ETV Bharat / city

যাত্রীশূন্য রেলকামরায় উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ - GRP

কাটিহারগামী যাত্রীশূন্য ট্রেনের শৌচাগার থেকে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ ৷ তদন্তে রেল পুলিশ ৷

siliguri
যাত্রীশূন্য রেলকামরায় উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ
author img

By

Published : Jun 11, 2020, 8:54 AM IST

শিলিগুড়ি, 11 জুন : অসম থেকে কাটিহারের উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীশূন্য ট্রেন । সেই ট্রেনের একটি কামরার শৌচাগার থেকে গতকাল দুপুরে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল NJP এর GRP। মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি ।

জানা গিয়েছে, ওই ট্রেনটি শ্রমিক স্পেশাল ট্রেন হিসেবে অসম অবধি গিয়েছিল । তারপর ট্রেনটি কাটিহারে ফিরছিল । ফেরার পথে NJP স্টেশনে ট্রেনটি থামলে উদ্ধার হয় ওই ব্যক্তির পচা গলা মৃতদেহ । তবে, কীভাবে ওই ব্যক্তি ট্রেনের শৌচাগারে পৌঁছাল তা নিয়ে ধন্দে NJP এর GRP কর্তারা । তবে, প্রাথমিকভবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । অন্যদিকে ওই ব্যক্তির পরিচয় জানতে খোঁজ শুরু করেছে পুলিশ ।

NJP রেল পুলিশ কর্তাদের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি ভবঘুরে । কোনও কারণে সে ট্রেনের শৌচাগারে প্রবেশ করেছিল । অসুস্থতার কারণে সেখানেই প্রাণ হারায় সে । তবে, এই ঘটনায় প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ সকলেই । ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় NJP-এর রেল পুলিশর কর্তারা ।

শিলিগুড়ি, 11 জুন : অসম থেকে কাটিহারের উদ্দেশে রওনা দিয়েছিল যাত্রীশূন্য ট্রেন । সেই ট্রেনের একটি কামরার শৌচাগার থেকে গতকাল দুপুরে এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল NJP এর GRP। মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি ।

জানা গিয়েছে, ওই ট্রেনটি শ্রমিক স্পেশাল ট্রেন হিসেবে অসম অবধি গিয়েছিল । তারপর ট্রেনটি কাটিহারে ফিরছিল । ফেরার পথে NJP স্টেশনে ট্রেনটি থামলে উদ্ধার হয় ওই ব্যক্তির পচা গলা মৃতদেহ । তবে, কীভাবে ওই ব্যক্তি ট্রেনের শৌচাগারে পৌঁছাল তা নিয়ে ধন্দে NJP এর GRP কর্তারা । তবে, প্রাথমিকভবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । অন্যদিকে ওই ব্যক্তির পরিচয় জানতে খোঁজ শুরু করেছে পুলিশ ।

NJP রেল পুলিশ কর্তাদের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি ভবঘুরে । কোনও কারণে সে ট্রেনের শৌচাগারে প্রবেশ করেছিল । অসুস্থতার কারণে সেখানেই প্রাণ হারায় সে । তবে, এই ঘটনায় প্রকাশ্যে মন্তব্য করতে নারাজ সকলেই । ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় NJP-এর রেল পুলিশর কর্তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.