ETV Bharat / city

Cyber Crime : সোশ্যাল মিডিয়ায় বিধায়কের নামে ভুয়ো পেজ, টাকা চেয়ে মেসেজ - শিলিগুড়ি কমিশনারেট

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট ৷ সেই অ্যাকাউন্ট থেকে বিধায়কের পরিচিতদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ৷ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দ্বারস্থ হলেন বিধায়ক ৷

Fake Social Media Account of Siliguris MLA Shankar Ghosh Name Police Starts Investigation
সাইবার অপরাধের শিকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ
author img

By

Published : Sep 12, 2021, 2:11 PM IST

শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর : সাইবার অপরাধের শিকার হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ সোশ্যাল মিডিয়ায় শঙ্কর ঘোষের ভুয়ো পেজ তৈরি করার অভিযোগ উঠেছে ৷ এমনকি সেই সোশ্যাল সাইট থেকে বিধায়কের পরিচিত এবং নিকটআত্মীয়দের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি জানাজানি হতেই শিলিগুড়ি কমিশনারেটে অভিযোগ জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ ৷ শিলিগুড়ি কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এর আগে শিলিগুড়ি কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিকরাও এমন সাইবার অপরাধের শিকার হয়েছিলেন ৷ এমনকি শিলিগুড়ির তৃণমূল ও বিজেপির শীর্ষনেতারাও এর শিকার হয়েছিলেন ৷ তবে, এবারের ঘটনায় খোদ বিধায়কের নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

সোশ্যাল মিডিয়া সাইটে শঙ্কর ঘোষের অ্যাকাউন্ট থেকে হঠাৎই তাঁর নিকটআত্মীয় এবং পরিচিতদের মধ্যে মেসেজ যেতে শুরু করে ৷ যেখানে দেখা যায়, শিলিগুড়ির বিজেপি বিধায়ক কারও কাছ থেকে 1 হাজার টাকা, তো কারও কাছ থেকে 10 হাজার টাকা চাইছেন ৷ সোশ্যাল মিডিয়ায় এমন মেসেজ দেখে সবাই অবাক হয়ে যান ৷ সকলেই দ্রুত বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিষয়টি নিয়ে জানতে চান ৷ আর তখনই জানা যায় আসল ঘটনা ৷ বোঝা যায় সাইবার অপরাধের শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক ৷ পুলিশ সূত্রে খবর, শঙ্কর ঘোষের সোশ্যাল মিডিয়া পেজ থেকে তাঁর কয়েকটি ছবি ডাউনলোড করে অভিযুক্তরা ৷ তার পর সেই ছবি ব্যবহার করে একটি ভুয়ো পেজ তৈরি করা হয় ৷ সেখান থেকে বিধায়কের পরিচিতদের মধ্যে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হয় ৷

আরও পড়ুন : Crime : আসানসোলে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি, লুট 12 কেজি সোনা

বিষয়টি বুঝতে পেরে বিধায়ক শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে ফোন করেন ৷ তাঁকে সবটা জানানোর পর, কমিশনারের পরামর্শে শিলিগুড়ির সাইবার থানায় অভিযোগ দায়ের করেন শঙ্কর ঘোষ ৷ ঘটনায় শিলিগুড়ি কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের এসিপি রাজেন ছেত্রী নিজে তদন্তে নজরদারি করছেন ৷ যদিও এই ঘটনায় কোনও আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি ৷ এ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘‘এর আগেও শহরে বেশ কয়েকজনের সঙ্গে একইরকমের ঘটনা ঘটেছে ৷ এবার আমার সঙ্গেও ঘটল ৷ তবে কারও আর্থিক ক্ষতি হয়নি ৷’’

Fake Social Media Account of Siliguris MLA Shankar Ghosh Name Police Starts Investigation
টাকা চেয়ে মেসেজ প্রতারকদের

আরও পড়ুন : Kolkata Police: পুলিশ সোর্সের একাংশ বড় অপরাধের সঙ্গে জড়িত, চিন্তায় লালবাজার

প্রসঙ্গত, শিলিগুড়ি শহরে সাইবার অপরাধের দৌরাত্ম্য বেশ কয়েক মাস ধরেই বাড়ছে ৷ এর আগেও শিলিগুড়ির তৃণমূল ও বিজেপি’র বেশ কয়েকজন নেতার সঙ্গে এই ঘটনা ঘটেছে ৷ এমনকি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি, থানার আইসি, সাব ইনিস্পেক্টর সহ একাধিক পুলিশ আধিকারিক ও কর্মীদের সোশ্যাল মিডিয়া পেজ হ্যাক করা হয়েছিল ৷ মূলত উত্তরপ্রদেশ, মুম্বই এবং বিহার থেকে এই ধরনের সাইবার অপরাধীদের চক্র কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

