।

শুক্রবারই ফলপ্রকাশ হয়েছে 2022 উচ্চমাধ্যমিকের ৷ মেধাতালিকায় জায়গা করে নিয়েছে 272 জন ৷ পাশাপাশি উচ্চমাধ্যমিকে পাশের হারও দারুণ ৷ এমনকী মেধাতালিকায় প্রথম স্থানে রয়েছে এক ছাত্রীও ৷ এত সাফল্যের মধ্যেও শিলিগুড়ি বাল্মীকি বিদ্যাপীঠের কয়েকজন পড়ুয়া অসফল হয়েছে এবারের উচ্চমাধ্যমিকে ৷ বিদ্যালয়ের 170 জন ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেও জনা তিরিশেক ছাত্রী পাশ করতে ব্যর্থ ৷ ফলাফল সামনে আসের পর থেকেই প্ল্যাকার্ড হাতে স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে অনুত্তীর্ণ ছাত্রীরা ৷ ছাত্রীদের দাবি, একাদশ শ্রেণির মতো ন্যায্য নম্বর দিয়ে পাশ করিয়ে দেওয়া হোক ৷ একইসঙ্গে রাজ্য সরকারের প্রতি বিষোদগার ছুড়ে দিয়ে আজব দাবি করে বসে তারা ৷

অনুত্তীর্ণ পরীক্ষার্থী দুর্গা সিং'য়ের দাবি, পাশ করলে আমাদের চাকরি দিতে পারবে না দেখেই দিদি আমাদের ফেল করিয়েছে। আমাদের পাশ করানো হোক ৷ আরেক ছাত্রী পুষ্পবালা সাহা জানায় , আমরা এখনও মার্কশিট হাতে পাইনি ৷ কীভাবে ফেল করলাম জানি না। পরীক্ষা আমাদের খুব ভাল হয়েছিল ৷ যারা ক্লাসে আসে না, আমাদের থেকে খারাপ পরীক্ষা দিয়েছে তাদের পাস করানো হয়েছে ৷ কিন্তু আমাদের ফেল করানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষও আমাদের পাশে দাঁড়াচ্ছে না।

আরও পড়ুন : বাড়িতে নেই বিদ্যুৎ, উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়ে নিজেই দীপ্তি ছড়াচ্ছেন সোনামুখীর অর্পিতা

স্কুলের প্রধান শিক্ষক অনুপ দাস বলেন, "এখানে আমাদের কিছু করার নেই। আমরা বোর্ডের নির্দেশমতো পরীক্ষা পরিচালনা করেছি। যাদের আপত্তি আছে তারা স্ক্রুটিনি করতে পারে ৷ প্রয়োজনে আদালতেও যেতে পারে।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.