ETV Bharat / city

20 শতাংশ পুজো বোনাসের দাবি, আন্দোলনে সরগরম পাহাড় - Bonus for darjeeling tea labour union

শ্রমিক অজয় এডওয়ার্ডের দাবি, তাঁদের রক্ত-ঘাম ঝরিয়ে তৈরি দার্জিলিং চা । শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হলে রক্ত জল করে প্রস্তুত করা ওই চা যাতে মানুষ সেবন না করেন সেই আবেদন করবেন তাঁরা ।

20 শতাংশ পুজো বোনাসের দাবি, আন্দোলনে সরগরম পাহাড়
author img

By

Published : Sep 26, 2019, 12:40 AM IST

Updated : Sep 26, 2019, 2:21 AM IST

দার্জিলিং, 26 সেপ্টেম্বর : পুজোর বোনাসের দাবিতে ফের সরগরম পাহাড় । কেউ প্রতীকী প্রতিবাদ হিসাবে মাথা মুণ্ডন করেছেন ৷ কেউ বা ব্যানার নিয়ে আন্দোলনের কথা বলছেন । সভা -সমাবেশ, গেট মিটিং, মিছিল, স্মারকলিপি চলছে সবই ।

পাহাড়ের চা-শ্রমিক সংগঠনগুলি যুগ্ম ব্যানারে পুজোর বোনাসের দাবিতে পথে নেমেছে । একই সঙ্গে তাঁদের হুঁশিয়ারি, বোনাস না মিললে বিশ্বখ্যাত এই দার্জিলিং চা বয়কটের জন্য মানুষের কাছে আবেদন করবেন তাঁরা ।

শ্রমিক অজয় এডওয়ার্ডের দাবি, তাঁদের রক্ত-ঘাম ঝরিয়ে তৈরি দার্জিলিং চা । শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হলে রক্ত জল করে প্রস্তুত করা ওই চা যাতে মানুষ সেবন না করেন সেই আবেদন করবেন তাঁরা । বুধবার দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে বোনাসের দাবিতে সভা করে জয়েন্ট ফোরাম । তার আগে শহরে মিছিল হয় । এদিনের সভাতে অমর লামা, জে বি তামাঙ, লক্ষ্মণ প্রধান, বলরাম তামাঙ, সমন পাঠক-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন ।

জেবি তামাঙ, লক্ষ্মণ প্রধান, সমন পাঠক, অজয় এডওয়ার্ডরা জানিয়েছেন,পুজোর বোনাস নিয়ে চা মালিকদের সঙ্গে তাঁদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে । 23 সেপ্টেম্বর দার্জিলিং টি অ্যাসোসিয়েশন বা ডিটিএ' তে শেষ বৈঠক হয় । কিন্তু সুরাহা হয়নি । মালিকরা শ্রমিকদের দাবি অনুযায়ী 20 শতাংশ বোনাস দিতে নারাজ । এর প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে ইতিমধ্যেই দার্জিলিঙের জেলাশাসক, পুলিশ-সুপার, সহকারি শ্রম কমিশনার বা ALC ও GTA-এর চেয়ারম্যানকে স্মারকলিপিও দেওয়া হয়েছে । তবে এদিনের এই মিছিল, সভা -সমাবেশই নয়, পাহাড়ে আরও অন্যান্য উপায়েও বোনাসের দাবিতে আন্দোলন শুরু হয়েছে ।

বুধবার কার্শিয়াংয়ের তিনধারিয়া-মহানদী এলাকায় গেট মিটিং হয় । সোনাদার একটি চা বাগানের শ্রমিক বীরমণি সুব্বা ২০ শতাংশ পুজোর বোনাসের দাবিতে মাথা ন্যাড়া করেন । পাহাড়ে 77টির মতো চা বাগান চালু অবস্থায় রয়েছে । ওইসব বাগানের চা শ্রমিকরা যুগ্ম ফোরামের ছাতার তলায় বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন ।

দার্জিলিং, 26 সেপ্টেম্বর : পুজোর বোনাসের দাবিতে ফের সরগরম পাহাড় । কেউ প্রতীকী প্রতিবাদ হিসাবে মাথা মুণ্ডন করেছেন ৷ কেউ বা ব্যানার নিয়ে আন্দোলনের কথা বলছেন । সভা -সমাবেশ, গেট মিটিং, মিছিল, স্মারকলিপি চলছে সবই ।

পাহাড়ের চা-শ্রমিক সংগঠনগুলি যুগ্ম ব্যানারে পুজোর বোনাসের দাবিতে পথে নেমেছে । একই সঙ্গে তাঁদের হুঁশিয়ারি, বোনাস না মিললে বিশ্বখ্যাত এই দার্জিলিং চা বয়কটের জন্য মানুষের কাছে আবেদন করবেন তাঁরা ।

শ্রমিক অজয় এডওয়ার্ডের দাবি, তাঁদের রক্ত-ঘাম ঝরিয়ে তৈরি দার্জিলিং চা । শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হলে রক্ত জল করে প্রস্তুত করা ওই চা যাতে মানুষ সেবন না করেন সেই আবেদন করবেন তাঁরা । বুধবার দার্জিলিঙের মোটর স্ট্যান্ডে বোনাসের দাবিতে সভা করে জয়েন্ট ফোরাম । তার আগে শহরে মিছিল হয় । এদিনের সভাতে অমর লামা, জে বি তামাঙ, লক্ষ্মণ প্রধান, বলরাম তামাঙ, সমন পাঠক-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন ।

