শিলিগুড়ি, 6 জুলাই: রাজভবনে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক কিছু মনে হয় ৷ রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে জেতার পর এ দিন উত্তরবঙ্গ সফরে আসেন ফিরহাদ ৷ সেখানেই আইনশৃঙ্খলা প্রসঙ্গে আজ রাজ্যপালের মন্তব্যের সমালোচনা করেন তিনি (Firhad Hakim Criticises Governor and BJP Over Law and Order Issue) ৷ পাশাপাশি, শুভেন্দু অধিকারীর স্বরাষ্ট্রমন্ত্রীকে আইনশৃঙ্খলা ইস্যুতে অভিযোগ জানিয়ে লেখা চিঠি নিয়েও বিদ্রুপ করলেন ফিরহাদ ৷ তিনি বলেন, ‘‘তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি লাভ লেটার দিতেই পারেন ৷’’
এ দিন শ্যামাপ্রাসদ মুখোপাধ্যায়ের জন্মদিনে রেড রোডের একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে সরব হন রাজ্যপাল ৷ যেখানে বাংলার বুদ্ধিজীবীদের অত্যারের বিরুদ্ধে সরব হওয়ার আবেদন করেন জগদীপ ধনকড় ৷ রাজ্যপালের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ফিরহাদ হাকিম বলেন, ‘‘ঘুমিয়ে ঘুমিয়ে রাজভবনে বসে ওসব বলতেই পারেন বা মনে হতে পারে ৷ মানুষের উন্নয়ন হচ্ছে ৷ যাঁরা পথেঘাটে নেমে কাজ করেন, তাঁরা জানেন ৷ রাজ্যপাল পাশেই উত্তরপ্রদেশ, বিহারে যাক, সেখানে মানুষের উপর অত্যাচার কাকে বলে দেখতে পাবেন ৷’’
অন্যদিকে, সম্প্রতি রাজ্যের আইনশৃঙ্খলা প্রসঙ্গে অভিযোগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যে চিঠি নিয়ে বিদ্রুপ করে ফিরহাদ বলেন, ‘‘তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি 'লাভ লেটার' দিতেই পারেন ৷ রোজ পাঠাক ৷ কী যায় আসে ? স্বরাষ্ট্রমন্ত্রী 'লাভ লেটার' নেবেন, ওনাকে ধন্যবাদ জানাবেন ৷’’
সম্প্রতি জম্মুর রেয়াশি থেকে ধরা পড়ে দুই লস্কর জঙ্গি ৷ জানা গিয়েছে, তাদের মধ্যে একজন কয়েকদিন আগেও বিজেপির আইটি সেলের প্রধান ছিলেন ৷ এমনকি জম্মুতে বিজেপির সংখ্যালঘু সেলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ ছিলেন ওই জঙ্গি ৷ যা নিয়ে এ দিন স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নেন ফিরহাদ ৷ তিনি বলেন, ‘‘এই যে জঙ্গিরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি তোলার পরেই জঙ্গি হামলা করছে ৷ তাহলে সেটাও তো এনআইএ তদন্ত হওয়া উচিত ৷ খুন করার পরে ধরা পরা অপরাধী বিজেপির সদস্য ৷ সেটারও তদন্ত হওয়া উচিত ৷’’
আরও পড়ুন: Suvendu Adhikari: বারুদের স্তূপে পরিণত হয়েছে বাংলা , এনআইএ তদন্ত চেয়ে শাহকে চিঠি শুভেন্দুর
অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা নির্বাচনে জয়ের পর, এ দিন কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়কে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন ফিরহাদ হাকিম ৷ যা উত্তরবঙ্গে তৃণমূলের সাংগঠনিক নেতৃত্বের প্রশ্নে, একটা বড় বার্তা বলে মনে করা হচ্ছে ৷ এ দিন পার্থপ্রতীমের প্রশংসা করে তিনি জানান, একুশের বিধানসভায় উত্তরবঙ্গের মানুষ কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিল ৷ কিন্তু, উপনির্বাচন এবং সম্প্রতি শেষ হওয়া মহকুমা নির্বাচনে পাহাড়ের মানুষ সেই ভুল শুধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা দেখিয়েছে বলে জানান ফিরহাদ ৷