শিলিগুড়ি , 16 সেপ্টেম্বর : রবিবার শিলিগুড়ির জংশন এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল 14টি দোকান । এবার সেই ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাস দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । আজ ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, "সীমিত সামর্থ্যে ব্যক্তিগতভাবে মাসিক বেতন থেকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেব ব্যবসায়ীদের । এছাড়াও বেসরকারিভাবে ফান্ড গড়ে তোলারও চেষ্টা চলছে ।"
অন্যদিকে, বাম পরিচালিত শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন । এই বিষয়ে তিনি বলেন, "দোকান মালিকরা লিখিতভাবে আবেদন করলে পৌরনিগমের তরফে সাহায্যের চেষ্টা করব ।"
রবিবার মধ্যরাতে তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় আগুন লাগে ৷ পুড়ে যায় প্রায় 14টি দোকান ৷ জানা গেছে প্রতিটি দোকানই পূর্ত দপ্তরের জমি জবরদখল করে গড়ে উঠেছিল । প্রশ্ন উঠছে কীভাবে দোকানগুলি প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছিল ? সেক্ষেত্রে প্রশ্ন উঠছে শুধু কি 14টি দোকানই অবৈধ ? না কি ওই এলাকায় থাকা বাকি দোকানগুলিও একইভাবে গড়ে উঠেছিল অতীতে । যদিও বিতর্কে ইতি টানতে তৎপর হয়ে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র বলেন, "দোকান মালিকদের মালিকানা প্রদানের ক্ষেত্রে উদ্যোগ নিক শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ (SJDA)।"
আরও পড়ুন : মধ্যরাতে আগুন শিলিগুড়ির জংশন এলাকায়, পুড়ল ১৪টি দোকান
অন্যদিকে, আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা দোকানগুলির নিরাপত্তা কতটা আছে । স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, খাবারের হোটেলগুলিতে সেভাবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না ।
ঘটনার পর আজ দুপুরে পর্যায়ক্রমে ঘটনাস্থান পরিদর্শন করেন মন্ত্রী ও মেয়র । সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী গৌতম দেব বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । তবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহর । কিছুটা দূরেই রয়েছে পেট্রল পাম্প । আগুন আরও কিছুটা ছড়িয়ে পড়লেই বড় ক্ষতির সম্ভাবনা ছিল ।" মন্ত্রী আরও বলেন, "দোকানগুলির মালিকানা নেই । যদিও সর্বতভাবে দোকান মালিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব । সীমিত মাসিক বেতন থেকে দোকান মালিকদের 10 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেব । একইসঙ্গে বেসরকারিভাবে ফান্ড তৈরি করব । পাশাপাশি চেষ্টা করব যাতে SJDA-এর মাধ্যমে দোকানঘরগুলি পুনঃনির্মাণ করে দেওয়া যায় ।"
অন্যদিকে , মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "পৌরনিগমের আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাহায্য করব আমরা । সেক্ষেত্রে ব্যবসায়ীদের বলেছি লিখিতভাবে জানাতে । পাশাপাশি SJDA যাতে পাশে দাঁড়ায় সেই আবেদনও করব ।"