ETV Bharat / city

গজলডোবা হেলিপ্যাড প্রকল্পে গ্রিনবেঞ্চের স্থগিতাদেশ, তিন দপ্তরকে শোকজ় - Gajaldoba Tourist Hub

গজলডোবায় প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পে পরিবেশের ছাড়পত্র না মেলা অবধি কাজ বন্ধ রাখার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল) । জোর করে কাজ চালিয়ে যাওয়ায় এনিয়ে রাজ্যের তিন দপ্তরকে শোকজ় করা হয়েছে । 9 তারিখ জারি হওয়া ওই নির্দেশিকা আজই সামনে এসেছে । নির্দেশিকা জারি করেছেন গ্রিন ট্রাইব্যুনালের বিচারপতি এস পি ওয়াংদি এবং সত্যবান সিং গারবিয়ালের ডিভিশন বেঞ্চ ।

গজলডোবা ট্যুরিজম হাব
author img

By

Published : Oct 11, 2019, 8:26 PM IST

Updated : Oct 11, 2019, 8:46 PM IST

গজলডোবা, 11 অক্টোবর : গজলডোবায় হেলিপ্যাড তৈরি ইশুতে জোর ধাক্কা খেল রাজ্য । গজলডোবায় প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পে পরিবেশের ছাড়পত্র না মেলা অবধি কাজ বন্ধ রাখার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল) । জোর করে কাজ জারি রাখায় এনিয়ে রাজ্যের তিন দপ্তরকে শোকজ় করেছে গ্রিন ট্রাইবুনাল ।

পরিবেশবিদ সুভাষ দত্তর দায়ের করা মামলায় গজলডোবায় প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পে স্থগিতাদেশ দিল গ্রিন ট্রাইবুনাল । বন বিভাগের মুখ্য বনপাল, পর্যটন ও নগরোন্নয়ন দপ্তরের সচিবকেও শোকজ় করা হয়েছে ৷ জানাতে বলা হয়েছে, পরিবেশবিধি না মেনে কেন কাজ চালানো হয়েছিল। এক মাসের মধ্যে জবাব দিতে হবে ৷

9 অক্টোবর জারি হওয়া ওই নির্দেশিকা আজই সামনে এসেছে । নির্দেশিকা জারি করেছেন গ্রিন ট্রাইবুনালের বিচারপতি এসপি ওয়াংদি এবং সত্যবান সিং গারবিয়ালের ডিভিশন বেঞ্চ ।

পরিবেশবিদ সুভাষ দত্ত জানান, তিনি গজলডোবার পর্যটন প্রকল্প 'ভোরের আলো' ঘুরে দেখেছেন । পরিবেশবিধি না মেনে কাজ করা হচ্ছে জোর করে । সেখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে ৷ তার পাশেই একটি সরকারি পাখিরালয় রয়েছে ৷ প্রশ্ন তোলা হয়েছিল, সেখানে পাখিরা আকাশে উড়বে কীভাবে? বলেন, "সওয়াল-জবাব শুনে ওই কাজের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত ৷"

দেখুন ভিডিয়ো...

এ বিষয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "NGT যে নির্দেশ দেবে তা আমরা পালন করব ৷ আমি এখনও অর্ডারটা দেখিনি ৷ একটা শো কজ় করেছে ৷ কিছু বিষয় জানতে চায় NGT ৷ পুজোর ছুটির পরে যে তারিখ দিয়েছে তার মধ্যে পুরো বিষয়টা আমরা হলফনামা দিয়ে জানিয়ে দেব ৷ পাখিবিতানের কাছে কোনও নির্মাণ করা হচ্ছে না ৷ কিছুটা দূরে তৈরি করা হচ্ছে হেলিপ্যাড ৷ প্রথমে যে জায়গাটা ঠিক করা হয়েছিল সেটা নিয়ে BJP-র নেতৃত্বে আন্দোলন হয়েছিল ৷ আমরা কোনও সংঘাতে যাইনি ৷ তবে NGT-র নির্দেশ আমরা অনুসরণ করব ৷" তিনি আরও বলেন, "সুভাষ দত্তর কাজ আদালতে যাওয়া ৷ আমরা তাঁকে আদালতে যাওয়া থেকে আটকাতে পারি না ৷ উন্নয়ন ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে হবে ৷ "

গজলডোবায় প্রস্তাবিত 'ভোরের আলো' প্রকল্পে ইতিমধ্যেই কয়েক'শ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্য । তৈরি হয়েছে রাস্তাঘাট । 'ভোরের আলো'-য় 6 টি কটেজ চালু হয়েছে । প্রস্তাবে রয়েছে সেখানে বেশ কিছু হোটেল নির্মাণের কথাও ৷ সেইসঙ্গে গল্ফ কোর্স ও হেলিপ্যাডের প্রস্তাবও রয়েছে ।

