ETV Bharat / city

শিলিগুড়িতে চারু মজুমদারের মূর্তির নামফলক ঢাকল কমিশন

নির্বাচনের আগে মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ করতে গিয়ে শিলিগুড়িতে থাকা নকশাল নেতা চারু মজুমদারের আবক্ষ মুর্তির নামফলক ঢেকে দেওয়া হল।

চারু মজুমদার
author img

By

Published : Apr 9, 2019, 9:58 PM IST

Updated : Apr 10, 2019, 2:14 AM IST

শিলিগুড়ি, 9 এপ্রিল :মডেল কোড অফ কন্ডাক্ট-এর আওতায় শিলিগুড়িতে নকশাল নেতা চারু মজুমদারের আবক্ষ মূর্তির নামফলক ঢাকল নির্বাচন কমিশন। এই ঘটনার প্রতিবাদে কমিশনকে চিঠি পাঠিয়েছে একাধিক নকশালপন্থী সংগঠন। পাশাপাশি তারা বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।

ভিডিয়োয় শুনুন অভিজিৎ মজুমদারের বক্তব্য

CPI(M-L)-এর দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন, "1984 সালে নকশালবাড়ি আন্দোলনের নেতা চারু মজুমদারের মূর্তি শিলিগুড়িতে স্থাপিত হয়েছিল। এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আমরা নির্বাচনে প্রার্থী দিইনি। আগে কখনও এভাবে আমাদের নেতার আবক্ষ মূর্তির নামফলক ঢাকা হয়নি। কিন্তু, এবার MCC (মডেল কোড অফ কন্ডাক্ট) টিম গিয়ে মূর্তির নামফলক ঢেকে দিয়েছে। সেভ ড্রাইভ, সেফ লাইফের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত স্টিকার শহরের চারদিকে লাগানো আছে। সেগুলি নির্বাচন কমিশন দেখছে না।"

অভিজিৎবাবু আরও বলেন, "চারু মজুমদারের মূর্তির ওই নামফলকে লাগানো কালো কাপড় অবিলম্বে খোলার দাবি জানাচ্ছি। না হলে দেশজুড়ে আমরা বিক্ষোভ দেখাব। দিল্লিতেও কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি আজ আমরা মহকুমাশাসকের মাধ্যমে কমিশনে প্রতিবাদপত্র পাঠিয়েছি।"

শিলিগুড়ি, 9 এপ্রিল :মডেল কোড অফ কন্ডাক্ট-এর আওতায় শিলিগুড়িতে নকশাল নেতা চারু মজুমদারের আবক্ষ মূর্তির নামফলক ঢাকল নির্বাচন কমিশন। এই ঘটনার প্রতিবাদে কমিশনকে চিঠি পাঠিয়েছে একাধিক নকশালপন্থী সংগঠন। পাশাপাশি তারা বিষয়টি নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে।

ভিডিয়োয় শুনুন অভিজিৎ মজুমদারের বক্তব্য

CPI(M-L)-এর দার্জিলিং জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন, "1984 সালে নকশালবাড়ি আন্দোলনের নেতা চারু মজুমদারের মূর্তি শিলিগুড়িতে স্থাপিত হয়েছিল। এর সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আমরা নির্বাচনে প্রার্থী দিইনি। আগে কখনও এভাবে আমাদের নেতার আবক্ষ মূর্তির নামফলক ঢাকা হয়নি। কিন্তু, এবার MCC (মডেল কোড অফ কন্ডাক্ট) টিম গিয়ে মূর্তির নামফলক ঢেকে দিয়েছে। সেভ ড্রাইভ, সেফ লাইফের নামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত স্টিকার শহরের চারদিকে লাগানো আছে। সেগুলি নির্বাচন কমিশন দেখছে না।"

অভিজিৎবাবু আরও বলেন, "চারু মজুমদারের মূর্তির ওই নামফলকে লাগানো কালো কাপড় অবিলম্বে খোলার দাবি জানাচ্ছি। না হলে দেশজুড়ে আমরা বিক্ষোভ দেখাব। দিল্লিতেও কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি আজ আমরা মহকুমাশাসকের মাধ্যমে কমিশনে প্রতিবাদপত্র পাঠিয়েছি।"

Intro:নকশাল নেতার আবক্ষ মুর্তির ফলক ঢাকল কমিশন, হুশিয়ারি নকশালদের


নির্বাচনের আগে মডেল কোড অফ কন্ডাক্ট প্রয়োগ করতে গিয়ে শিলিগুড়িতে থাকা নকশাল নেতা চারু মজুমদারের আবক্ষ মুর্তির নামফলক ঢেকে দেওয়া হল। ঘটনার জেরে কমিশনকে প্রতিবাদ পত্র পাঠানোর পাশাপাশি বিক্ষোভের হুশিয়ারী দিল নকশালপন্থী একাধীক সংগঠন।

সিপি আইএমএল এর জেলা সম্পাদক অভিজিৎ মজুমদার বলেন আশির দশকে শিলিগুড়িতে এই মুর্তি বসেছিল। এস সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই। আমরা নির্বাচনেও প্রার্থী দেই নি। অতীতে কখনো এভাবে আমাদের নেতার আবক্ষ মুর্তির নাম ফলক ঢাকা হয় নি। কিন্তু এবার এম সি সি টিম গিয়ে মুর্তির নাম ফলক ঢেকে দিয়েছে। যদিও সেভ ড্রাইভ, সেফ লাইফের নামে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত স্টিকার লাগানো অসংখ্য গাড়ি শহরে ঘুরছে। চারু মজুমদারের মুর্তির ওই নাম ফলকে লাগানো কালো কাপড় অবিলম্বে খোলার দাবি জানাচ্ছি। না হলে দেশ জুড়ে আমরা বিক্ষোভ দেখাব। দিল্লীতেও কমিশনে এর প্রতিবাদ জানানো হবে। পাশাপাশি মহকুমা শাসকের মাধ্যমে কমিশনে আজ প্রতিবাদ পত্র পাঠিয়েছি। Body:।Conclusion:
Last Updated : Apr 10, 2019, 2:14 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.