ETV Bharat / city

উত্তরবঙ্গ উৎসবে আসছেন মুখ্যমন্ত্রী, সভাস্থান পরিদর্শন গৌতমের

আগামী সোমবার শিলিগুড়ি সফরে মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন তিনি । সভামঞ্চের কাজ খতিয়ে দেখতে পরিদর্শনে পর্যটনমন্ত্রী গৌতম দেব ।

Gautam Dev
সভাস্থান পরিদর্শন গৌতমের
author img

By

Published : Jan 18, 2020, 10:08 PM IST

Updated : Jan 18, 2020, 11:05 PM IST

শিলিগুড়ি, 18 জানুয়ারি: আগামী সোমবার শিলিগুড়ি সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাই চারিদিক সেজে উঠতে ব্যস্ত হয়েছে গোটা শিলিগুড়ি । সফরের আগে শনিবার সভামঞ্চের নির্মাণের কাজ খতিয়ে দেখতে আসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ।

মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন । এই উৎসব আয়োজিত হবে শিবমন্দিরে আঠারোখাই ময়দানে । সোমবার শিলিগুড়ি সফরে এসে উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন ।

ফেস্টুন, প্ল্যাকার্ড ছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক ছবি লাগানো হচ্ছে চারদিকে । স্বাগত জানানোর জন্য রাস্তায় একাধিক তোরণ তৈরি করা হচ্ছে । এদিন মুখ্যমন্ত্রী শিবমন্দিরে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বঙ্গরত্ন প্রাপকদের নাম ঘোষণা করবেন ।

উত্তরবঙ্গ উৎসবে আসবেন মুখ্যমন্ত্রী, তাই সভাস্থান পরিদর্শনে ব্যস্ত পর্যটনমন্ত্রী

উত্তরবঙ্গ উৎসব শেষে তিনি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন । সেখানে আগামী 21 জানুয়ারি তাঁর একাধিক কর্মসূচি রয়েছে । পরদিন 22 জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পাহাড়ে মিছিলের আয়োজন করা হয়েছে । সেখানে তিনি যোগ দেবেন । 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান সেরে ফিরবেন কলকাতায় ।

শিলিগুড়ি, 18 জানুয়ারি: আগামী সোমবার শিলিগুড়ি সফরে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তাই চারিদিক সেজে উঠতে ব্যস্ত হয়েছে গোটা শিলিগুড়ি । সফরের আগে শনিবার সভামঞ্চের নির্মাণের কাজ খতিয়ে দেখতে আসেন পর্যটনমন্ত্রী গৌতম দেব ।

মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন । এই উৎসব আয়োজিত হবে শিবমন্দিরে আঠারোখাই ময়দানে । সোমবার শিলিগুড়ি সফরে এসে উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন ।

ফেস্টুন, প্ল্যাকার্ড ছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক ছবি লাগানো হচ্ছে চারদিকে । স্বাগত জানানোর জন্য রাস্তায় একাধিক তোরণ তৈরি করা হচ্ছে । এদিন মুখ্যমন্ত্রী শিবমন্দিরে এসে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বঙ্গরত্ন প্রাপকদের নাম ঘোষণা করবেন ।

উত্তরবঙ্গ উৎসবে আসবেন মুখ্যমন্ত্রী, তাই সভাস্থান পরিদর্শনে ব্যস্ত পর্যটনমন্ত্রী

উত্তরবঙ্গ উৎসব শেষে তিনি কার্শিয়াংয়ের উদ্দেশ্যে রওনা দেবেন । সেখানে আগামী 21 জানুয়ারি তাঁর একাধিক কর্মসূচি রয়েছে । পরদিন 22 জানুয়ারি নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পাহাড়ে মিছিলের আয়োজন করা হয়েছে । সেখানে তিনি যোগ দেবেন । 23 জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী অনুষ্ঠান সেরে ফিরবেন কলকাতায় ।

Intro:আগামী সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসব উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিবমন্দিরে আঠারোখাই ময়দানে এই উদ্বোধনী অনুষ্ঠান হবে। মুখ্যমন্ত্রীর সফরের আগে শনিবার সভা মঞ্চ নির্মাণের কাজ খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব।


Body:আগামী সোমবার শিলিগুড়ি সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঐদিন শিলিগুড়ি কাছে শিবমন্দিরে উত্তরবঙ্গ উৎসবের সূচনা করবেন তিনি। সব ঠিকঠাক থাকলে ওইদিনই কার্শিয়াং এর উদ্দেশ্যে রওয়ানা দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে আগামী 21 জানুয়ারি কিছু কর্মসূচি রয়েছে তার। পরদিন 22 শে জানুয়ারি নাগরিকত্ব আইনের বিরুদ্ধে পাহাড়ে মিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। তার পরদিন নেতাজী জন্ম জয়ন্তী অনুষ্ঠান সেরে 24 শে জানুয়ারি শিলিগুড়ি ফিরে কলকাতা যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
আজ শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের সভামঞ্চে নির্মাণের কাজ খতিয়ে দেখেন পর্যটন মন্ত্রী গৌতম দেব। তিনি জানান সোমবার এই সভা মঞ্চ থেকেই কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চ থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বঙ্গরত্ন প্রাপকদের নাম ঘোষণা এবং পুরস্কার দেওয়া হবে। মুখ্যমন্ত্রী উৎসবে থাকবেন। তার বক্তব্য শুনতে বহু মানুষ আসবেন। তাই কার্যত উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন তা জানতে উদগ্রীব হয়ে রয়েছেন দলীয় কর্মীরাও।

এলাকায় গিয়ে দেখা যায় মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে সাজিয়ে তোলা হচ্ছে উৎসবের মঞ্চ। ফেস্টুন, প্ল্যাকার্ড ছাড়াও মুখ্যমন্ত্রীর একাধিক ছবি লাগানো হচ্ছে চতুর্দিকে। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি রাস্তায় তৈরি হচ্ছে একাধিক তোরণ।


Conclusion:
Last Updated : Jan 18, 2020, 11:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.