ETV Bharat / city

Arup on Debashis Paramanik Remarks: দেবাশিস প্রামাণিকের মন্তব্য তৃণমূল সমর্থন করে না, জানালেন অরূপ বিশ্বাস - শিলিগুড়ি মহকুমা পরিষদ

দেবাশিস প্রামাণিকের শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে নির্দল প্রার্থীদের হুমকি প্রসঙ্গে দায় এড়ালেন অরূপ বিশ্বাস (Controversial Remarks Made by Debashis Pramanik are Reprehensible Says Arup Biswas) ৷ জানালেন তৃণমূল তাঁর মন্তব্যকে সমর্থন করে না ৷ ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের সভাপতির মন্তব্য নিন্দনীয় বলে জানান তিনি ৷

Controversial Remarks Made by Debashis Pramanik are Reprehensible Says Arup Biswas
Controversial Remarks Made by Debashis Pramanik are Reprehensible Says Arup Biswas
author img

By

Published : Jun 18, 2022, 1:43 PM IST

শিলিগুড়ি, 18 জুন: দেবাশিস প্রামাণিক যে বিতর্কিত মন্তব্য করেছেন তা নিন্দনীয় ৷ সাংবাদিক বৈঠকে এ ভাবেই তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের সভাপতির মন্তব্যের বিরোধিতা করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস (Controversial Remarks Made by Debashis Pramanik are Reprehensible Says Arup Biswas) ৷

প্রসঙ্গত, শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে (Siliguri Mahakuma Parishad Election) তৃণমূলের বিক্ষুব্ধ যে সব নেতা নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের হুঁশিয়ারি দেন তিনি ৷ সেই সঙ্গে বিডিও, এসডিও, জেলাশাসক এবং পুলিশ প্রশাসনকে তৃণমূলের লোক বলে মন্তব্য করেন বলে অভিযোগ ৷ যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও অস্বস্তিতে পড়তে হয় ৷

কিন্তু, এ দিন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের প্রচার সংক্রান্ত বৈঠকের পর দেবাশিস প্রামাণিকের মন্তব্যের বিরোধিতা করেন দার্জিলিং জেলা তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস ৷ সেই সঙ্গে ফাঁসিদেওয়া ব্লকে তৃণমূলের কোনও পর্যবেক্ষক নেই বলে জানান তিনি ৷ অরূপ বিশ্বাস জানান, ‘‘আমরা কাউকে ওই ব্লকের পর্যবেক্ষক করিনি ৷ দল ওই ধরনের মন্তব্য কাউকে করতে বলেনি ৷ তিনি যা বলেছেন তা তার ব্যক্তিগত মতামত ৷ সেটা খুবই নিন্দনীয় ৷’’

দেবাশিস প্রামাণিকের মন্তব্যের নিন্দা অরূপ বিশ্বাসের

আরও পড়ুন: Controversial Comments of TMC Leader : 'নির্দলদের শেষ করে দেব, তৃণমূল ছাড়া কেউ থাকবে না', বেলাগাম শাসকদলের নেতা

প্রসঙ্গত, কয়েকদিন আগে ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের প্রচারে গিয়ে, নির্দল প্রার্থীদের হুমকি দেন দেবাশিস প্রামাণিক ৷ পাশাপাশি নির্দল প্রার্থীদের প্রচার করতে বাধা দেওয়া, ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা এবং প্রার্থীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে ৷ এমনকী জেলাশাসক, এসডিও, বিডিও-কে তৃণমূলের লোক বলে দাবি করেন তিনি ৷ আর স্থানীয়রা নির্দল প্রার্থীদের সাহায্য করলে বাড়িতে পুলিশ ঢোকানোর হুমকি দেন বলেও অভিযোগ ৷ যে ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যার পরেই অস্বস্তিতে পড়ে যায় শাসক দল ৷ ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের সভপতি সেই মন্তব্যের দায় ঝেড়ে ফেললেন অরূপ বিশ্বাস ৷

শিলিগুড়ি, 18 জুন: দেবাশিস প্রামাণিক যে বিতর্কিত মন্তব্য করেছেন তা নিন্দনীয় ৷ সাংবাদিক বৈঠকে এ ভাবেই তৃণমূলের ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের সভাপতির মন্তব্যের বিরোধিতা করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস (Controversial Remarks Made by Debashis Pramanik are Reprehensible Says Arup Biswas) ৷

প্রসঙ্গত, শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনে (Siliguri Mahakuma Parishad Election) তৃণমূলের বিক্ষুব্ধ যে সব নেতা নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের হুঁশিয়ারি দেন তিনি ৷ সেই সঙ্গে বিডিও, এসডিও, জেলাশাসক এবং পুলিশ প্রশাসনকে তৃণমূলের লোক বলে মন্তব্য করেন বলে অভিযোগ ৷ যা নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকেও অস্বস্তিতে পড়তে হয় ৷

কিন্তু, এ দিন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের প্রচার সংক্রান্ত বৈঠকের পর দেবাশিস প্রামাণিকের মন্তব্যের বিরোধিতা করেন দার্জিলিং জেলা তৃণমূলের পর্যবেক্ষক অরূপ বিশ্বাস ৷ সেই সঙ্গে ফাঁসিদেওয়া ব্লকে তৃণমূলের কোনও পর্যবেক্ষক নেই বলে জানান তিনি ৷ অরূপ বিশ্বাস জানান, ‘‘আমরা কাউকে ওই ব্লকের পর্যবেক্ষক করিনি ৷ দল ওই ধরনের মন্তব্য কাউকে করতে বলেনি ৷ তিনি যা বলেছেন তা তার ব্যক্তিগত মতামত ৷ সেটা খুবই নিন্দনীয় ৷’’

দেবাশিস প্রামাণিকের মন্তব্যের নিন্দা অরূপ বিশ্বাসের

আরও পড়ুন: Controversial Comments of TMC Leader : 'নির্দলদের শেষ করে দেব, তৃণমূল ছাড়া কেউ থাকবে না', বেলাগাম শাসকদলের নেতা

প্রসঙ্গত, কয়েকদিন আগে ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের প্রচারে গিয়ে, নির্দল প্রার্থীদের হুমকি দেন দেবাশিস প্রামাণিক ৷ পাশাপাশি নির্দল প্রার্থীদের প্রচার করতে বাধা দেওয়া, ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা এবং প্রার্থীদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন বলে অভিযোগ ওঠে ৷ এমনকী জেলাশাসক, এসডিও, বিডিও-কে তৃণমূলের লোক বলে দাবি করেন তিনি ৷ আর স্থানীয়রা নির্দল প্রার্থীদের সাহায্য করলে বাড়িতে পুলিশ ঢোকানোর হুমকি দেন বলেও অভিযোগ ৷ যে ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ যার পরেই অস্বস্তিতে পড়ে যায় শাসক দল ৷ ডাবগ্রাম-ফুলবাড়ি ব্লকের সভপতি সেই মন্তব্যের দায় ঝেড়ে ফেললেন অরূপ বিশ্বাস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.