শিলিগুড়ি, 4 অক্টোবর : মধ্যরাতে আগুন শিলিগুড়িতে । ঘটনাস্থান শিলিগুড়ির মাটিগাড়া বাজার এলাকা । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুনের কবলে একাধিক দোকান । এ দিকে, ঘটনার খবর পেয়ে ছুটে আসে পাঁচটি দমকলের ইঞ্জিন ।
মধ্যরাতে আচমকাই আগুনের ফুলকি নজরে আসে মাটিগাড়া বাজার এলাকার স্থানীয়দের । দেখতে পান বাজার এলাকায় একাধিক দোকান আগুনের কবলে । দাউ দাউ করে জ্বলছে দোকান । পরিস্থিতি বেগতিক বুঝে দমকলে খবর দেওয়ার পাশাপাশি স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান । দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনার কাজ শুরু করে ।
আগুন নেভানোর পরই কী ভাবে তা লাগল, সে দিকটা খতিয়ে দেখা হবে বলে পুলিশ ও দমকলের তরফে জানানো হয়েছে ৷