ETV Bharat / city

Dengue Death in Siliguri: শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু, আক্রান্ত নতুন করে 19

শিলিগুড়িতে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল একজনের (Dengue Death in Siliguri) । পাশাপাশি আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়াল । আতঙ্কে রয়েছে শহরবাসী ।

first death in dengue in Siliguri
first death in dengue in Siliguri
author img

By

Published : Sep 13, 2022, 9:28 PM IST

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর: লাগামছাড়া শহরের ডেঙ্গি পরিস্থিতি । এবার ডেঙ্গুর হানায় মৃত্যু হল এক ব্যক্তির (Dengue Death in Siliguri) ৷ ঘটনায় একদিকে যেমন উদ্বেগে শহরবাসী । অন্যদিকে প্রশ্ন উঠছে পৌরনিগম, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে ।

এদিকে মাত্র দুই সপ্তাহে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে শিলিগুড়ি পৌর এলাকায় । এখনও পর্যন্ত পরিস্থিতি ট্রিপল সেঞ্চুরি পার করেছে । ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 309 জন । গত চব্বিশ ঘন্টায় এক জনের মৃত্যুর পাশাপাশি 19 জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । তবে সমস্যা হল অনেক শহরবাসীর জ্বর হলেও ডেঙ্গি পরীক্ষা করছেন না । তা না-হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তো বলে মনে করছে স্বাস্থ্যমহল ।

স্বাস্থ্য দফতর ও শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জিত রায় (40)। তিনি পূর্ত দফতরের কর্মী ছিলেন । পৌরনিগমের 25 নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন তিনি । যদিও তাঁর পরিবার ফুলবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে । পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে । বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি । প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

পরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএস ওয়ান পজিটিভ আসে । মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয় । ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন । এদিকে ওই আবাসনেই আটজন ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন । যার মধ্যে তিনজন হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে । এদিকে ওই ব্যক্তির মৃত্যুর পরই গোটা এলাকায় হুলুস্থুল পরে যায় ।

ঘটনাস্থলে পৌঁছন মেয়র গৌতম দেব, মেয়র পারিষদ দুলাল দত্ত, মানিক দে, বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা-সহ স্থানীয় কাউন্সিলর । সরকারি আবাসন পরিদর্শন করেন তাঁরা । পরিদর্শনের সময় আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র । পরিদর্শনের সময় আবাসনের একাধিক জায়গায় জমা জলের দেখা মেলে । সেখান থেকেই ওই আবাসনে মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানান মেয়র । দ্রুত ওই এলাকায় সাফাই কর্মী নিয়োগ করা হয় পৌরনিগমের তরফে এবং জমা জল পরিষ্কারের পাশাপাশি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় সাফাই অভিযান করা হয় ।

শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু ব্যক্তির

পাশাপাশি এদিন বিকেলেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব (Mayor Goutam Deb)। তিনি পরিবারের পাশে থাকার সমস্তরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন । আবাসনের বাসিন্দা অনিতা বণিক বলেন, "আবাসনের অনেক জায়গায় জমা জল রয়েছে । আচমকা মশার প্রকোপ বেড়েছে আবাসনে । আমার পরিবারে তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ।"

আরও পড়ুন: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বিজেপি কাউন্সিলর, পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র গৌতম দে

গৌতম দেব বলেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । আমি পরিবারের সঙ্গে দেখা করব । আমার পরিচিত । ডেঙ্গির পাশাপাশি লিভারের সমস্যা ছিল তাঁর । এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে সাফাই করা হচ্ছে । স্পর্শকাতর ওয়ার্ডেও একইভাবে কাজ চলছে ।"

শিলিগুড়ি, 13 সেপ্টেম্বর: লাগামছাড়া শহরের ডেঙ্গি পরিস্থিতি । এবার ডেঙ্গুর হানায় মৃত্যু হল এক ব্যক্তির (Dengue Death in Siliguri) ৷ ঘটনায় একদিকে যেমন উদ্বেগে শহরবাসী । অন্যদিকে প্রশ্ন উঠছে পৌরনিগম, স্বাস্থ্য দফতর ও প্রশাসনের ভূমিকা নিয়ে ।