দিনকয়েক আগে গজলডোবা যাওয়ার পথে নির্মীয়মাণ উড়ালপুলের জন্য জমি অধিগ্রহণ কমতে গিয়েও বাধার মুখে পড়েছিল রাজ্য । হেলিপ্যাড প্রকল্প নিয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । জমি বাঁচাও কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে বিকল্প জমি ও উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে নির্মীয়মাণ উড়ালপুলের পাশে জমি অধিগ্রহণ সমস্যা মিটেছিল । পাশাপাশি প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পটি সংশ্লিষ্ট এলাকায় না করে অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছিল রাজ্যের পর্যটন দপ্তর ।

গজলডোবা, 11 অক্টোবর : গজলডোবায় হেলিপ্যাড তৈরি ইশুতে জোর ধাক্কা খেল রাজ্য । গজলডোবায় প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পে পরিবেশের ছাড়পত্র না মেলা অবধি কাজ বন্ধ রাখার নির্দেশ দিল জাতীয় পরিবেশ আদালত (ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল) । জোর করে কাজ জারি রাখায় এনিয়ে রাজ্যের তিন দপ্তরকে শোকজ় করেছে গ্রিন ট্রাইবুনাল ।

পরিবেশবিদ সুভাষ দত্তর দায়ের করা মামলায় গজলডোবায় প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পে স্থগিতাদেশ দিল গ্রিন ট্রাইবুনাল । বন বিভাগের মুখ্য বনপাল, পর্যটন ও নগরোন্নয়ন দপ্তরের সচিবকেও শোকজ় করা হয়েছে ৷ জানাতে বলা হয়েছে, পরিবেশবিধি না মেনে কেন কাজ চালানো হয়েছিল। এক মাসের মধ্যে জবাব দিতে হবে ৷

9 অক্টোবর জারি হওয়া ওই নির্দেশিকা আজই সামনে এসেছে । নির্দেশিকা জারি করেছেন গ্রিন ট্রাইবুনালের বিচারপতি এসপি ওয়াংদি এবং সত্যবান সিং গারবিয়ালের ডিভিশন বেঞ্চ ।

পরিবেশবিদ সুভাষ দত্ত জানান, তিনি গজলডোবার পর্যটন প্রকল্প 'ভোরের আলো' ঘুরে দেখেছেন । পরিবেশবিধি না মেনে কাজ করা হচ্ছে জোর করে । সেখানে হেলিপ্যাড তৈরি হচ্ছে ৷ তার পাশেই একটি সরকারি পাখিরালয় রয়েছে ৷ প্রশ্ন তোলা হয়েছিল, সেখানে পাখিরা আকাশে উড়বে কীভাবে? বলেন, "সওয়াল-জবাব শুনে ওই কাজের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত ৷"

দেখুন ভিডিয়ো...

এ বিষয়ে পর্যটন মন্ত্রী গৌতম দেব বলেন, "NGT যে নির্দেশ দেবে তা আমরা পালন করব ৷ আমি এখনও অর্ডারটা দেখিনি ৷ একটা শো কজ় করেছে ৷ কিছু বিষয় জানতে চায় NGT ৷ পুজোর ছুটির পরে যে তারিখ দিয়েছে তার মধ্যে পুরো বিষয়টা আমরা হলফনামা দিয়ে জানিয়ে দেব ৷ পাখিবিতানের কাছে কোনও নির্মাণ করা হচ্ছে না ৷ কিছুটা দূরে তৈরি করা হচ্ছে হেলিপ্যাড ৷ প্রথমে যে জায়গাটা ঠিক করা হয়েছিল সেটা নিয়ে BJP-র নেতৃত্বে আন্দোলন হয়েছিল ৷ আমরা কোনও সংঘাতে যাইনি ৷ তবে NGT-র নির্দেশ আমরা অনুসরণ করব ৷" তিনি আরও বলেন, "সুভাষ দত্তর কাজ আদালতে যাওয়া ৷ আমরা তাঁকে আদালতে যাওয়া থেকে আটকাতে পারি না ৷ উন্নয়ন ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রেখে কাজ করতে হবে ৷ "

গজলডোবায় প্রস্তাবিত 'ভোরের আলো' প্রকল্পে ইতিমধ্যেই কয়েক'শ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্য । তৈরি হয়েছে রাস্তাঘাট । 'ভোরের আলো'-য় 6 টি কটেজ চালু হয়েছে । প্রস্তাবে রয়েছে সেখানে বেশ কিছু হোটেল নির্মাণের কথাও ৷ সেইসঙ্গে গল্ফ কোর্স ও হেলিপ্যাডের প্রস্তাবও রয়েছে ।

