ETV Bharat / city

বৈধ নথিহীন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার গৌতম-অশোকের - গৌতম দেব

রবিবার মধ্যরাতে শিলিগুড়ির জংশন এলাকায় আগুন লাগে ৷ পুড়ে যায় 14টি দোকান ৷ নিজের বেতন থেকে টাকা দিয়ে সেই দোকান মালিকদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন মন্ত্রী গৌতম দেব৷

গৌতম দেবের সাহায্যের আশ্বাস
author img

By

Published : Sep 16, 2019, 7:25 PM IST

Updated : Sep 16, 2019, 8:56 PM IST

শিলিগুড়ি , 16 সেপ্টেম্বর : রবিবার শিলিগুড়ির জংশন এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল 14টি দোকান । এবার সেই ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাস দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । আজ ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, "সীমিত সামর্থ্যে ব্যক্তিগতভাবে মাসিক বেতন থেকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেব ব্যবসায়ীদের । এছাড়াও বেসরকারিভাবে ফান্ড গড়ে তোলারও চেষ্টা চলছে ।"

অন্যদিকে, বাম পরিচালিত শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন । এই বিষয়ে তিনি বলেন, "দোকান মালিকরা লিখিতভাবে আবেদন করলে পৌরনিগমের তরফে সাহায্যের চেষ্টা করব ।"

রবিবার মধ্যরাতে তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় আগুন লাগে ৷ পুড়ে যায় প্রায় 14টি দোকান ৷ জানা গেছে প্রতিটি দোকানই পূর্ত দপ্তরের জমি জবরদখল করে গড়ে উঠেছিল । প্রশ্ন উঠছে কীভাবে দোকানগুলি প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছিল ? সেক্ষেত্রে প্রশ্ন উঠছে শুধু কি 14টি দোকানই অবৈধ ? না কি ওই এলাকায় থাকা বাকি দোকানগুলিও একইভাবে গড়ে উঠেছিল অতীতে । যদিও বিতর্কে ইতি টানতে তৎপর হয়ে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র বলেন, "দোকান মালিকদের মালিকানা প্রদানের ক্ষেত্রে উদ্যোগ নিক শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ (SJDA)।"

আরও পড়ুন : মধ্যরাতে আগুন শিলিগুড়ির জংশন এলাকায়, পুড়ল ১৪টি দোকান

অন্যদিকে, আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা দোকানগুলির নিরাপত্তা কতটা আছে । স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, খাবারের হোটেলগুলিতে সেভাবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না ।

দেখুন ভিডিয়ো

ঘটনার পর আজ দুপুরে পর্যায়ক্রমে ঘটনাস্থান পরিদর্শন করেন মন্ত্রী ও মেয়র । সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী গৌতম দেব বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । তবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহর । কিছুটা দূরেই রয়েছে পেট্রল পাম্প । আগুন আরও কিছুটা ছড়িয়ে পড়লেই বড় ক্ষতির সম্ভাবনা ছিল ।" মন্ত্রী আরও বলেন, "দোকানগুলির মালিকানা নেই । যদিও সর্বতভাবে দোকান মালিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব । সীমিত মাসিক বেতন থেকে দোকান মালিকদের 10 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেব । একইসঙ্গে বেসরকারিভাবে ফান্ড তৈরি করব । পাশাপাশি চেষ্টা করব যাতে SJDA-এর মাধ্যমে দোকানঘরগুলি পুনঃনির্মাণ করে দেওয়া যায় ।"

অন্যদিকে , মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "পৌরনিগমের আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাহায্য করব আমরা । সেক্ষেত্রে ব্যবসায়ীদের বলেছি লিখিতভাবে জানাতে । পাশাপাশি SJDA যাতে পাশে দাঁড়ায় সেই আবেদনও করব ।"

