ETV Bharat / city

Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারিতে অবাক নন বিরোধীরা, উঠল মুখ্যমন্ত্রীর শাস্তির দাবি - শংকর ঘোষ

এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গ্রেফতার হওয়ার পরই সরব সিপিএম, বিজেপি ৷ ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) শাস্তির দাবি তুললেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya) ৷ কটাক্ষের সুর রাজু বিস্তা (Raju Bista), শংকর ঘোষের (Shankar Ghosh) গলাতেও ৷

CPM BJP Reaction from North Bengal on Partha Chatterjee Arrest
Partha Chatterjee Arrest: পার্থর গ্রেফতারিতে অবাক নন বিরোধীরা, উঠল মুখ্যমন্ত্রীর শাস্তির দাবি
author img

By

Published : Jul 23, 2022, 5:18 PM IST

শিলিগুড়ি, 23 জুলাই: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ইডি (ED)-এর হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব বিরোধীরা ৷ তাঁদের বক্তব্য, এই গ্রেফতারি মোটেও অনভিপ্রেত নয় ৷ উপরন্তু, পার্থর গ্রেফতারির পর তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) শাস্তির দাবিতে সরব হয়েছেন অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) মতো প্রবীণ সিপিএম নেতাও ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে দার্জিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের (Shankar Ghosh) গলাতেও ৷

শনিবার সকালেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, এ তো হওয়ারই ছিল ! তবে, পার্থ একা সব টাকা আত্মসাৎ করেছেন, এমনটা মানতে নারাজ অশোক ৷ তাঁর বক্তব্য, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর মদত ছাড়া এমন কাণ্ড ঘটানো সম্ভব নয় ৷ তাই গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও শাস্তি দাবি তুলেছেন তিনি ৷

আরও পড়ুন: Arpita Mukherjee: 'অর্পিতা কর্মঠ, পরিশ্রমী, পেশাদার', একান্ত সাক্ষাৎকারে জানালেন তাঁর ছবির পরিচালক অশোক পতি

অন্যদিকে, রাজু বিস্তার ব্যাখ্যা হল, স্বাধীনতার সময় ভারতের জিডিপি-তে পশ্চিমবঙ্গের অবদান ছিল 30 শতাংশেরও বেশি ৷ কিন্তু, আজ তা কমতে কমতে 3 শতাংশে এসে দাঁড়িয়েছে ! এর জন্য রাজ্যের শাসকদলগুলিকেই দায়ী করেছেন অশোক ৷ সরাসরি কাঠগড়ায় তুলেছেন সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে ৷ বিজেপি সাংসদের সাফ কথা, পার্থকে গ্রেফতারি সূচনামাত্র ! ওয়াকিবহাল মহলের মতে, একাধিক দুর্নীতি মামলায় আগামী দিনে রাজ্যের আরও অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রীকে যে পাকড়াও করা হতে পারে, সেই বার্তাই দিয়েছেন রাজু ৷

রাজু বিস্তার দলীয় সহকর্মী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের বক্তব্য হল, ভারতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস একটি লজ্জা ! শংকরও মনে করেন, পার্থ চট্টোপাধ্য়ায়ের এই গ্রেফতারি একেবারেই অভিপ্রেত ছিল ৷ আগামিদিনে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সির তদন্ত প্রক্রিয়ার জেরে এমন অনেক ঘটনা ঘটবে বলেও মনে করেন এই বিজেপি নেতা ৷

শিলিগুড়ি, 23 জুলাই: এসএসসি দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) ইডি (ED)-এর হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই সরব বিরোধীরা ৷ তাঁদের বক্তব্য, এই গ্রেফতারি মোটেও অনভিপ্রেত নয় ৷ উপরন্তু, পার্থর গ্রেফতারির পর তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) শাস্তির দাবিতে সরব হয়েছেন অশোক ভট্টাচার্যের (Ashok Bhattacharya) মতো প্রবীণ সিপিএম নেতাও ৷ প্রায় একই সুর শোনা গিয়েছে দার্জিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের (Shankar Ghosh) গলাতেও ৷

শনিবার সকালেই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বলেন, এ তো হওয়ারই ছিল ! তবে, পার্থ একা সব টাকা আত্মসাৎ করেছেন, এমনটা মানতে নারাজ অশোক ৷ তাঁর বক্তব্য, দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর মদত ছাড়া এমন কাণ্ড ঘটানো সম্ভব নয় ৷ তাই গোটা ঘটনায় মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও শাস্তি দাবি তুলেছেন তিনি ৷

আরও পড়ুন: Arpita Mukherjee: 'অর্পিতা কর্মঠ, পরিশ্রমী, পেশাদার', একান্ত সাক্ষাৎকারে জানালেন তাঁর ছবির পরিচালক অশোক পতি

অন্যদিকে, রাজু বিস্তার ব্যাখ্যা হল, স্বাধীনতার সময় ভারতের জিডিপি-তে পশ্চিমবঙ্গের অবদান ছিল 30 শতাংশেরও বেশি ৷ কিন্তু, আজ তা কমতে কমতে 3 শতাংশে এসে দাঁড়িয়েছে ! এর জন্য রাজ্যের শাসকদলগুলিকেই দায়ী করেছেন অশোক ৷ সরাসরি কাঠগড়ায় তুলেছেন সিপিএম এবং তৃণমূল কংগ্রেসকে ৷ বিজেপি সাংসদের সাফ কথা, পার্থকে গ্রেফতারি সূচনামাত্র ! ওয়াকিবহাল মহলের মতে, একাধিক দুর্নীতি মামলায় আগামী দিনে রাজ্যের আরও অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রীকে যে পাকড়াও করা হতে পারে, সেই বার্তাই দিয়েছেন রাজু ৷

রাজু বিস্তার দলীয় সহকর্মী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের বক্তব্য হল, ভারতীয় রাজনীতিতে তৃণমূল কংগ্রেস একটি লজ্জা ! শংকরও মনে করেন, পার্থ চট্টোপাধ্য়ায়ের এই গ্রেফতারি একেবারেই অভিপ্রেত ছিল ৷ আগামিদিনে কেন্দ্রীয় বিভিন্ন এজেন্সির তদন্ত প্রক্রিয়ার জেরে এমন অনেক ঘটনা ঘটবে বলেও মনে করেন এই বিজেপি নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.