শিলিগুড়ি , 8 জুন : গজলডোবায় জমি অধিগ্রহণ নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছে শাসকদল । এবার মুখ খুললেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য । শিলিগুড়ির CPI(M) জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ । ধর্মের কল বাতাসে নড়ছে ।" গজলডোবায় জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "এই সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে । তাই, মানুষ ক্ষুব্ধ ।"
অশোকবাবু আরও বলেন, "বাম আমলে কাওয়াখালিতে জমি অধিগ্রহণ হয়েছিল। ক্ষতিগ্রস্তদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছিল । কিন্তু, এখন শুনছি সরকার সেসব সুবিধা বন্ধ করে দিয়েছে । বিরোধীদের দমন করা ছাড়া এরা কিছুই করেনি ।"
পাহাড়ের মানুষ তৃণমূলের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন অশোকবাবু । তিনি আরও বলেন, "ওরা রাজবংশীদের জন্য কিছু করেনি । আদিবাসীদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছে । ভোট ব্যাঙ্ক বাড়িয়েছে । কারোর খেয়াল রাখেনি । তাই, আজ সবাই ক্ষুব্ধ ।"