শিলিগুড়ি , 16 সেপ্টেম্বর : রবিবার শিলিগুড়ির জংশন এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল 14টি দোকান । এবার সেই ব্যবসায়ীদের সাহায্যের আশ্বাস দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । আজ ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, "সীমিত সামর্থ্যে ব্যক্তিগতভাবে মাসিক বেতন থেকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দেব ব্যবসায়ীদের । এছাড়াও বেসরকারিভাবে ফান্ড গড়ে তোলারও চেষ্টা চলছে ।"

অন্যদিকে, বাম পরিচালিত শিলিগুড়ি পৌরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যও ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন । এই বিষয়ে তিনি বলেন, "দোকান মালিকরা লিখিতভাবে আবেদন করলে পৌরনিগমের তরফে সাহায্যের চেষ্টা করব ।"

রবিবার মধ্যরাতে তেনজিং নোরগে বাসস্ট্যান্ডের উলটোদিকে জংশন এলাকায় আগুন লাগে ৷ পুড়ে যায় প্রায় 14টি দোকান ৷ জানা গেছে প্রতিটি দোকানই পূর্ত দপ্তরের জমি জবরদখল করে গড়ে উঠেছিল । প্রশ্ন উঠছে কীভাবে দোকানগুলি প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছিল ? সেক্ষেত্রে প্রশ্ন উঠছে শুধু কি 14টি দোকানই অবৈধ ? না কি ওই এলাকায় থাকা বাকি দোকানগুলিও একইভাবে গড়ে উঠেছিল অতীতে । যদিও বিতর্কে ইতি টানতে তৎপর হয়ে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র বলেন, "দোকান মালিকদের মালিকানা প্রদানের ক্ষেত্রে উদ্যোগ নিক শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ (SJDA)।"

আরও পড়ুন : মধ্যরাতে আগুন শিলিগুড়ির জংশন এলাকায়, পুড়ল ১৪টি দোকান

অন্যদিকে, আগুন লাগার ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে অবৈধভাবে সরকারি জমি দখল করে থাকা দোকানগুলির নিরাপত্তা কতটা আছে । স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, খাবারের হোটেলগুলিতে সেভাবে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না ।

দেখুন ভিডিয়ো

ঘটনার পর আজ দুপুরে পর্যায়ক্রমে ঘটনাস্থান পরিদর্শন করেন মন্ত্রী ও মেয়র । সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী গৌতম দেব বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । তবে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহর । কিছুটা দূরেই রয়েছে পেট্রল পাম্প । আগুন আরও কিছুটা ছড়িয়ে পড়লেই বড় ক্ষতির সম্ভাবনা ছিল ।" মন্ত্রী আরও বলেন, "দোকানগুলির মালিকানা নেই । যদিও সর্বতভাবে দোকান মালিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব । সীমিত মাসিক বেতন থেকে দোকান মালিকদের 10 হাজার টাকা করে ক্ষতিপূরণ দেব । একইসঙ্গে বেসরকারিভাবে ফান্ড তৈরি করব । পাশাপাশি চেষ্টা করব যাতে SJDA-এর মাধ্যমে দোকানঘরগুলি পুনঃনির্মাণ করে দেওয়া যায় ।"

অন্যদিকে , মেয়র অশোক ভট্টাচার্য বলেন, "পৌরনিগমের আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সাহায্য করব আমরা । সেক্ষেত্রে ব্যবসায়ীদের বলেছি লিখিতভাবে জানাতে । পাশাপাশি SJDA যাতে পাশে দাঁড়ায় সেই আবেদনও করব ।"

Intro:নেই বৈধ নথি, তবুও মাস মাইনে থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার গৌতমের

