শিলিগুড়ি, 7 মে : কোরোনার প্রাথমিক উপসর্গ না থাকলেও কলকাতা থেকে আসায় 28 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সোয়াবের নমুনা পরীক্ষা করায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । তাঁদের মধ্যে একজনের রিপোর্ট পজ়িটিভ আসে ৷ বাকি 27 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে ৷ পজ়িটিভ ওই ব্যক্তিকে কোরোনা হাসপাতালে স্থানান্তরিত করেছিল জেলা স্বাস্থ্য বিভাগ । ওই চিকিৎসকের দ্বিতীয় সোয়াব টেস্টের রিপোর্টও পজ়িটিভ এসেছে ।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রবীর দেব বলেন, "কোরোনার উপসর্গ না থাকলেও ওই চিকিৎসকের প্রথম টেস্ট রিপোর্ট পজ়িটিভ আসায় তাঁকে কোরোনা হাসপাতালে স্থানান্তর করা হয় ৷ বাকি 27 জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীকে আইসোলেশনে পাঠানো হয় । কিন্তু, উপসর্গ না থাকার কারণে অনেকেই ভেবেছিলেন ওই রিপোর্টে কোনও অসঙ্গতি আছে । কিন্তু এখনও ওই চিকিৎসকের কোনও উপসর্গ নেই । কিন্তু আমরা ঝুঁকি না নিয়ে ওই চিকিৎসকের সোয়াবের নমুনা ফের পরীক্ষা করিয়েছি । এক্ষেত্রেও রিপোর্ট পজ়িটিভ এসেছে । তবে বাকি 27 জনের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ রয়েছে ।"
উত্তরবঙ্গে কোরোনা মোকাবিলায় নিযুক্ত OSD সুশান্ত রায় জানান, " সব ক্ষেত্রে প্রথমে যে উপসর্গ দেখা দেবে এমনটা নাও হতে পারে । এক্ষেত্রেও তাই হয়েছে । যদিও পরপর দু'বার টেস্টে ওই চিকিৎসকের রিপোর্ট পজ়িটিভ এসেছে । যদিও ওই চিকিৎসকের সঙ্গে যাঁরা কলকাতা থেকে ফেরেন তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে । "