ETV Bharat / city

মুখ্যমন্ত্রীর মাথার উপরে কার ড্রোন ? হুলুস্থুল শিলিগুড়িতে - শিলিগুড়ি

কে বা কারা ড্রোনটি ওড়ালো তা প্রাথমিকভাবে বুঝতে পারেনি স্থানীয় প্রশাসন ৷ তাই ড্রোনটি প্রথমে নামাতে বাধ্য করে শিলিগুড়ি থানা ৷ পরে অবশ্য পুলিশ জানতে পারে ড্রোনের মালিকের সেটি উড়ানোর অনুমতি রয়েছে । প্রকাশ্যে এসেছে সেই ড্রোন ক্যামেরায় তোলা মিছিলের ভিডিয়ো ৷

Siliguri
ড্রোন ক্যামেরায় তোলা ছবি
author img

By

Published : Jan 3, 2020, 11:30 PM IST

Updated : Jan 4, 2020, 12:02 AM IST

শিলিগুড়ি, 3 জানুয়ারি : মুখ্যমন্ত্রীর মাথার উপর কার ড্রোন ? আজ শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড় থেকে মুখ্যমন্ত্রীর মিছিল শুরু হতেই তাঁর মাথার উপর উড়তে শুরু করে একটি ড্রোন ৷

কে বা কারা ড্রোনটি ওড়ালো তা প্রাথমিকভাবে বুঝতে পারেনি স্থানীয় প্রশাসন ৷ তাই ড্রোনটি প্রথমে নামাতে বাধ্য করে শিলিগুড়ি থানা ৷ পরে অবশ্য পুলিশ জানতে পারে ড্রোনের মালিকের সেটি উড়ানোর অনুমতি রয়েছে । প্রকাশ্যে এসেছে সেই ড্রোন ক্যামেরায় তোলা মিছিলের ভিডিয়ো ৷

ড্রোন ক্যামেরা থেকে তোলা ছবির দৃশ্য

আজ শিলিগুড়িতে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী । মাল্লাগুড়ি মোড় থেকে বাঘাযতীন পার্ক অবধি হাঁটেন তিনি । পদযাত্রা মাল্লাগুড়ি মোড় থেকে কিছুটা এগোতেই ড্রোন নিয়ে পুলিশ মহলে শুরু হয় তৎপরতা ৷ ড্রোনটি যিনি নিয়ন্ত্রণ করছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পুলিশকে তিনি জানান, উদ্যোক্তাদের তরফেই ড্রোন ক্যামেরায় ছবি তোলার জন্য তাঁকে অনুমতি দেওয়া হয়েছে । তিনি সেই অনুমতিপত্রও দেখান পুলিশ আধিকারিকদের । তারপর ফের আকাশে ওড়ে ড্রোন ।

শিলিগুড়ি, 3 জানুয়ারি : মুখ্যমন্ত্রীর মাথার উপর কার ড্রোন ? আজ শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড় থেকে মুখ্যমন্ত্রীর মিছিল শুরু হতেই তাঁর মাথার উপর উড়তে শুরু করে একটি ড্রোন ৷

কে বা কারা ড্রোনটি ওড়ালো তা প্রাথমিকভাবে বুঝতে পারেনি স্থানীয় প্রশাসন ৷ তাই ড্রোনটি প্রথমে নামাতে বাধ্য করে শিলিগুড়ি থানা ৷ পরে অবশ্য পুলিশ জানতে পারে ড্রোনের মালিকের সেটি উড়ানোর অনুমতি রয়েছে । প্রকাশ্যে এসেছে সেই ড্রোন ক্যামেরায় তোলা মিছিলের ভিডিয়ো ৷

ড্রোন ক্যামেরা থেকে তোলা ছবির দৃশ্য

আজ শিলিগুড়িতে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী । মাল্লাগুড়ি মোড় থেকে বাঘাযতীন পার্ক অবধি হাঁটেন তিনি । পদযাত্রা মাল্লাগুড়ি মোড় থেকে কিছুটা এগোতেই ড্রোন নিয়ে পুলিশ মহলে শুরু হয় তৎপরতা ৷ ড্রোনটি যিনি নিয়ন্ত্রণ করছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পুলিশকে তিনি জানান, উদ্যোক্তাদের তরফেই ড্রোন ক্যামেরায় ছবি তোলার জন্য তাঁকে অনুমতি দেওয়া হয়েছে । তিনি সেই অনুমতিপত্রও দেখান পুলিশ আধিকারিকদের । তারপর ফের আকাশে ওড়ে ড্রোন ।

Intro:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় ড্রোন বিতর্ক। শিলিগুড়িতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী। মাল্লাগুড়ি মোড় থেকে বাঘাযতীন পার্ক অবধি মিছিলে হাঁটেন তিনি। মুখ্যমন্ত্রীর মিছিল শুরু হতেই মাথার উপর উড়তে শুরু করে একটি ড্রোন। করা তা ওড়ালো তা জানতে না পারে প্রাথমিকভাবে ড্রোনটি নামাতে বাধ্য করা হয় স্থানীয় শিলিগুড়ি থানার তরফে। পরে অবশ্য অনুমতি পত্র আছে জেনে ফের আকাশে উড়ে ছবি সংগ্রহ করতে থাকে ড্রোনটি। হাফ ছাড়েন পুলিশ কর্তারাও।


Body:মুখ্যমন্ত্রী পদযাত্রার সময় তার মাথার উপর একটি ড্রোন উড়তে থাকায় তা ঘিরে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় শিলিগুড়ি থানার অফিসারের তৎপর হয়ে ড্রোনটিকে নিচে নামানোর বন্দোবস্ত করেন। ড্রোনটি যে ব্যক্তি উড়াচ্ছিলেন তাকে ঘিরে শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। থানার আধিকারিকদের ওই ব্যক্তি জানান উদ্যোক্তাদের তরফেই আকাশপথে ছবি সংগ্রহ করতে এই বন্দোবস্ত। এর অনুমতি রয়েছে। এরপর দীর্ঘক্ষন কথাবার্তার পর অনুমতি আছে নিশ্চিত হয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। ফের আকাশে ওঠে ড্রোন। হাফ ছেড়ে বাঁচেন পুলিশ কর্মীরাও।


Conclusion:
Last Updated : Jan 4, 2020, 12:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.