শিলিগুড়ি, 25 জানুয়ারি : রবিবারই মহাসমারোহে তাঁর 125তম জন্মদিবস পালিত হয়েছে দেশজুড়ে ৷ ঠিক তার পরদিনই রাতের অন্ধকারে সুভাষচন্দ্র বসুর চোখে ভাঙা সানগ্লাস ৷ শিলিগুড়ির নক্কারজনক এই ঘটনায় নিন্দার ঝড় সব মহলে (Extreme disrespect to the statue of Netaji Subhash Chandra Bose in Siliguri) ৷ ঘটনাকে কেন্দ্র করে পৌরভোটের আগে শহরে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও ৷ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি উঠলেও মহান দেশনায়কের সঙ্গে এমন রসিকতায় লজ্জায় মাথা হেঁট শিলিগুড়ির ৷
তবে দেশনায়কদের এহেন অপমানের ঘটনা শিলিগুড়ি শহরে এই প্রথম নয় ৷ এর আগেও শহরে বিপ্লবী বিনয়-বাদল-দীনেশের মূর্তি ভেঙে দেওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার দুষ্কৃতীদের নিশানায় নেতাজি। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা শিলিগুড়ির সুভাষপল্লির সুভাষ বসুর মূর্তি দেখে হকচকিয়ে যান। এক বা একাধিক দুর্বৃত্ত রাতের অন্ধকারে নেতাজির চোখে ভাঙা সানগ্লাস পরিয়ে দিয়ে যায় বলে অভিযোগ। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি থানার পুলিশ। তবে ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরাগুলি কাজ না করায় খোদ পুলিশের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।
আরও পড়ুন : Netaji Birth Anniversary : ‘দেশনায়ক দিবস’-কে ফের জাতীয় ছুটি ঘোষণার দাবি মমতার
খবর পেয়ে সুভাষপল্লিতে পৌঁছন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তিনি বলেন, "সারা রাজ্যে সংস্কৃতি এবং আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে। পুলিশের উচিৎ কড়া পদক্ষেপ গ্রহণ করা ।" পাল্টা ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস নেতা রঞ্জন সরকার। তিনি বলেন, "এসব তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি নয়। কংগ্রেস, বিজেপি এবং বামফ্রন্ট সুভাষচন্দ্র বসুর অনেক রহস্য চেপে রেখেছে। একমাত্র মুখ্যমন্ত্রী লড়ে যাচ্ছেন। আমরা পুলিশকে বলেছি যে বা যারা এই ঘটনায় জড়িত, তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।"