সাইবার অপরাধের শিকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ

শিলিগুড়ি, 12 সেপ্টেম্বর : সাইবার অপরাধের শিকার হলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ সোশ্যাল মিডিয়ায় শঙ্কর ঘোষের ভুয়ো পেজ তৈরি করার অভিযোগ উঠেছে ৷ এমনকি সেই সোশ্যাল সাইট থেকে বিধায়কের পরিচিত এবং নিকটআত্মীয়দের থেকে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনাটি জানাজানি হতেই শিলিগুড়ি কমিশনারেটে অভিযোগ জানিয়েছেন বিধায়ক শঙ্কর ঘোষ ৷ শিলিগুড়ি কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এর আগে শিলিগুড়ি কমিশনারেটের একাধিক পুলিশ আধিকারিকরাও এমন সাইবার অপরাধের শিকার হয়েছিলেন ৷ এমনকি শিলিগুড়ির তৃণমূল ও বিজেপির শীর্ষনেতারাও এর শিকার হয়েছিলেন ৷ তবে, এবারের ঘটনায় খোদ বিধায়কের নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷

সোশ্যাল মিডিয়া সাইটে শঙ্কর ঘোষের অ্যাকাউন্ট থেকে হঠাৎই তাঁর নিকটআত্মীয় এবং পরিচিতদের মধ্যে মেসেজ যেতে শুরু করে ৷ যেখানে দেখা যায়, শিলিগুড়ির বিজেপি বিধায়ক কারও কাছ থেকে 1 হাজার টাকা, তো কারও কাছ থেকে 10 হাজার টাকা চাইছেন ৷ সোশ্যাল মিডিয়ায় এমন মেসেজ দেখে সবাই অবাক হয়ে যান ৷ সকলেই দ্রুত বিধায়কের সঙ্গে যোগাযোগ করেন ৷ বিষয়টি নিয়ে জানতে চান ৷ আর তখনই জানা যায় আসল ঘটনা ৷ বোঝা যায় সাইবার অপরাধের শিকার হয়েছেন শিলিগুড়ির বিধায়ক ৷ পুলিশ সূত্রে খবর, শঙ্কর ঘোষের সোশ্যাল মিডিয়া পেজ থেকে তাঁর কয়েকটি ছবি ডাউনলোড করে অভিযুক্তরা ৷ তার পর সেই ছবি ব্যবহার করে একটি ভুয়ো পেজ তৈরি করা হয় ৷ সেখান থেকে বিধায়কের পরিচিতদের মধ্যে মেসেজ পাঠিয়ে টাকা চাওয়া হয় ৷

আরও পড়ুন : Crime : আসানসোলে স্বর্ণঋণ সংস্থায় ডাকাতি, লুট 12 কেজি সোনা

বিষয়টি বুঝতে পেরে বিধায়ক শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে ফোন করেন ৷ তাঁকে সবটা জানানোর পর, কমিশনারের পরামর্শে শিলিগুড়ির সাইবার থানায় অভিযোগ দায়ের করেন শঙ্কর ঘোষ ৷ ঘটনায় শিলিগুড়ি কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগের এসিপি রাজেন ছেত্রী নিজে তদন্তে নজরদারি করছেন ৷ যদিও এই ঘটনায় কোনও আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি ৷ এ নিয়ে বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, ‘‘এর আগেও শহরে বেশ কয়েকজনের সঙ্গে একইরকমের ঘটনা ঘটেছে ৷ এবার আমার সঙ্গেও ঘটল ৷ তবে কারও আর্থিক ক্ষতি হয়নি ৷’’

Fake Social Media Account of Siliguris MLA Shankar Ghosh Name Police Starts Investigation
টাকা চেয়ে মেসেজ প্রতারকদের

আরও পড়ুন : Kolkata Police: পুলিশ সোর্সের একাংশ বড় অপরাধের সঙ্গে জড়িত, চিন্তায় লালবাজার

প্রসঙ্গত, শিলিগুড়ি শহরে সাইবার অপরাধের দৌরাত্ম্য বেশ কয়েক মাস ধরেই বাড়ছে ৷ এর আগেও শিলিগুড়ির তৃণমূল ও বিজেপি’র বেশ কয়েকজন নেতার সঙ্গে এই ঘটনা ঘটেছে ৷ এমনকি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি, থানার আইসি, সাব ইনিস্পেক্টর সহ একাধিক পুলিশ আধিকারিক ও কর্মীদের সোশ্যাল মিডিয়া পেজ হ্যাক করা হয়েছিল ৷ মূলত উত্তরপ্রদেশ, মুম্বই এবং বিহার থেকে এই ধরনের সাইবার অপরাধীদের চক্র কাজ করছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ৷

সাইবার অপরাধের শিকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.