ETV Bharat / city

ভোট মরশুমে জনসংযোগে জোর ‘দিদির দূত’ গৌতমের - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

শিলিগুড়িতে ‘দিদির দূত’ কর্মসূচি পালন করলেন গৌতম দেব৷ তাঁর দাবি, নির্বাচনী প্রচার নয়, জনসংযোগের উদ্দেশ্য়েই এই কর্মসূচিতে সামিল হয়েছেন তিনি৷

goutam deb participated in 'didir doot' campaign in siliguri
ভোট মরশুমে জনসংযোগে জোর ‘দিদির দূত’ গৌতমের
author img

By

Published : Feb 14, 2021, 3:05 PM IST

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি: ‘দিদির দূত’ কর্মসূচিকে সামনে কার্যত বিধানসভা নির্বাচনের প্রচারই শুরু করে দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। শনিবার শিলিগুড়ি পৌরনিগমের 42, 43 ও 44 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করেন গৌতম। পাশাপাশি, বেশ কয়েকটি জায়গায় দেওয়াল লিখনও করেন তিনি।

‘দুয়ারে সরকার’, ‘দিদিকে বলো’, ‘পাড়ায় পাড়ায় সমাধান’-এর মতো একাধিক কর্মসূচি নিজের বিধানসভা কেন্দ্রে পালন করেছেন মন্ত্রী গৌতম দেব৷ এমনকী, জনসংযোগের কাজে যাতে ব্যাঘাত না ঘটে, তারজন্য নিজের বিধানসভায় এলাকায় বাড়ি ভাড়াও নিয়েছেন ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল বিধায়ক৷

ওয়াকিবহাল মহলের মতে, উত্তরবঙ্গে ক্রমশ জোরালো হচ্ছে গেরুয়া হাওয়া৷ ভোট মরশুমে যা অজানা নয় প্রবীণ রাজনীতিকেরও৷ আর তাই সময় নষ্ট করতে নারাজ তিনি৷ ভোটের দিনক্ষণ ঘোষণার জন্য অপেক্ষা না করে এখন থেকেই শুরু করেছেন প্রচার৷ মন্ত্রী নিজে অবশ্য একথা মানতে চাননি৷ তিনি বলেন, ‘‘এটা নির্বাচনী প্রচার নয়, জনসংযোগ। তিনদিন ধরে এই কর্মসূচি চলবে।’’

আরও পড়ুন: মমতার ফোন পেয়ে ক্ষোভের ‘চ্যাপ্টার ক্লোজ’ গৌতমের

প্রসঙ্গত, 2016-এর বিধানসভা নির্বাচনে গৌতম দেব ২৪ হাজার ভোটে জিতেছিলেন৷ কিন্তু গত লোকসভা ভোটের নিরিখে ডাবগ্রাম-ফুলবাড়িতে ২৪ হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল৷ এই প্রতিকূলতা কাটাতেই আগেভাগে প্রচারের ময়দানে ঝাঁপাচ্ছেন তৃণমূলের এই প্রবীণ নেতা৷

শিলিগুড়ি, 14 ফেব্রুয়ারি: ‘দিদির দূত’ কর্মসূচিকে সামনে কার্যত বিধানসভা নির্বাচনের প্রচারই শুরু করে দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। শনিবার শিলিগুড়ি পৌরনিগমের 42, 43 ও 44 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি পালন করেন গৌতম। পাশাপাশি, বেশ কয়েকটি জায়গায় দেওয়াল লিখনও করেন তিনি।

‘দুয়ারে সরকার’, ‘দিদিকে বলো’, ‘পাড়ায় পাড়ায় সমাধান’-এর মতো একাধিক কর্মসূচি নিজের বিধানসভা কেন্দ্রে পালন করেছেন মন্ত্রী গৌতম দেব৷ এমনকী, জনসংযোগের কাজে যাতে ব্যাঘাত না ঘটে, তারজন্য নিজের বিধানসভায় এলাকায় বাড়ি ভাড়াও নিয়েছেন ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূল বিধায়ক৷

ওয়াকিবহাল মহলের মতে, উত্তরবঙ্গে ক্রমশ জোরালো হচ্ছে গেরুয়া হাওয়া৷ ভোট মরশুমে যা অজানা নয় প্রবীণ রাজনীতিকেরও৷ আর তাই সময় নষ্ট করতে নারাজ তিনি৷ ভোটের দিনক্ষণ ঘোষণার জন্য অপেক্ষা না করে এখন থেকেই শুরু করেছেন প্রচার৷ মন্ত্রী নিজে অবশ্য একথা মানতে চাননি৷ তিনি বলেন, ‘‘এটা নির্বাচনী প্রচার নয়, জনসংযোগ। তিনদিন ধরে এই কর্মসূচি চলবে।’’

আরও পড়ুন: মমতার ফোন পেয়ে ক্ষোভের ‘চ্যাপ্টার ক্লোজ’ গৌতমের

প্রসঙ্গত, 2016-এর বিধানসভা নির্বাচনে গৌতম দেব ২৪ হাজার ভোটে জিতেছিলেন৷ কিন্তু গত লোকসভা ভোটের নিরিখে ডাবগ্রাম-ফুলবাড়িতে ২৪ হাজার ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল৷ এই প্রতিকূলতা কাটাতেই আগেভাগে প্রচারের ময়দানে ঝাঁপাচ্ছেন তৃণমূলের এই প্রবীণ নেতা৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.