দিনকয়েক আগে গজলডোবা যাওয়ার পথে নির্মীয়মাণ উড়ালপুলের জন্য জমি অধিগ্রহণ কমতে গিয়েও বাধার মুখে পড়েছিল রাজ্য । হেলিপ্যাড প্রকল্প নিয়েও বিক্ষোভের মুখে পড়েছিলেন পর্যটন মন্ত্রী গৌতম দেব । জমি বাঁচাও কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে বিকল্প জমি ও উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে নির্মীয়মাণ উড়ালপুলের পাশে জমি অধিগ্রহণ সমস্যা মিটেছিল । পাশাপাশি প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পটি সংশ্লিষ্ট এলাকায় না করে অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছিল রাজ্যের পর্যটন দপ্তর ।

Intro:জোর ধাক্কা রাজ্যের। গজলডোবায় মেগা ট্যুরিসম হবে প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পে পরিবেশের ছাড়পত্র না মেলা অবধি কাজ বন্ধ রাখার নির্দেশ দিল গ্রীন ট্রাইব্যুনাল। পাশাপাশি জোর করে কাজ চালিয়ে যাওয়ায় এ নিয়ে রাজ্যের তিন দপ্তরের শীর্ষ আমলাদের শোকজ করেছে গ্রীন ট্রাইব্যুনাল।


Body:পরিবেশবিদ সুভাষ দত্তের দায়ের করা মামলায় গজলডোবায় প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্পে স্থগিতাদেশ দিল দিল্লির গ্রীন ট্রাইব্যুনাল। পাশাপাশি বন বিভাগের প্রিন্সিপাল চিফ কনসার্ভেটর অফ ফরেস্ট, পর্যটন ও নগর উন্নয়ন দপ্তরকেও শোকজ করে জানাতে বলা হয়েছে পরিবেশ বিধি না মেনে কাজ চালিয়ে যাওয়ায় কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।

গত 9 অক্টবর জারি করা ওই নির্দেশিকা আজই সামনে এসেছে। নির্দেশ জারি করেছেন গ্রীন ট্রাইব্যুনালের বিচারপতি এস পি ওয়াংদি এবং সত্যবান সিং গারবিয়ালের ডিভিশন বেঞ্চ।

পরিবেশবিদ সুভাষ দত্ত জানান আমি গজলডোবায় ভোরের আলো ঘুরে দেখেছি। ওটা আসলে ভোরের অন্ধকার। পরিবেশ বিধি না মেনে কাজ করাহচ্ছে গায়ের জোরে। পাশেই ওখানে পাখিরালয় রয়েছে। এবার তার কাছেই হেলিপ্যাড তৈরি হচ্ছে। তাহলে পাখিরা আকাশে উড়বে কিভাবে? আমি গ্রীন ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আদালত এ নিয়ে সেই নির্দেশিকা দিয়েছে। শুধু কাজ বন্ধ রাখতে বলা হয় নি। পাশাপাশি তিনটি দপ্তরের শীর্ষ আমলাদের শোকজ করা হয়েছে কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।


এ নিয়ে অবশ্য এখনো পর্যটন দপ্তরের প্রতিক্রিয়া মেলেনি। গজলডোবায় প্রস্তাবিত ভোরের আলো প্রকল্পে ইতিমধ্যেই কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্য। তৈরি হয়েছে রাস্তাঘাট। ভোরের আলোয় 6টি কটেজ চালু হয়েছে। প্রস্তাব রয়েছে সেখানে বেশ কিছু বাজেট হোটেল, গলফ কোর্স হেলিপ্যাডের।
দিন কয়েক আগে সেখানে যাওয়ার পথে নির্মিয়মান উড়ালপুলের জেরে বেশ কিছু জমি অধিগ্রহণ কমতে গিয়েও বাধার সম্মুখীন হয় রাজ্য। হেলিপ্যাড প্রকল্প নিয়েও বাঁধা মেলে। বিক্ষোভেরকবলে পড়েন স্বয়ং মন্ত্রী গৌতম দেব। জমি বাঁচাও কমিটির সাথে
আলোচনার ভিত্তিতে বিকল্প জমি ও উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে নির্মিয়মান উড়ালপুলের পাশে জমি অধিগ্রহণ সমস্যা মিটেছিল। পাশাপাশি প্রস্তাবিত হেলিপ্যাড প্রকল্প বাধাপ্রাপ্ত এলাকায় না করে অন্যত্র সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছিল রাজ্যের পর্যটন দপ্তর।


এ সংক্রান্ত একটি খবর 13 জুন 2019 এ আমাদের প্রকাশিত হয়েছিল।


Conclusion:
Last Updated : Oct 11, 2019, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.