শিলিগুড়ি, ১৬ সেপ্টেম্বরঃ মধ্যরাতের আগুনের রোশে ক্ষতিগ্রস্থ হয়েছে ১৪ টি দোকান। প্রতিটি দোকানই পূর্ত দপ্তরের জমিতে জবরদখলভাবে গড়ে উঠেছে। নেই বৈধ নথিপত্র। যদিও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব। এদিন ঘটনাস্থান পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, সীমিত সামর্থে ব্যক্তিগতভাবে মাস মাইনে থেকে দশ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেব ব্যবসায়ীদের। এছাড়াও বেসরকারীভাবে ফান্ড গড়ে তোলার চেষ্টা চলছে। অন্যদিকে, বাম পরিচালিত শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্যও ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন। তিনি জানালেন, দোকান মালিকেরা লিখিতভাবে আবেদন করলে পুরনিগমের তরফে সাহায্যের চেষ্টা করব। তবে মন্ত্রী মেয়র একযোগে স্পষ্ট করলেন দোকানগুলির কোন প্রকার বৈধতাই নেই৷ সরকারী জমিতে জবরদখল করে গড়ে উঠেছে সেগুলি।

Body:রবিবার মধ্যরাতে জংশন এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় একযোগে ১৪ টি দোকানঘর পুড়ে ছাই হয়। প্রতিটি দোকানঘরই পূর্ত দপ্তরের জমি জবরদখল করে গড়ে উঠেছিল। প্রশ্ন উঠছে কিভাবে দোকানগুলি প্রশাসনের নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছিল। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে শুধু কি ১৪ টি দোকানই অবৈধ। নাকি ওই এলাকায় থাকা বাকী দোকানগুলিও একইভাবে গড়ে উঠেছিল অতীতে। সেক্ষেত্রে অবশ্য প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিতর্কে ইতি টানতে তৎপর হয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র বলেন, দোকান মালিকদের মালিকানা প্রদানের ক্ষেত্রে উদ্যোগ নিক শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কতৃপক্ষ (এসজেডিএ)।

অন্যদিকে, অগ্নিকান্ডের ঘটনা প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে অবৈধভাবে সরকারী জমি দখল করে থাকা দোকানগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ইস্যুতে। স্থানীয় ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, বিশেষ করে খাবারের হোটেলগুলিতে সেভাবে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। সেক্ষেত্রে প্রশ্ন শহরের উপকন্ঠে এভাবে ব্যবসা চললেও প্রশাসন কেন তৎপর ছিল না। সেক্ষেত্রে শিলিগুড়ি পুরনিগমের মেয়র অশোক ভট্টাচার্য, দাবী করেছেন এদিনের অগ্নিকান্ডের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন।

Conclusion:অগ্নিকান্ডের ঘটনার পর আজ দুপুরে পর্যায়ক্রমে ঘটনাস্থান পরিদর্শন করেন মন্ত্রী ও মেয়র। সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে বড় ধরণের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেল শহর। কিছুটা দূরেই রয়েছে পেট্রোলপাম্প। আগুন আরও কিছুটা ছড়িয়ে পড়লেই বড় ক্ষতির সম্ভবনা ছিল। অন্যদিকে মন্ত্রী বলেন, দোকানগুলির মালিকানা নেই। যদিও সর্বতভাবে দোকানমালিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সীমিত মাস মাইনে থেকে দোকান মালিকদের ১০ হাজার টাকা করে দেব। একইসঙ্গে বেসরকারীভাবে ফান্ড তৈরী করব। পাশাপাশি চেষ্টা করব যাতে এসজেডিএর মাধ্যমে দোকানঘরগুলি পুনঃনির্মান করে দেওয়ায় যায়।

মেয়র অশোক ভট্টাচার্য বলেন, পুরনিগমের আর্থিক প্রতিবন্ধকতা থাকা সত্বেও সাহায্য করব আমরা। সেক্ষেত্রে ব্যবসায়ীদের বলেছি লিখিতভাবে জানাতে। পাশাপাশি এসজেডিএ যাতে পাশে দাঁড়ায় সেই আবেদনও করব। একইসঙ্গে এসজেডিএর তরফে যদি দোকানগুলির মালিকানা প্রদান করা হয় তবে ব্যবসায়ীরা উপকৃত হবেন।


Last Updated : Sep 16, 2019, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.