শিলিগুড়ি, 14 অক্টোবর : আগুন লাগল শিলিগুড়ির ইন্টারন্যাশনাল মার্কেটে ৷ ঘটনাস্থানে দমকলের দুটি ইঞ্জিন ।
আজ সকালে আচমকাই ইন্টারন্যাশনাল মার্কেটে আগুন লাগে । প্রথমে কালো ধোঁয়া দেখা যায় ৷ মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে । প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করে । পরে খবর দেওয়ায় হয় দমকলে । দুটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় ৷ আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে ৷
যদিও ইন্টারন্যাশনাল মার্কেটে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ মার্কেটে আগুন লাগায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ।