ETV Bharat / city

Delta Variant : উদ্বেগ বাড়িয়ে শিলিগুড়িতে মিলল করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট, সঙ্গে ইউকে স্ট্রেইনও

শিলিগুড়িতে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta variant) এবং ইউকে স্ট্রেইনের (UK strain) খোঁজ মেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷ সিকিমে ইতিমধ্যেই প্রায় 97 জন ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৷ এরই মধ্যে শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকার পাঁচজন ডেল্টা ভ্যারিয়েন্ট এবং দু'জন ইউকে স্ট্রেইনে সংক্রামিত হয়েছেন ৷ এতেই উদ্বেগ ছড়িয়েছে শিলিগুড়িতে ৷

শিলিগুড়িতে মিলল করোনার ডেল্টা ভেরিয়েন্ট
শিলিগুড়িতে মিলল করোনার ডেল্টা ভেরিয়েন্ট
author img

By

Published : Jul 27, 2021, 6:46 PM IST

শিলিগুড়ি, 27 জুলাই : এবার উত্তরবঙ্গে খোঁজ মিলল করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta variant) এবং ইউকে স্ট্রেইনের (UK strain) । শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ইউকে স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন মোট সাতজন ৷ তাঁরা প্রত্যেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ৷

সম্প্রতি সিকিমে প্রায় 97 জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া যায় ৷ তারপরই তৎপর হয়ে ওঠে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন । ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকমহলও ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিকিমের সঙ্গেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ করতে নমুনা পাঠানো হয়েছিল কলকাতায় । গত সপ্তাহে সিকিমের সেই নমুনার রিপোর্ট হাতে আসে ৷ 97 জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে বলে জানা যায় । এরপর সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো 100 জন রোগীর লালারস এবং নাকের টিস্যুর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । তাতেই দেখা যায় করোনায় সংক্রামিত পাঁচজন রোগীর শরীরে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং দু'জনের শরীরে ছড়িয়ে রয়েছে ইউকে স্ট্রেইনের মারণ ভাইরাস ।

শিলিগুড়ি মহামায়া কলোনি এবং শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের টুমবাজোতের বাসিন্দা ইউইকে স্ট্রেনে সংক্রামিত হয়েছেন । পাশাপাশি শিলিগুড়ির সূর্যসেন কলোনি, চম্পাসারি, নৌকাঘাট, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক কর্মী-সহ দার্জিলিং পাহাড়ের মঙ্গপুর রিসভের বাসিন্দা ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রামিত হয়েছেন । তাঁরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে চিকিৎসাধীন রয়েছেন ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "কলকাতা থেকে আমাদের পাঠানো প্রথম ফেজের নমুনার রিপোর্ট এসেছে । তাতে পাঁচজন ডেল্টা ভ্যারিয়েন্ট এবং দু'জন ইউকে স্ট্রেইনে সংক্রামিত হয়েছেন । বিষয়টি অবশ্যই উদ্বেগের ।"

আরও পড়ুন : দুটি ডোজ নেওয়ার পর করোনার দুটি আলাদা ভ্যারিয়্যান্টে আক্রান্ত অসমের চিকিৎসক

শিলিগুড়ি, 27 জুলাই : এবার উত্তরবঙ্গে খোঁজ মিলল করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট (Delta variant) এবং ইউকে স্ট্রেইনের (UK strain) । শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকায় ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ইউকে স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন মোট সাতজন ৷ তাঁরা প্রত্যেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । বিষয়টি প্রকাশ্যে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়েছে ৷

সম্প্রতি সিকিমে প্রায় 97 জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া যায় ৷ তারপরই তৎপর হয়ে ওঠে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলা প্রশাসন । ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকমহলও ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সিকিমের সঙ্গেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরি থেকে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ করতে নমুনা পাঠানো হয়েছিল কলকাতায় । গত সপ্তাহে সিকিমের সেই নমুনার রিপোর্ট হাতে আসে ৷ 97 জনের শরীরে ডেল্টা ভ্যারিয়েন্টের উপস্থিতি রয়েছে বলে জানা যায় । এরপর সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে পাঠানো 100 জন রোগীর লালারস এবং নাকের টিস্যুর নমুনা পরীক্ষার রিপোর্ট আসে । তাতেই দেখা যায় করোনায় সংক্রামিত পাঁচজন রোগীর শরীরে রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং দু'জনের শরীরে ছড়িয়ে রয়েছে ইউকে স্ট্রেইনের মারণ ভাইরাস ।

শিলিগুড়ি মহামায়া কলোনি এবং শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়া ব্লকের টুমবাজোতের বাসিন্দা ইউইকে স্ট্রেনে সংক্রামিত হয়েছেন । পাশাপাশি শিলিগুড়ির সূর্যসেন কলোনি, চম্পাসারি, নৌকাঘাট, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক কর্মী-সহ দার্জিলিং পাহাড়ের মঙ্গপুর রিসভের বাসিন্দা ডেল্টা ভ্যারিয়েন্টে সংক্রামিত হয়েছেন । তাঁরা প্রত্যেকেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কোভিড ব্লকে চিকিৎসাধীন রয়েছেন ।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, "কলকাতা থেকে আমাদের পাঠানো প্রথম ফেজের নমুনার রিপোর্ট এসেছে । তাতে পাঁচজন ডেল্টা ভ্যারিয়েন্ট এবং দু'জন ইউকে স্ট্রেইনে সংক্রামিত হয়েছেন । বিষয়টি অবশ্যই উদ্বেগের ।"

আরও পড়ুন : দুটি ডোজ নেওয়ার পর করোনার দুটি আলাদা ভ্যারিয়্যান্টে আক্রান্ত অসমের চিকিৎসক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.