শিলিগুড়ি, 20 অগস্ট: স্কুল খোলার সময় হলেও খুলছিল না গেট । গেটের বাইরে অপেক্ষা করছিল পড়ুয়ারা । গেট খুলতে পাঁচিল টোপকে ভিতরে গিয়ে নিরাপত্তারক্ষীকে ডাকতে যেতেই চক্ষু চড়কগাছ ৷ ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় রয়েছে রাতের নিরাপত্তারক্ষী (Hanging body of security guard recovered from class room) ।
এরপরই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় । শনিবার সকালে শিলিগুড়ি পৌরনিগমের 37 নম্বর ওয়ার্ডের ঘোঘোমালি গার্লস হাইস্কুলের ঘটনা । আতঙ্কে শেষমেষ স্কুল ছুটিই দিয়ে দেন শিক্ষিকারা ।
জানা গিয়েছে, প্রতিদিন সাড়ে দশটা নাগাদ স্কুল খোলা হয় । কিন্তু এদিন দেখা যায় স্কুলের মূল গেট বন্ধ । অনেক ডাকাডাকির পরও দাড়া মিলছিল না নিরাপত্তারক্ষী অলোক দাসের । এরপর আরেক নিরাপত্তারক্ষী পাঁচিল টোপকে ঢোকে স্কুলের ভিতর । দেখা যায় একটি ক্লাসরুম বন্ধ রয়েছে । ভিতর থেকে গেট খুলে ঢুকে স্কুলের অশিক্ষক কর্মী ও শিক্ষিকারা গিয়ে ডাকাডাকি করেন । কিন্তু ভেতর থেকে সাড়া মেলেনি । পরে জানালা দিয়ে দেখা যায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে অলোক দাস । এরপরই পুলিশে খবর দেওয়া হয় । ভক্তিনগর থানার পুলিশ পৌঁছে দরজা ভেঙে ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, মৃত যুবক অলোক দাস গঙ্গারামপুরের বাসিন্দা । দিনে শহরের একটি গয়নার দোকানে কাজ করতেন তিনি । রাতে ওই স্কুলে নিরাপত্তারক্ষীর কাজ করতেন । তিনমাস যাবৎ ওই স্কুলে নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন । ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি ।
আরও পড়ুন: বালাসন সেতু বন্ধ থাকায় প্রাণ হাতে রেলব্রিজ দিয়ে যাতায়াত
স্কুলের টিচার ইন চার্জ দেবযানী ঘোষ দাস বলেন, "প্রায় 3-4 মাস ধরে ওই যুবক স্কুলে নিরাপত্তারক্ষীর কাজ করছিলেন । সকালে স্কুলে এসে ডাকাডাকি করার পরও দরজা না খোলার সন্দেহ হয় । এরপর পুলিশকে ডাকা হয় । পরে তাঁর দেহ উদ্ধার হয় ।"