শিলিগুড়ি, 3 জানুয়ারি : মুখ্যমন্ত্রীর মাথার উপর কার ড্রোন ? আজ শিলিগুড়ির মাল্লাগুড়ি মোড় থেকে মুখ্যমন্ত্রীর মিছিল শুরু হতেই তাঁর মাথার উপর উড়তে শুরু করে একটি ড্রোন ৷
কে বা কারা ড্রোনটি ওড়ালো তা প্রাথমিকভাবে বুঝতে পারেনি স্থানীয় প্রশাসন ৷ তাই ড্রোনটি প্রথমে নামাতে বাধ্য করে শিলিগুড়ি থানা ৷ পরে অবশ্য পুলিশ জানতে পারে ড্রোনের মালিকের সেটি উড়ানোর অনুমতি রয়েছে । প্রকাশ্যে এসেছে সেই ড্রোন ক্যামেরায় তোলা মিছিলের ভিডিয়ো ৷
আজ শিলিগুড়িতে নাগরিকত্ব সংশোধনী আইন, 2019-এর প্রতিবাদে পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী । মাল্লাগুড়ি মোড় থেকে বাঘাযতীন পার্ক অবধি হাঁটেন তিনি । পদযাত্রা মাল্লাগুড়ি মোড় থেকে কিছুটা এগোতেই ড্রোন নিয়ে পুলিশ মহলে শুরু হয় তৎপরতা ৷ ড্রোনটি যিনি নিয়ন্ত্রণ করছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ । পুলিশকে তিনি জানান, উদ্যোক্তাদের তরফেই ড্রোন ক্যামেরায় ছবি তোলার জন্য তাঁকে অনুমতি দেওয়া হয়েছে । তিনি সেই অনুমতিপত্রও দেখান পুলিশ আধিকারিকদের । তারপর ফের আকাশে ওড়ে ড্রোন ।