ETV Bharat / city

Siliguri Mahakuma Parishad Election : কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা, শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে প্রার্থী ঘোষণা বামেদের - cpim announces candidate list for Siliguri Mahakuma Parishad Election 2022

শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট (Siliguri Mahakuma Parishad Election 2022)৷ সোমবার সাংবাদিক বৈঠক করে সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার প্রার্থীদের নাম ঘোষণা করেন ৷

siliguri cpim
শিলিগুড়িতে সিপিএমের সাংবাদিক বৈঠক
author img

By

Published : May 30, 2022, 4:05 PM IST

শিলিগুড়ি, 30 মে : আসন্ন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট । সোমবার দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি মহকুমা পরিষদের ন'টি আসনের প্রার্থী ঘোষণা করা হয় । সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার এদিন সাংবাদিক বৈঠকে প্রার্থী ঘোষণা করেন (CPIM announces candidate list for Siliguri Mahakuma Parishad Election 2022)। তবে ন'টির মধ্যে একটি আসন কংগ্রেসের জন্য দিয়েছে বামেরা । বাকি আটটি আসনে তারা প্রার্থী ঘোষণা করে ।

গত মহকুমা পরিষদ নির্বাচনে ন'টি আসনের মধ্যে ছ'টিতে জয়লাভ করে বামেরা । তার মধ্যে পাঁচটি সিপিএম ও একটি আসনে জয় পায় ফরওয়ার্ড ব্লক । এবারও জয়ী আসন-সহ আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা । তবে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে একইভাবে আসন সমঝোতা করে প্রার্থী করা হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান জীবেশ সরকার ।

আরও পড়ুন : Siliguri Mahakuma Parishad Election : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ঘাস শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ

নকশালবাড়ির মণিরাম, হাতিঘিসা ও নকশালবাড়ি আসনে প্রার্থী করা হয়েছে বাম চা শ্রমিক সংগঠনের নেতা তথা সিটুর সম্পাদক গৌতম ঘোষকে । আপার বাগডোগরা, লোয়ার বাগডোগরা ও গোঁসাইপুর আসনে প্রার্থী করা হয়েছে নিরোদ সিংকে, মাটিগাড়ার দু'টি আসনে প্রার্থী করা হয়েছে স্বস্তিকা রাম মাহালি ও শ্রমিক নেতা মণি থাপাকে । খড়িবাড়ির দুটি আসনে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক নেতা করুণাময় চৌধুরী ও সিপিএম নেতা বাদল সরকারকে । ফাঁসিদেওয়ার তিনটি আসনের মধ্যে তসবিরা ছেত্রী ও শান্তা লাকরাকে প্রার্থী করা হয়েছে । শুধুমাত্র ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা আসনটি কংগ্রেসের জন্য ছেড়েছে বামেরা ।

এই বিষয়ে জীবেশ সরকার বলেন, "আমরা আসন সমঝোতা করেই লড়ছি । কংগ্রেসের জেলা নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে । সেই মতো আগামীতে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনেও আমরা একইভাবে আলোচনা করে প্রার্থী দেব ।"

আরও পড়ুন : GTA Election 2022 : জিটিএ নির্বাচন পিছনোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি মোর্চার

শিলিগুড়ি, 30 মে : আসন্ন শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে প্রতিদ্বন্দ্বিতা করবে বামফ্রন্ট । সোমবার দার্জিলিং জেলা বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি মহকুমা পরিষদের ন'টি আসনের প্রার্থী ঘোষণা করা হয় । সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার এদিন সাংবাদিক বৈঠকে প্রার্থী ঘোষণা করেন (CPIM announces candidate list for Siliguri Mahakuma Parishad Election 2022)। তবে ন'টির মধ্যে একটি আসন কংগ্রেসের জন্য দিয়েছে বামেরা । বাকি আটটি আসনে তারা প্রার্থী ঘোষণা করে ।

গত মহকুমা পরিষদ নির্বাচনে ন'টি আসনের মধ্যে ছ'টিতে জয়লাভ করে বামেরা । তার মধ্যে পাঁচটি সিপিএম ও একটি আসনে জয় পায় ফরওয়ার্ড ব্লক । এবারও জয়ী আসন-সহ আরও দুটি আসনে প্রার্থী ঘোষণা করল বামেরা । তবে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে একইভাবে আসন সমঝোতা করে প্রার্থী করা হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান জীবেশ সরকার ।

আরও পড়ুন : Siliguri Mahakuma Parishad Election : শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে ঘাস শিবিরের প্রার্থী তালিকা প্রকাশ

নকশালবাড়ির মণিরাম, হাতিঘিসা ও নকশালবাড়ি আসনে প্রার্থী করা হয়েছে বাম চা শ্রমিক সংগঠনের নেতা তথা সিটুর সম্পাদক গৌতম ঘোষকে । আপার বাগডোগরা, লোয়ার বাগডোগরা ও গোঁসাইপুর আসনে প্রার্থী করা হয়েছে নিরোদ সিংকে, মাটিগাড়ার দু'টি আসনে প্রার্থী করা হয়েছে স্বস্তিকা রাম মাহালি ও শ্রমিক নেতা মণি থাপাকে । খড়িবাড়ির দুটি আসনে প্রার্থী করা হয়েছে ফরওয়ার্ড ব্লক নেতা করুণাময় চৌধুরী ও সিপিএম নেতা বাদল সরকারকে । ফাঁসিদেওয়ার তিনটি আসনের মধ্যে তসবিরা ছেত্রী ও শান্তা লাকরাকে প্রার্থী করা হয়েছে । শুধুমাত্র ফাঁসিদেওয়ার জালাস নিজামতারা আসনটি কংগ্রেসের জন্য ছেড়েছে বামেরা ।

এই বিষয়ে জীবেশ সরকার বলেন, "আমরা আসন সমঝোতা করেই লড়ছি । কংগ্রেসের জেলা নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে । সেই মতো আগামীতে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনেও আমরা একইভাবে আলোচনা করে প্রার্থী দেব ।"

আরও পড়ুন : GTA Election 2022 : জিটিএ নির্বাচন পিছনোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি মোর্চার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.