জেবি তামাঙ, লক্ষ্মণ প্রধান, সমন পাঠক, অজয় এডওয়ার্ডরা জানিয়েছেন,পুজোর বোনাস নিয়ে চা মালিকদের সঙ্গে তাঁদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে । 23 সেপ্টেম্বর দার্জিলিং টি অ্যাসোসিয়েশন বা ডিটিএ' তে শেষ বৈঠক হয় । কিন্তু সুরাহা হয়নি । মালিকরা শ্রমিকদের দাবি অনুযায়ী 20 শতাংশ বোনাস দিতে নারাজ । এর প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে ইতিমধ্যেই দার্জিলিঙের জেলাশাসক, পুলিশ-সুপার, সহকারি শ্রম কমিশনার বা ALC ও GTA-এর চেয়ারম্যানকে স্মারকলিপিও দেওয়া হয়েছে । তবে এদিনের এই মিছিল, সভা -সমাবেশই নয়, পাহাড়ে আরও অন্যান্য উপায়েও বোনাসের দাবিতে আন্দোলন শুরু হয়েছে ।

বুধবার কার্শিয়াংয়ের তিনধারিয়া-মহানদী এলাকায় গেট মিটিং হয় । সোনাদার একটি চা বাগানের শ্রমিক বীরমণি সুব্বা ২০ শতাংশ পুজোর বোনাসের দাবিতে মাথা ন্যাড়া করেন । পাহাড়ে 77টির মতো চা বাগান চালু অবস্থায় রয়েছে । ওইসব বাগানের চা শ্রমিকরা যুগ্ম ফোরামের ছাতার তলায় বোনাসের দাবিতে আন্দোলনে নেমেছেন ।

Intro:২০ শতাংশ পুজোর বোনাসের দাবীতে আন্দোলনে সরগরম পাহাড়

দার্জিলিং , ২৫ সেপ্টেম্বর : পুজোর বোনাসের দাবিতে ফের সরগরম পাহাড় । কেউ প্রতিকী প্রতিবাদ হিসাবে মাথা মুণ্ডন করেছেন , কেউবা জয়েন্ট ব্যানারের ছাতার নিচে আন্দোলন শুরু । সভা -সমাবেশ, গেট মিটিং, মিছিল, স্মারকলিপি চলছে সবই । Body:পাহাড়ের চা শ্রমিক সংগঠনগুলি জয়েন্ট ফোরামের ব্যানারে পুজোর বোনাসের দাবীতে পথে নেমেছে । একইসঙ্গে তাঁদের হুঁশিয়ারি, বোনাস না মিললে বিশ্ব খ্যাত এই দার্জিলিং চা বয়কটের জন্য মানুষের কাছে আবেদন করবেন তাঁরা । তাঁদের যুক্তি, শ্রমিকদের রক্ত -ঘাম ঝরিয়ে তৈরি দার্জিলিং চা । সেই শ্রমিকদের প্রাপ্য থেকে বঞ্চিত করা হলে রক্ত জল করে প্রস্তুত করা ওই চা যাতে মানুষ সেবন না করেন তার আবেদন করবেন তাঁরা । বলেন শ্রমিক অজয় এডওয়ার্ড । বুধবার দার্জিলিংয়ের মোটর স্ট্যান্ডে বোনাসের দাবীতে সভা করে জয়েন্ট ফোরাম । তার আগে শহরে মিছিল হয় । এদিনের সভাতে অমর লামা, জে বি তামাঙ, লক্ষ্মণ প্রধান, বলরাম তামাঙ, সমন পাঠক সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন ।
জেবি তামাঙ, লক্ষ্মণ প্রধান, সমন পাঠক, অজয় এডওয়ার্ডরা জানিয়েছেন,পুজোর বোনাস নিয়ে চা মালিকদের সঙ্গে তাঁদের বেশ কয়েকবার বৈঠক হয়েছে । ২৩ সেপ্টেম্বর দার্জিলিং টি অ্যাসোসিয়েশন বা ডিটিএ' তে শেষ বৈঠক হয় । কিন্তু সুরাহা হয়নি । মালিকরা শ্রমকিদের দাবীমতো ২০ শতাংশ বোনাস দিতে নারাজ । এর প্রতিবাদে প্রশাসনের হস্তক্ষেপের দাবি জানিয়ে ইতোমধ্যেই দার্জিলিংয়ের জেলাশাসক , পুলিশ সুপার , সহকারী শ্রম কমিশনার বা এএলসি ও জিটিএ -এর চেয়ারম্যানকে স্মারকলিপিও দেওয়া হয়েছে । তবে এদিনের এই মিছিল, সভা -সমাবেশই নয়, পাহাড়ে আরও অন্যান্য উপায়েও বোনাসের দাবীতে আন্দোলন শুরু হয়েছে । Conclusion:বুধবার কার্সিয়াংয়ের তিনধারিয়া -মহনদী এলাকায় গেট মিটিং হয় । সোনাদার একটি চা বাগানের শ্রমিক বীরমনি সুব্বা ২০ শতাংশ পুজোর বোনাসের দাবিতে মাথা ন্যাড়া করেন । পাহাড়ে ৭৭ টির মতো চা বাগান চালু অবস্থায় রয়েছে । ওইসব বাগানের চা শ্রমকিরা জয়েন্ট ফোরামের ছাতার তলায় বোনাসের দাবীতে আন্দোলনে নেমেছে ।
Last Updated : Sep 26, 2019, 2:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.