শিলিগুড়ি, 12 এপ্রিল : গতকাল কোরোনা আক্রান্ত তিনজনকে সুস্থ্ করে কালিম্পঙে পাঠানোর পর আজ শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত আরও চারজনকে সুস্থ করে তাঁদেরকে কালিম্পঙের বাড়িতে পাঠানো হল। টানা 12 দিন ধরে চিকিৎসা চলার পর আজ তাঁদেরকে মাটিগাড়ার কোরোনা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন মহিলা। এর মধ্যে একজন কোরোনায় মৃত মহিলার স্বামী। তাঁদের প্রত্যেকের বাড়িই কালিম্পঙে । এনিয়ে দু’দিনে কোরোনার সঙ্গে লড়াই চালিয়ে মোট সাতজন ছাড়া পেলেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, উত্তরবঙ্গে আসা চিকিৎসক গোপালকৃষ্ণ ঢালি বলেন, কোরোনা আক্রান্ত আরও চারজন রোগী সুস্থ হয়ে উঠেছেন। আজ তাঁদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই চারজন কালিম্পঙে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত মহিলার আত্মীয়। মৃত মহিলার সংস্পর্শে আসায় তাঁরা কোরোনায় আক্রান্ত হন।
গত 1এপ্রিল মাটিগাড়ায় কোরোনা হাসপাতালে তাঁদের ভরতি করা হয়। টানা 12 দিন ধরে সেখানে তাঁদের চিকিৎসা করা হয়। পুরোপুরি সুস্থ হয়ে ওঠায় এদিন সন্ধ্যায় তাঁদেরকে হাসপাতাল থেকে ছাড়া হয়। গাড়ি করে বাড়ি পৌঁছে দেয় স্বাস্থ্য দপ্তর। বর্তমানে ওই হাসপাতালে আরও চারজন ভরতি রয়েছেন। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলেন, হাসপাতালে ভরতি রোগীদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। তাঁদেরকেও অতি দ্রুত ছেড়ে দেওয়া হবে।