ETV Bharat / city

তৃণমূল কংগ্রেস ডুবন্ত জাহাজ, মানুষের সঙ্গে প্রতারণা করেছে : অশোক - ashok bhattacharjee

গজলডোবায় জমি অধিগ্রহণ নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছে শাসকদল । এবার মুখ খুললেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য । শিলিগুড়ির CPI(M) জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ । ধর্মের কল বাতাসে নড়ছে ।"

আশোক ভট্টাচার্য
author img

By

Published : Jun 8, 2019, 9:39 PM IST

Updated : Jun 8, 2019, 10:56 PM IST


শিলিগুড়ি , 8 জুন : গজলডোবায় জমি অধিগ্রহণ নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছে শাসকদল । এবার মুখ খুললেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য । শিলিগুড়ির CPI(M) জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ । ধর্মের কল বাতাসে নড়ছে ।" গজলডোবায় জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "এই সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে । তাই, মানুষ ক্ষুব্ধ ।"

অশোকবাবু আরও বলেন, "বাম আমলে কাওয়াখালিতে জমি অধিগ্রহণ হয়েছিল। ক্ষতিগ্রস্তদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছিল । কিন্তু, এখন শুনছি সরকার সেসব সুবিধা বন্ধ করে দিয়েছে । বিরোধীদের দমন করা ছাড়া এরা কিছুই করেনি ।"

আশোক ভট্টাচার্য

পাহাড়ের মানুষ তৃণমূলের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন অশোকবাবু । তিনি আরও বলেন, "ওরা রাজবংশীদের জন্য কিছু করেনি । আদিবাসীদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছে । ভোট ব্যাঙ্ক বাড়িয়েছে । কারোর খেয়াল রাখেনি । তাই, আজ সবাই ক্ষুব্ধ ।"


শিলিগুড়ি , 8 জুন : গজলডোবায় জমি অধিগ্রহণ নিয়ে বহুবার সমালোচনার মুখে পড়েছে শাসকদল । এবার মুখ খুললেন CPI(M) নেতা অশোক ভট্টাচার্য । শিলিগুড়ির CPI(M) জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, "তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ । ধর্মের কল বাতাসে নড়ছে ।" গজলডোবায় জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, "এই সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে । তাই, মানুষ ক্ষুব্ধ ।"

অশোকবাবু আরও বলেন, "বাম আমলে কাওয়াখালিতে জমি অধিগ্রহণ হয়েছিল। ক্ষতিগ্রস্তদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প গ্রহণ করা হয়েছিল । কিন্তু, এখন শুনছি সরকার সেসব সুবিধা বন্ধ করে দিয়েছে । বিরোধীদের দমন করা ছাড়া এরা কিছুই করেনি ।"

আশোক ভট্টাচার্য

পাহাড়ের মানুষ তৃণমূলের সঙ্গে প্রতারণা করছে বলেও অভিযোগ করেন অশোকবাবু । তিনি আরও বলেন, "ওরা রাজবংশীদের জন্য কিছু করেনি । আদিবাসীদের নিয়ে কার্যত ছেলেখেলা করেছে । ভোট ব্যাঙ্ক বাড়িয়েছে । কারোর খেয়াল রাখেনি । তাই, আজ সবাই ক্ষুব্ধ ।"

Intro:তৃণমূল ডুবন্ত জাহাজ, ধর্মের কল বাতাসে নড়ছেঃ অশোক

তৃণমূল কংগ্রেস এখন ডুবন্ত জাহাজ। ধর্মের কল বাতাসে নড়ছে। মন্তব্য সিপিএম নেতা ও মেয়র অশোক ভট্টাচার্যে। গজলডোবায় জমি অধিগ্রহনের ক্ষেত্রে স্থানিয় মানুষের বিরোধীতা দুর্ভাগ্যজনক জানিয়েও তিনি বলেন আসলে এই সরকার মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাই মানুষ ক্ষুব্দ হচ্ছে।

এদিন সাংবাদিক বৈঠকে মেয়র বলেন, বাম আমলে কাওয়াখালিতে জমি অধিগ্রহন হয়েছিল। কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প ক্ষতিগ্রস্ত মানুষদের দিয়েছিল বাম সরকার। কিন্তু শুনছি এই সরকার সেসব সুবিধা বন্ধ করে দিয়েছে। বিরোধীদের দমন করার চেষ্টা ছাড়া এই সরকার কিছুই করেনি।
পাশাপাশি তিনি বলেন, পাহারে মানুষদের সঙ্গে প্রতারণা করেছে তৃণমুল। রাজবংশী ভাষা নিয়ে কিছুই হয় নি। আদিবাসীদের নিয়েও কাযত ছেলেখেলা হয়েছে। ভোট নিয়েছে, কিন্তু ওদের খেয়াল রাখেনি এই সরকার। তাই আজ সবাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন।

তৃণমূল এখন ডুবন্ত জাহাজ জানিয়ে মেয়র বলেন যা করেছেন তার ফল এখন ভুগতে হচ্ছে। মুখ্যমন্ত্রী প্রশান্তকে এনেও আর নিজেদের সাম্রাজ্য রক্ষা করতে পারবেন না। Body:।Conclusion:
Last Updated : Jun 8, 2019, 10:56 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.