শিলিগুড়ি, 17 জুন : রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে দ্বিতীয় শিলিগুড়ির হিমাংশু শেখর । ভানুনগরের নির্মাণ বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্র তিনি । বাবা আয়কর বিভাগে কাজ করেন । আগামীতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে হিমাংশুর (Himangshu Sekhar clinch Second Position in WBJEE 2022) ।
উচ্চ মাধ্যমিকেও 96 শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি । সেবারও মেধাতালিকায় জায়গা পাওয়ার আশা ছিল তাঁর পরিবারের । সেই ইচ্ছে পূরণ না হলেও হিমাংশু বাজিমাত করলেন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় । তাঁর ইচ্ছে, এবার কম্পিউটার সায়েন্স পড়তে আইআইটিতে ভর্তি হওয়ার । হিমাংশু বলেন, "কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে । পরিবারের খুব সহযোগিতা পেয়েছি । এতো ভাল ফল করব ভাবতে পারিনি ।"
ফলাফলের বিষয়টি প্রথম সংবাদমাধ্যমের দ্বারাই জানতে পারেন বাবা শেখর কুমার । তারপর থেকেই তাঁর উচ্ছ্বাস বাধ মানছে না । তিনি বলেন, "খুশি ভাষায় বোঝাতে পারব না । জয়েন্টের আগে পড়াশুনো নিয়েই থাকত । মাঝে একটু গান ও গিটার চর্চা করত ।"
আরও পড়ুন : প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, ব়্যাংক পেয়েছে 98.5%
ছেলের অভাবনীয় ফলে চোখে খুশির জল মা স্বপ্না কুমারীরও । তিনি বলেন, "পড়াশুনোয় খুব ন্যাক ছিল । পড়াশুনো ছাড়াও মিউজিকে, বিশেষ করে গিটার বাজাতে খুব ভালবাসে । ওর এই সাফল্যে আমরা গর্বিত ।"