এদিকে মাত্র দুই সপ্তাহে ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করেছে শিলিগুড়ি পৌর এলাকায় । এখনও পর্যন্ত পরিস্থিতি ট্রিপল সেঞ্চুরি পার করেছে । ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 309 জন । গত চব্বিশ ঘন্টায় এক জনের মৃত্যুর পাশাপাশি 19 জন নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । তবে সমস্যা হল অনেক শহরবাসীর জ্বর হলেও ডেঙ্গি পরীক্ষা করছেন না । তা না-হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তো বলে মনে করছে স্বাস্থ্যমহল ।

স্বাস্থ্য দফতর ও শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জিত রায় (40)। তিনি পূর্ত দফতরের কর্মী ছিলেন । পৌরনিগমের 25 নম্বর ওয়ার্ডের সরকারি আবাসনের বাসিন্দা ছিলেন তিনি । যদিও তাঁর পরিবার ফুলবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগরে থাকে । পরিবারে স্ত্রী ও ছেলে রয়েছে । বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন তিনি । প্রথমে তাঁকে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয় ।

পরে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয় । এরপর তাঁর রক্ত পরীক্ষা করা হলে ডেঙ্গি এনএস ওয়ান পজিটিভ আসে । মঙ্গলবার ভোররাতে তাঁর মৃত্যু হয় । ডেঙ্গির পাশাপাশি তিনি লিভার সংক্রান্ত রোগেও ভুগছিলেন । এদিকে ওই আবাসনেই আটজন ডেঙ্গিতে আক্রান্ত রয়েছেন । যার মধ্যে তিনজন হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে । এদিকে ওই ব্যক্তির মৃত্যুর পরই গোটা এলাকায় হুলুস্থুল পরে যায় ।

ঘটনাস্থলে পৌঁছন মেয়র গৌতম দেব, মেয়র পারিষদ দুলাল দত্ত, মানিক দে, বরো চেয়ারম্যান জয়ন্ত সাহা-সহ স্থানীয় কাউন্সিলর । সরকারি আবাসন পরিদর্শন করেন তাঁরা । পরিদর্শনের সময় আবাসনের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মেয়র । পরিদর্শনের সময় আবাসনের একাধিক জায়গায় জমা জলের দেখা মেলে । সেখান থেকেই ওই আবাসনে মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে বলে জানান মেয়র । দ্রুত ওই এলাকায় সাফাই কর্মী নিয়োগ করা হয় পৌরনিগমের তরফে এবং জমা জল পরিষ্কারের পাশাপাশি এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় সাফাই অভিযান করা হয় ।

শিলিগুড়িতে ডেঙ্গিতে মৃত্যু ব্যক্তির

পাশাপাশি এদিন বিকেলেই মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মেয়র গৌতম দেব (Mayor Goutam Deb)। তিনি পরিবারের পাশে থাকার সমস্তরকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন । আবাসনের বাসিন্দা অনিতা বণিক বলেন, "আবাসনের অনেক জায়গায় জমা জল রয়েছে । আচমকা মশার প্রকোপ বেড়েছে আবাসনে । আমার পরিবারে তিনজন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে ।"

আরও পড়ুন: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বিজেপি কাউন্সিলর, পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র গৌতম দে

গৌতম দেব বলেন, "খুবই দুর্ভাগ্যজনক ঘটনা । আমি পরিবারের সঙ্গে দেখা করব । আমার পরিচিত । ডেঙ্গির পাশাপাশি লিভারের সমস্যা ছিল তাঁর । এলাকায় যুদ্ধকালীন পরিস্থিতিতে সাফাই করা হচ্ছে । স্পর্শকাতর ওয়ার্ডেও একইভাবে কাজ চলছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.